![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঘরের হইনি- বাহির আমায় টানে,
আমি তোমার হইনি শুধু আকাশটা জানে,
আমি পথ থেকে পথে যাই দূর থেকে দূরে,
আমি তোমার জন্য গাই একটা গান সুরে,
আমি তোমায় ভুলে বলো যাব কোনখানে,
তাই তোমার হইনি আকাশটা জানে।
আকাশ থামে এসে আমার পাশের গ্রামে,
সেথা বাতাস বলেছে আমার কানে কানে।
আমি খুঁজি নি কখনোও আকাশের মানে,
তাই তোমার হইনি আকাশটা জানে।
বিঃদ্রঃ কেউ যদি শিল্পী ও অ্যালবাম এর নাম জানেন তবে জানাবেন। শুধু শুনেই গেলাম, শিল্পী কে জানা হয় নাই।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
তানভির আলম অভি বলেছেন: চেষ্টা করমুনে............।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০১
একজনা বলেছেন: গানঃ লিমন
অ্যালবামঃ একতার এ গাঁথ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭
তানভির আলম অভি বলেছেন: Thank you হয়নি জানানো।
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৩
একজনা বলেছেন: গানঃ লিমন
অ্যালবামঃ একতার এ গাঁথা।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৭
কামরুল হাসান জনি বলেছেন: গানের কথাগুলো ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
এ ফ্রেন্ড বলেছেন: কোনখানে আপলোড কৈরা দেন ... ডাউনলোড কৈরা লই :পি