নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর এফ আখতার

ভালো নেই . আপনি কেমন আছেন!

তানভীর এফ আখতার › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম আপনিই ঠিক করেন!

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৭

ক্লাশ7&8 এ পড়ার সময় আমি ছিলাম ক্লাশ এর অন্যতম খাটো ছেলে! জিলা স্কুলের ছেলেরা সাধারণত খুব হ্যান্ডসাম হয় আর গ্রোথ ও কিছুটা বেশি (টিফিন এর গুনে মনে হয়)! তাদের মাঝে আমরা গুটিকয়েক বালক ছিলাম, সুস্বাদু টিফিন যাদের উপর তেমন কোন প্রভাব ফেলতে পারেনি। আমি তাদেরই একজন! টিজিং বাহিনী আমার নাম দিয়ে দিল বাট্টু!! বাট্টু ডেকে ডেকে আমার জীবন অতিষ্ঠ করে ফেলেছিল। কয়েকবার মারামারি ও লেগেছিলো! ক্লাস এ স্যার যখন পড়া ধরতেন তখন আঙ্গুল এর উপর ভর দিয়ে দাঁড়াতাম যাতে কিছুটা উচু দেখায়! এক বার এক দোকানদার তো আমাকে আমার বন্ধুদের সাথে দাড়াতে দেখে উপহাস করে বলেছিল, " তুমি ওদের সাথে দাড়িও না! মানাচ্ছে না!! (ওরে যদি এহন পাইতাম! ) ওইদিন বাসায় যেয়ে কেদে কেদে আল্লাহ কে বলেছিলাম, "আল্লাহ আমার ফার্স্ট হওয়ার দরকার নাই, তুমি শুধু আমাকে একটু লম্বা করে দাও! প্রতিদিন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাড়িয়ে দেখতাম কতটুকু লম্বা হয়েছি! আশ্চর্যের বিষয় হল ক্লাশ 10এ উঠে সত্যি সত্যিই উচ্চতা বেড়ে গেল! জামা কাপড় গুলো ছোট হয়ে গেল! যারা বাট্টু ডাকত তাদের কেউ আমার সমান, কেউ বা কানের কাছে, কেউ আবার নিচ থেকে মাথা তুলে আমাকে দেখত! আমি একটা ভিলেইন মারকা হাসি দিতাম শুধু ! ওরা ও টিজ করার জন্য নতুন কাউকে খুজতো!! আমার উচ্চতা এখন 5ফুট 7 ইন্চি(অফিসিয়ালি 5"6')!শহীদ কাপুর, আমির খান, জ্যাকি চ্যান এর তুলনায় বেশি আর টম ক্রুজ এর সমান! (পত্রিকার তথ্য অনুযায়ী ) এখন বড় হয়ে বুঝি যে সাইজ অর শেপ কোন ব্যপার না! কিন্তু আমার অবস্থায় যে বন্ধুরা ছিল তারা জানে ওই বয়সে এটা অনেক বড় ফ্যাক্ট! So never loose your hope and pray to Allah the Almighty.

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

নষ্টছেলে তানিম বলেছেন: দোস্ত সেই কথা গুলো বললি

২| ০২ রা জুলাই, ২০১৩ দুপুর ১:০০

তানভীর এফ আখতার বলেছেন: এই কথা গুলোই তো আমার অস্তিত্বে মিশে আছে !@তানিম

৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৪৮

একজন আরমান বলেছেন:
জিলা স্কুলের ছেলেরা সাধারণত খুব হ্যান্ডসাম হয় আর গ্রোথ ও কিছুটা বেশি (টিফিন এর গুনে মনে হয়)!

দোস্ত স্কুলের কথা মনে পড়ে গেলো।

মানুষের পরিচয় তার হাইটে না তার ব্যাবহারে ! বুঝলেন ডাক্তার সাহেব?

শুভকামনা দোস্ত। :)

৪| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৩৪

বাংলার হাসান বলেছেন: ভাল লাগল।

ভাই আর কইয়েন না আমার বন্ধুদের মাঝে সব চেয়ে খাট যে ছিল সে চলে গেছে আমেরিকা। এখন বন্ধুদের মাঝে আমিই সব চেয়ে খাট্টু :( :( :(

৫| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২২

তানভীর এফ আখতার বলেছেন: @আরমান , মামা তোমার তো তখন গ্রোথ ভালোই ছিল ! টিজিং তো গেছে আমার উপর দিয়া!

৬| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

তানভীর এফ আখতার বলেছেন: @হাসান ,ভাই আপনি ও চলে যান ইংল্যান্ড !

৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৩

একজন আরমান বলেছেন:
আহাহাহাহা।
বেশি গ্রোথ ছিল ক্লাস ৯ এর পর থেকে। আর এখন তো মাশাল্লাহ। :P

কিন্তু জীবনে কমপ্লান খাই নাই। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.