![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনি ছিলেন অত্র এলাকার মস্ত বড় ব্যবসায়ী। তখন ইংরেজ আমল! প্রতিদিনই তার প্রাসাদ আকৃতির বাড়িতে একটা আস্ত ছাগল কিংবা গোটা দশেক মুরগী জবাই দিতে হইত তার বিশাল কর্মচারী দের খাওয়ানোর জন্য! শ 'য়ে শ 'য়ে বিঘা জমি ছিল তার! প্রতি মৌসুমে বিরাট বিরাট নৌকা বোঝাই নিয়া সওদা করতে যাইত দেশে বিদেশে! গঞ্জে গঞ্জে সেগুলো বিক্রি কইরা নতুন মালামাল বোঝাই কইরা দেশে ফিরা আসত! তার তিন বউ তার পথ পানে চাইয়া থাকত! হয়ত এক মাস বাড়িতে থাইকা আবার বানিজ্য করতে যাইত! তার বিছানার তোশক ছিল টাকায় ভর্তি! আমি একবার লুকাইয়া লুকাইয়া দেখছি। দশ গ্রামের মানুষ তারে এক নামে চিনত। এক নাপিত তার নাতির চুল কাটার সময় কান ধরছিল। এই জন্য নাপিতের তার পাও ধইরা মাফ চাইতে হইছে!! তার পোলার বিয়ার মেজবানে মানুষ এক সপ্তাহ খালি খাইছেই! হাজারে হাজারে মানুষ! আমারে সে অনেক স্নেহ করত! আমি ছিলাম কালো মানুষ! তাও আমারে তার পোলার জন্য পছন্দ কইরা সে আনছিল।
আজ মানুষ টা নাই! তার জমিদারি ও নাই! তার কয়েকটা ব্যবহৃত জিনিস আর তার সেই স্মৃতি গুলা আমার কাছে আছে!শশুড় কে নিয়ে বলতে বলতে আমার নানীর চোখ বেয়ে নামল অশ্রুধারা।
(আমার বড় নানা জোনাব আলী আকন এর জীবনী অবলম্বনে)
©somewhere in net ltd.