![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার হবে দেখা......
অবাক হয়ে তাকিয়ে রবো-
কেমন ছিলে একা?
অনেক প্রহর শেষে.....
আপন হাতে জড়িয়ে নেবো
অনেক ভালোবেসে।
১.আমাকে ভেজাতে যদি তোমার লাগে এত ভালো,
তবে নামো আর বৃষ্টি নামো, আরো জল ঢালো।
২.কি চমৎকার দেখা গেলো,
ড্রেনের পানি পারানো হলো।
এ মধুর বৃষ্টি দেশের অতীব সুন্দর ড্রেনেজ ব্যবস্থার কারণে...
অদ্ভুৎ সুন্দর তুমি,
অদ্ভুৎ শিহরণ জাগাও তুমি হিয়ার মাঝে,
অদ্ভুৎ সময় আমার আরও অদ্ভুৎ কাটে
অদ্ভুৎ তোমার ঐ সৌন্দর্য দেখে।
জন্মদিন না জন্মবার্ষিকী? আমরা সচরাচর জন্মদিন বলতেই স্বাচ্ছন্দ বোধ করি। আজ থেকে প্রায় ১০০/৪ বছর পূর্বে আমি পৃথিবীর আলো দেখেছিলাম। আব্বু-আম্মুর প্রথম সন্তান হিসেবে ছোট্ট পরিবারে আমাদের নিশ্চয়ই খুব আনন্দের...
গ্র্যাজুয়েশনের পর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে সেখানেই চাকুরি। বেসরকারি চাকুরি। এন্ট্রি লেভেল জবে বস বিরাট ফ্যাক্টর। ভালো হলে বাঁচোয়া, নইলে জান হারাম। আর পছন্দসই জব পাওয়াও দায়। বসদের পছন্দমতন, নিজের কোন...
৪৫ বছর পর কলুষ কি কমল?
এতদিন এর অপেক্ষার কি ছিল প্রয়োজন?
কলঙ্কিত অধ্যায় চলেছে বহুদিন;
চলবে নাকি আরো বহুদিন?
নতুন প্রজন্ম নতুন চায়।
পুরনোর মাঝে আর পড়ে থাকবে না নতুন।
পুরনো জঞ্জাল বৈশাখি...
অভিসারে যাও এই বিকেলে,
ঘুরে বেড়াও তুমি হাসিমাখা
মুখে,
সাথে থাকে সে যাকে তুমি
চাও,
সে আর তুমি-
সুখ মাখা ছবি ।।
যে পথে তুমি চলো তার সাথে,
সে পথ সদা প্রাণচঞ্চল,
আলোক দ্যুতি ঘিরে থাকে যেন
তোমার ও...
কাছাকাছি থেকে ভালোবাসো আমায়,
সৃষ্টির শ্রেষ্ঠত্ব প্রকাশে চলো হই একাকার।
আর কিছু না হোক এই উষর বিশ্বচরে,
না হোক কোন চেষ্টা বিশ্বজয়ের অযথা,
আমাদের চিহ্ন রেখে যেতে ভালোবাসো,
ইচ্ছায় কিবা অনিচ্ছায় চলো হই একাকার।
বসন্তের আভাস পেয়ে
পিয়ার আলির হাত চলে যায়
বিদেশীনির বুকে,...
গত বৃহস্পতিবার গাবতলীতে অবরোধ, আর আজ সাভারের উলাইলে গাড়ি ভাংচুর, গোলাগুলি!! আমাকে কি আর ঢাকায় যেতে দেবে না??
কয়দিন কাজ না করে থাকা যায়, ঐদিকে আমার কাজ যে পরে আছে। কাজ...
এইটা কি শুনতেছি!!!!!!!! হরতাল ভালো কথা ৪৮ ঘন্টা কেন?
সকাল-সন্ধ্যা দিলে কি হয়?
দয়া কইরা ৪৮ ঘন্টার পরিবর্তে সকাল-সন্ধ্যা হরতাল দেয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।...
রাতের অন্ধকারে সবার অলক্ষে কারা যানি রাজিবকে কুপিয়ে মেরে ফেলল!! তারা নাকি আবার গ্রেপ্তারও হয়ে গেছে। বাংলাদেশ পুলিসের ত্বরিতকর্মের নিদর্শন এতদিনে আমরা হাতেনাতে পেয়ে গেলাম। এবার বিচারকদের ত্বরিত রায়ও হয়ে...
আমি ঘরের হইনি- বাহির আমায় টানে,
আমি তোমার হইনি শুধু আকাশটা জানে,
আমি পথ থেকে পথে যাই দূর থেকে দূরে,...
©somewhere in net ltd.