![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অভিসারে যাও এই বিকেলে,
ঘুরে বেড়াও তুমি হাসিমাখা
মুখে,
সাথে থাকে সে যাকে তুমি
চাও,
সে আর তুমি-
সুখ মাখা ছবি ।।
যে পথে তুমি চলো তার সাথে,
সে পথ সদা প্রাণচঞ্চল,
আলোক দ্যুতি ঘিরে থাকে যেন
তোমার ও তার চলার পথে ।।
স্নিগ্ধ চাহনি - মৃদু হাসাহাসি,
হাতে হাত রেখে পাশাপাশি
দু'জন, ধীর লয়ে হাঁটো -
এ-ই যেন তোমাদের জীবন
ও জগৎ !
হঠাৎ হঠাৎ থেমে যাও তুমি,
তাকিয়ে দেখ সাথিটাকে তোমার,
সে-ও তাকায় তোমার চোখে,
তোমাদের মাঝেই জীবণ-প্রশান্তি ।।
গোধূলীর রাঙা আলোর মাঝে
সওয়ার হয়ে সন্ধ্যা নামে,
তবু তোমাদের চলার পথের
পুরোটা যেন আলোকোজ্জ্বল;
তোমাদের দ্যুতি সুখহীণ
প্রাণে - শত সুখের প্রদীপ জ্বালে;
যার হৃদয়ে দুখে দহণ,
তার হৃদয়ও ব্যাথা ভুলে যায়
শুধু এই ভেবে -
তুমি তো সুখী ।।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪
তানভির আলম অভি বলেছেন: ধন্যবাদ।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪২
উল্টা দূরবীন বলেছেন: ভালোই
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
তানভির আলম অভি বলেছেন: জ্বী
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
সুমন কর বলেছেন: পরপর ২টি পোস্ট একই ব্লগারের দেখতে ভালো লাগে না !!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৫
তানভির আলম অভি বলেছেন: জ্বী, ধন্যবাদ।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭
তানভির আলম অভি বলেছেন: আগেরটা তখনই মাত্র পিসিতে বইসা বইসা লেখা- মাত্র ৪ লাইনের।
আর এইটা বহুদিন পূর্বে কয়েকদিন সময় নিয়ে আমার ডায়েরীতে লেখা।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:০৩
নুর আমিন লেবু বলেছেন: অনেক সুন্দর কবিতা