নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর এফ আখতার

ভালো নেই . আপনি কেমন আছেন!

তানভীর এফ আখতার › বিস্তারিত পোস্টঃ

বাংলা সিনেমাচরিত

২৯ শে জুন, ২০১৩ রাত ২:১৫

বাংলা সিনেমার স্বর্ণ যুগের একজন দর্শক হিসেবে কিছু স্মৃতিচারণ -

বলা নেই কওয়া নেই সিনেমার শুরুতে আনোয়ার চাচার হার্ট এটাক করতেই হবে! আর এ বাবা লোক টারে বাচতে দিলে কি এমন ক্ষতি হত তোদের!!

শিশুশিল্পী মাস্টার রকি আর চুমকির বাল্যপ্রেম দেখে আমার মত কত বাচ্চা যে হাফ প্যান্ট বয়সে পাশের বাড়ির আর এক বাচ্চার প্রেম এ পড়ছে আর বড়লোক আংকেল এর চক্ষু শুল হইছে তার হিসেব কে রাখে!!



জসিম এর ছ্যাকা খেয়ে মদ খাওয়া, অত:পর হাতির মত হাত দিয়ে বুক ঘষতে ঘষতে বুকের লোম তুলে ফেলা! ওওও ওউ রুবি......



চৌধুরী সাহেবের সেই হুংকার, -

টাকার অঙ্ক টা চেক এ বসিয়ে নিও! তখন মনে হইত, ইস আমারে যদি বলত তাইলে এক এর পর শূন্য দিতে দিতে অন্ধকার বানাইয়া ফেলতাম!



সাদা প্যান্ট, লাল শার্ট, জাম্প কেডস পড়ে রুবেল আর তার সাথে মুটকি কোন নায়িকার নাচ মানে শরীর চর্চা!! আহা! এখনো চোখে লেগে আছে!



শাবানার সেই বমি বমি ভাব, তার সাথে তেতুল খাওয়া আর আলমগীর আংকেল এর কপালে চিন্তার রেখা!! বেচারা!!



সিনেমার ভিলেন যেই হোক তার প্রথম দূশ্য সে সিংহাসনে বসে থাকবে আর তার পিছনে খালাম্মা সাইজের দুটো মেয়ে দাড়িয়ে থাকবে! এটা দেখে আমার ভিলেনই হতে ইচ্ছে করত!



সাগরের নদীর প্রেমে রক্ত দিয়ে চিঠি লেখা দেখে কত গ্রাম্য যুবক যুবতীর মনে যে ঝড় উঠে গেছে!! আহা! আহা!



আর পরিশেষে যার কথা না বললেই নয় বাংলা সিনেমার প্রবাদ পুরুষ ওমর সানীর ডায়লয়ের মৃগী ব্যারাম এর রহস্য এখন ও গবেষনার বিষয়! বড় লোকের বেটি মৌসুমীর হাতে চাবুক খাওয়ার পর, মাআআআআ..

মাগো ওওও আমাকেএএএ মেরেছেএএএএ(কাঁপুনি চলতে থাকবে)!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.