নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর এফ আখতার

ভালো নেই . আপনি কেমন আছেন!

তানভীর এফ আখতার › বিস্তারিত পোস্টঃ

দি জ্যাকসন

২৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৫

মাইকেল জ্যাকসন! এক অতিমানব এর নাম! যিনি সেই কৈশোর থেকেই সেলিব্রেটি! স্টেজ ভর্তি দর্শকরা যখন জ্যাকসনের গান শুনার জন্য অস্থির, ছোট্ট মাইকেল তখন বন্ধুদের সাথে খেলার জন্য বাবার কাছে কাকুতি মিনতি করছে! সেই মাইকেল বড় হয়ে পরিণত হন শতাব্দীর সেরা এন্টারটেইনারে! পপ গান আর তার ইউনিক স্টাইলের ডেন্স দিয়ে মাতিয়ে রাখতেন স্টেজ! তার ভাষায়, "স্টেজ ই আমার বাড়ি! স্টেজ থেকে নামার পর আমি নিজেকে চিনতে পারি না! খুব একা হয়ে যাই! "SLE নামক রোগে আক্রান্ত হয়ে স্কিন এর কালার চেন্জ হয়ে যাচ্ছিল, তাই তাকে প্লাস্টিক সার্জারির শরনাপন্ন হতে হয়। কালো জ্যাকসন পরিনত হন হোয়াইট কিছুটা মেয়েলি চেহারার একজন মানুষ এ! তারপর ও জ্যাকসনের বিশ্ব ভ্রমন কনসারট দিয়ে আর একবার মাতিয়েছেন বিশ্ব কে! অদম্য এক হিউম্যান এনার্জির নাম মাইকেল জ্যাকসন! তার জীবনের একটাই আফসোস ছিল যে তিনি সাধারণ মানুষের মত জীবন যাপন করতে পারেন নি! চির নিদ্রায় শায়িত এই বিস্ময় মানব জ্যাকসনের আজ চতুর্থ মৃত্যুবাষীকি। শান্তি তে থাকো মি: কিং ওফ পপ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.