![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর খুব হ্যান্ডসাম আর স্মার্ট মানুষদের মাঝে আমার চাচা একজন। আমার 5 নম্বর চাচা। আমার দাদাজানের তৈরি করা বেস্ট প্রোডাক্ট! কিন্তু, বিখ্যাত লোকজনের যেমন কিছু দুর্বলতা থাকে, আমার চাচার ও ছিল। একটিই! ইংরেজী ভাষা! বেচারা সব অসাধ্য সাধন করে ফেলল, কিন্ত ইংরেজী! A for apple, b for baall porjonto!তার ইংরেজি ঊচ্চারন ছিল আমাদের প্রতিদিনের সকালের বিনোদন! যেমনঃ টিথ ইউর এব্রাশ! ফাইজিকাল এক্স আর সাইজ ইজ গুড! বইতে তিনি পড়েছেন যে শব্দের শেষে r আর তার পূর্বে vowel থাকলে r টি উচ্চারিত হবে না। তাই চাচার উচ্চারণ গুলো ছিল, ফাদা(father), মাদা(mother) , সিস্টা( sister), শুয়া (sure)!! ইংরেজি পত্রিকা ভালভাবে পড়তে না পাড়ার অপরাধে মন্ত্রণালয়ে চাকুরি টা পর্যন্ত হয় নি। অনেক চেষ্টা করে ও কিছুতেই তিনি আর টনি গ্রেগ হতে পারেন নি। তাই স্বভাবতই ভাল ইংরেজী জানা মেয়েদের প্রতি তার ছিল সীমাহীন আগ্রহ! আর তার শিষ্য হিসেবে এর বলি হতাম আমি! কোন অনুষ্ঠানে গেলে আমার দায়িত্ব ছিল মেয়েদের জটলার পিছনে যেয়ে চুপচাপ দাড়িয়ে থেকে লক্ষ করা কোন মেয়ে ইংরেজী তে বেশি ফটোর ফটোর করে, আর তার খবর বস মানে চাচা কে দেওয়া। এভাবেই একবার চাচাকে লাল চুল ওয়ালা শাড়ি পড়া এক মেয়ের খবর দিলাম যার মুখে আমি কোন বাংলা শুনিনি!চাচা তো মহাখুশিতে অপারেশন করতে চলে গেল! কিছুক্ষন পরে মুখ কালো করে এসে আমাকে বলল, চেরাগ আলী! একটা দেশী মাইয়া পাইলিনা!আমার জান পানি করে দিছে এই বিদেশীনী! বাংলা শিখতে চায়"! কিছুক্ষন পরে মেয়েটি চাচার কাছে এসে হাজির! হাতে একটি বই! নাম "বাঙালি রান্না "মেয়েটি চাচাকে বলল, তুমি খি আমাখে এই বেঙ্গলি বইটি টে খি স্টোরি আছছে এখটু ইংলিশে ভালবে?!!বেচারা চাচা! তার জন্য সত্যিই মায়া লাগছিল!!
২| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০
তানভীর এফ আখতার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ ভোর ৪:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন: হা হা হা
১ম ভাললাগা।
শুভ ব্লগিং।