![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুলে থাকতে সাত টাকা দিয়ে লেমন আইসক্রিম পাওয়া যেত! স্কুলের সামনেই ছিল দোকান! দুপুরে লেইজার এর ঘন্টা পড়লে আমি ছুটতাম দোকানে লেমন আইসক্রিম এর খোজে! সাত টাকার গাঢ় সবুজ রঙের আইসক্রিম! এখন ও চেহারা টা মনে পড়লে লোল পড়ে যায়! ঘর্মাক্ত শরীর আর ঘামে ভেজা সাদা শার্ট এ সে আইসক্রিম এর অংশ বিশেষ পড়ে সাদা শার্ট এ কালচে সবুজ দাগ পড়ে যেত! কৈশোরের উদ্যম সেই দাগ কে হারিয়ে যেতে দিত না! সাত টাকায় যেই সুখ এর নির্মল অনুভূতি পেতাম, এখন হয়তোবা লক্ষ টাকায় ও তা পাই না! সেই স্বপ্নে বিভোর সম্ভাবনা ময় দিন গুলো যেদিন হারিয়ে গেল সেদিন থেকে জীবন টা ও হারিয়ে গেল! সেই অবুঝ আর অবোধ বালক এর ব্রেকহীন সাইকেল, কাধে ছিড়ে যাওয়া ভারী ব্যাগ সবকিছুই প্রান এর স্পন্দন এ ভরপুর! সেই জং হীন মসৃন হৃদয়. কালের পরিক্রমায় কত জং ধরে গেল! কিন্তু মন বারবার সেই পুরনো সাত টাকার আইসক্রিম এর দোকানে ফিরে যেতে চায়! সেখানেই যে লুকিয়ে আছে আমার প্রাণ ভোমরা! আমার সব স্বপ্ন রা! আর আসল আমি! শুধু আমি, একটি লেমন আইসক্রিম, আর একটি ঘামে ভেজা সাদা শার্ট! এক স্বপ্ন ময় আগামীর প্রতিচ্ছবি!!
২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:২৪
তানভীর এফ আখতার বলেছেন: দশ পয়সায় আইসক্রিম! হে হে হে! রাজীব ভাই আপনি যে আমার বড় ভাই সেটা বোঝা গেল! ধন্যবাদ! এখন কি পেশাতে আছেন!
৩| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৩৯
মেহেদী_বিএনসিসি বলেছেন: হে হে সাতটাকার আইক্রিমকে য্যাম্নে উপস্থাপন করছেন.......মনে হচ্ছে মোগল আমলের কাহিনী.......।
আমাদের ছুট বেলায় ছিলো ২৫ পয়সার সাদা(মিষ্টি বরফ) আইক্রিম আর ৫০ পয়সার অরেঞ্জ আইসক্রিম........। রোজার সময় রাস্তার ধারে আইক্রিম ওয়ালারা বা হকাররা বরফ বিক্রি করতো....... ঈদের সময় ১টাকা সালামি পাইয়া যে খুশি হইতাম.........অখন ভাগ্নিগো ৫০০/১০০০ টাকা দিলেও অগো মুখে সে খুশি দেখিনা......
৪| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:৫২
তানভীর এফ আখতার বলেছেন: এটা মোগল পরবর্তী সময়! হে হে!
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ১:১৮
রাজিব বলেছেন: ক্লাস ওয়ানে যখন পড়ি তখন ১০ পয়সায় সাধারণ আইসক্রিম আর ৫০ পয়সায় অরেঞ্জ আইসক্রিম। ২৫ পয়সায় ডাল পুরি। কি যে আনন্দের কথা মনে করিয়ে দিলেন। তখন টাকা ছিলনা। টিফিনে ১ টাকা পেতাম তাও প্রতিদিন না। আসলেই আজ হাজার টাকাতেও সেই অনাবিল আনন্দ নেই। অনেক ভাল লাগলো আপনার পোস্ট পড়ে। ধন্যবাদ এবং আরও লিখুন।