নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর এফ আখতার

ভালো নেই . আপনি কেমন আছেন!

তানভীর এফ আখতার › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত জীবন

৩০ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৯

করিম সাহেব সরকারি ব্যাংকের ক্যাশিয়ার। ছা পোষা কর্মচারী আর কি! কোনমতে রং উঠে যাওয়া শার্ট টা বেল্ট ছাড়া প্যান্ট এর ভিতরে গুজে ভারী চশমার ফাক দিয়ে উকি মেরে দক্ষতার সাথে টাকা গুনেই চলেছেন! সন্ধ্যা হয়ে এল। তার উপর আবার কারেন্ট নেই।মোমের আলোতে কাজ করেই চলেছেন তিনি! অফিসের ফাইল পত্র গুলোর সেই বিশেষ গন্ধ! কেমন যেন মাথাটা ধরে উঠে তার। না আজ কিছুতেই হিসাব মিলছে না।চায়ের কাপে চুমুক দিতে গিয়ে দেখলেন চা নেই! খোচা খোচা দাড়িগুলো চুলকে আঙুলের মাথাটা পেপার ফোমএ ভিজিয়ে আর একবার গুনলেন। ওই দিকে ছোট ছেলেটা হাসপাতালে ভর্তি। ডাক্তার বলেছে অপারেশন লাগবে। এত টাকা এখন সে কোথায় পাবে। বড় সাহেব কে বলে কি লাভ হবে! ভাবতে পারে না সে! টাকা গুলোর দিকে এক বার অসহায় ভাবে তাকিয়ে সেগুলো ক্যাশ বক্সে রেখে তার ছোট ব্যাগ টা নিয়ে হাসপাতালে রওনা দেয় করিম সাহেব। আর দশটা সাধারণ মানুষের সাথে ভিড়ে মিশে যান তিনি!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.