নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন ভীরু মানুষ...

একজন ভীরু মানুষ...

তানজিমস্‌

একজন ভীরু মানুষ...

তানজিমস্‌ › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সবচেয়ে ছোট গল্প কোনটি জানেন কি?

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

গল্পটির লেখক Ernest Hemingway (আর্নেস্ট হেমিংওয়ে)।





এই ধরনের গল্পগুলো ‘ফ্লাশ ফিকশন’ হিসেবে পরিচিত, এগুলো এক একটি সম্পূর্ণ গল্প যা শুরু হতে না হতেই শেষ হয়ে যায় কিন্তু তার একটি রেশ পাঠকের ভেতর থেকে যায়। কথিত আছে আর্নেস্ট হেমিংওয়ে একদিন তার অফিসের কলিগদের সাথে ১০ ডলারের বাজি ধরেন যে তিনি মাত্র ৬টি শব্দ দিয়ে একটি সম্পূর্ণ গল্প লিখতে পারবেন এবং তিনি যে বাজি জিতে ছিলেন তা বিবেকবান পাঠকগণ বুঝতেই পারছেন।



গল্পটি ছিল এমনঃ

For sale. Baby shoes. Never worn.



কিন্তু গল্পটির অর্থ বুঝতে পারলেন কি কিছু? বুঝলে কি বুঝলেন? গল্পটির ভেতর একটা রহস্য লুকিয়ে আছে বলুনতো তা কি?



সাথে Fredric Brown (ফ্রেডরিক ব্রাউন) এর একটা ‘ফ্লাশ ফিকশন’ যার নাম ‘Knock’ জুড়ে দিলাম আগ্রহী পাঠকদের জন্য।

“The last man on Earth sat alone in a room. There was a knock on the door…”

কি আশাজাগানিয়া ভয়াবহ রোমাঞ্চকর একটা প্লট ভেবে দেখুন।

মন্তব্য ৭৮ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

নিকষ বলেছেন: doctor pregnant accident

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৭

তানজিমস্‌ বলেছেন: ভাই দেখি টেনশনে ফেলায় দিলেন...

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

ফ্রিঞ্জ বলেছেন: নাইস! :)

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪০

তানজিমস্‌ বলেছেন: ফ্রিঞ্জ বলেছেন: নাইস! :)
আপনার নিকটাও নাইস... :)

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: For sale. Baby shoes. Never worn.

খুবই স্যাড একটা ড্রামা!

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৮

তানজিমস্‌ বলেছেন: ভাই তারমানে ধরে ফেলেছেন মানেটা... ধন্যবাদ আমার ব্লগটিপড়ার জন্য...

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৮

ইলুসন বলেছেন: For sale. Baby shoes. Never worn.


এটার অর্থ বের করতে পারি নাই।

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

তানজিমস্‌ বলেছেন: ভাল শিল্পের মজা এখানেই যে তার অর্থ নিজের মত দাঁড় করিয়ে নেওয়া যায়। একটু আবেগ দিয়া ভাবেন,দেখেন কিছু পাওয়া যায় কিনা...

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: বাচ্চার জন্য জুতো কেনা হয়েছিল, কিন্তু সেই বাচ্চাটা পৃথিবীর আলোই দেখেনি। তাই ফর সেল @ইলুসন!

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫২

তানজিমস্‌ বলেছেন: একজন পিতা বা মাতা-ই বুঝবে এই ছয়টা শব্দে কতটা কষ্ট লুকানো ...

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৪

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: নিকষের কমেন্টে আমিও টেনসনে পরে গেছি @লেখক :-&

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫

তানজিমস্‌ বলেছেন: এমন একটা ‘ফ্লাশ ফিকশন’ দিয়ে আমার এই লিখার প্রথম কমেন্ট হবে আমি কল্পনাও করিনি... :-&

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

ক্লোরোফিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা বিষয় আমাদের দেশের মানুষের কাছে উপস্থাপন করার জন্য । অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৭

তানজিমস্‌ বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: নাইস! :)

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪

তানজিমস্‌ বলেছেন: আপনি কোথাও না গিয়ে আমার ব্লগটি পড়তে আসায় আপনাকে অসংখ্য ধন্যবাদ...

৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ঘটনা কি? সবাই দেখি কমেন্টাইতাছে!!!! আমি কিছু ধরতে পারছহি না কেন??

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪

তানজিমস্‌ বলেছেন: জনৈক গণ্ডমূর্খ বলেছেন: ঘটনা কি? সবাই দেখি কমেন্টাইতাছে!!!! আমি কিছু ধরতে পারছহি না কেন??

একটু আবেগ দিয়া ভাবেন,দেখেন কিছু পাওয়া যায় কিনা...

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৫

শরীফ উদ্দীন বলেছেন: Thanks for sharing this nice things. Bangla keyboard is not working so I have wrote in English. plz pardon me

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৬

তানজিমস্‌ বলেছেন: ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ...

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৬

সবুজ মহান বলেছেন: গুড পোস্ট ।

+

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

তানজিমস্‌ বলেছেন: গুড কমেন্ট... কমেন্টে +
আপনাকে অসংখ্য ধন্যবাদ...

১২| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৮

নতুন বলেছেন: + ভাললাগলো...

ছোট্ট লাইন কিন্তু অনেক চিন্তার খোরাক দেয়...

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

তানজিমস্‌ বলেছেন: এই ছয়টা শব্দে অনেক কষ্ট লুকানো...
আপনাকে ধন্যবাদ...

১৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

না পারভীন বলেছেন: +++

০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

তানজিমস্‌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ...

১৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬

সায়েম মুন বলেছেন: For sale. Baby shoes. Never worn.
===এটা আগেও দেখেছিলাম। প্যাথেটিক মিনিং।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

তানজিমস্‌ বলেছেন: আসলেই দুঃখজনক...

১৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৩

আমি তুমি আমরা বলেছেন: The last man on Earth sat alone in a room. There was a knock on the door…

অসাধারন।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪০

তানজিমস্‌ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভাল লাগলো... ধন্যবাদ আমার ব্লগটি পড়ার জন্য...

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৪:২২

ব্লগার রানা বলেছেন: A blue eyed girl was passing by me, i suddenly caught her hand and said I LOVE YOU.............

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪২

তানজিমস্‌ বলেছেন: ভাল... আপনাকে অসংখ্য ধন্যবাদ...

১৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: অস্থির

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৪

তানজিমস্‌ বলেছেন: ভাই আপনার পিকটাও অস্থির...

১৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৪

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: অস্থির

১৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩৬

মিষ্টি মেয়ে বলেছেন: মজার তো!! ভেবে পাচ্ছি না... 8-| 8-|

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৭

তানজিমস্‌ বলেছেন: ভেবে পাবার পর কষ্টদায়ক অনুভূতির সম্ভবনা আছে...

২০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৯

এস বাসার বলেছেন: জটিল সব গল্প!!!!!!!!!!!

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৯

তানজিমস্‌ বলেছেন: আসলেই জটিল আর রহস্যময়...

২১| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৭

সত্যচারী বলেছেন: খুবই সিম্পল অর্থ।
মিনিং সহজ:
গুলিস্তানে বাচ্ছাদের জুতা বিক্রি হচ্ছে। কিন্তু সবাই মনে করছে সেকেন্ড ল্যাগ জুতা, তাই দোকানী চিৎকার করে কথাগুলো বলছে।

বর্তমান পৃথিবীর সবচাইতে হরর শর্ট স্টোরী হচ্ছে এমন :

wearing lungi, suddenly i found myself in baridhara

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫২

তানজিমস্‌ বলেছেন: ভাল শিল্পের মজা এখানেই যে তার অর্থ নিজের মত দাঁড় করিয়ে নেওয়া যায়। আপনার ষ্টোরিটা মারাত্নক ভয়ংকর সুন্দর... ধন্যবাদ আপনাকে আমার ব্লগটি পড়ার জন্য...

২২| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫০

রুদ্র মানব বলেছেন: গুড বা ভাল পোস্ট তো বুঝলাম ,

কিন্তু ৬ টি শব্দের ছোট গল্পটা তো বুঝতে পারলাম না ।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

তানজিমস্‌ বলেছেন: একটু আবেগ দিয়া ভাবেন,দেখেন কিছু পাওয়া যায় কিনা...

২৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: For sale: baby shoes, never used.


গল্পটা এমন ছিল জানতাম।

খুবই কষ্টের একটা অনুভূতি।আমার মেজমামার ছেলের জন্য আমার মামা খেলনা-পাতি কিনে রেখেছিলো। কিন্তু বাচ্চাটা মারা যায়।আমার মামার কষ্ট দেখে আমি বুঝেছিলাম--


এই গল্পের অর্থটা কতটা অর্থবহ।

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৯

তানজিমস্‌ বলেছেন: সন্তানহারা মা-বাবার প্রতি আন্তরিক সমবেদনা রইল...

২৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৮

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: :(

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০০

তানজিমস্‌ বলেছেন: :( :(

২৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০

সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: ভালো লেগেছে ভাই। পোস্টে প্লাস :)

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

তানজিমস্‌ বলেছেন: ভাই ধন্যবাদ আপনাকে আমার ব্লগটি পড়ার জন্য...

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: পরেরটা বুঝতে পারছি, আগেরটার অর্থ বুঝলাম না!

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০২

তানজিমস্‌ বলেছেন: একটু আবেগ দিয়া ভাবেন,দেখেন কিছু পাওয়া যায় কিনা...

২৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

স্বপ্নছায় বলেছেন: গল্পের অর্থ তো বুঝলাম না। তার মানে কি, আমার বিবেক নাই :

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৪

তানজিমস্‌ বলেছেন: ভাই বিবেক আছে কিন্তু আবেগটা বোধহয় একটু কম...

২৮| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৫

এম.এল.এইচ বলেছেন: অনেক বেদনার।
আমি আমার মনে হচ্ছে এই কষ্টের গল্প গুলো না লিখলে হয় না!

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

তানজিমস্‌ বলেছেন: কষ্ট বেদনা জীবনের সমান্তরাল সঙ্গী তাই বলে কি জ়ীবনটাই বাদ দেওয়া যাই?

২৯| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১

বোকামন বলেছেন:






একটি নতুন বাধা সংসার ... গৃহকর্তা জুতোর কারখানার একজন শ্রমিক। দব্র‌্যমূল্যের ঊর্ধ্বগতি, সে তুলনায় মজুরি প্রাপ্তি নিতান্তই কম ...... তবুও শত কষ্টের মাঝে চলছে স্বামী স্ত্রীর নতুন সংসার। একটা সময় তারা অপেক্ষা করছিল, তাদের ঘড় আলো করে আসবে নতুন অতিথি ..... খুশিতে এবং পিতা হবার আনন্দে; অনেক শখ করে তার ঐ কারখানা থেকে বলে কয়ে একজোড়া জুতো তৈরি করলো গৃহকর্তা। স্বপ্ন ছিল তার ফুটফুটে বাচ্চাটি প্রথম হাটি হাটি পাতে জুতো জোড়া পড়বে!

কোন এক হরতালের সকালে কর্মস্থানে যাবার পথে ......... নিহত হোন প্রথম বাবা হবে আনন্দে মগ্ন সেই শ্রমিক ..........

টাকার অভাব, সমাজের বাস্তবিক অবস্থা ইত্যাদি কোন কারণে অবশেষে মা আর মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে পারেনি .......কখনো হয়তো পড়ানো হবে না সেই ছোট্ট জুতা তার সন্তানের পায়ে .......

বাস্তবতা বড় কঠিন ..... বেচে থাকার সংগ্রামে বিধবা স্ত্রী বাধ্য হয় সেই জুতো বিক্রয় করতে .......

For sale. Baby shoes. Never worn.

(সংক্ষিপ্ত) ....

সম্মানিত লেখক,
এই হচ্ছে আমার মত এক অতি সাধারণের ভাবনা ....
আমরা হয়তো সাহিত্য বুঝি না .. তবুও আমরাই সাহিত্যের উপাদান হয়ে থাকি ....


কৃতজ্ঞতা জানবেন

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১২

তানজিমস্‌ বলেছেন: ভাই আপনার কাছে ঋণী থেকে গেলাম... আমাদের সামাজিক প্রেক্ষাপটে এরচেয়ে ভালো কোন ব্যাখ্যা হতেই পারে না... অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ব্লগটি পড়ার জন্য...

৩০| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৩

আহমেদ সাব্বির পল্লব বলেছেন:

@বোকামন: আপনারে কইষ্যা মাইনাস........... হুদাও মনটা খারাপ কইরা দিলেন....... :( :( :(

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৬

তানজিমস্‌ বলেছেন: আহমেদ সাব্বির পল্লব বলেছেন:

@বোকামন: আপনারে কইষ্যা মাইনাস........... হুদাও মনটা খারাপ কইরা দিলেন....... :( :( :(
আমিও দুঃখিত ভাই... :( :( :(

৩১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৪

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ!

০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

তানজিমস্‌ বলেছেন: ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি পড়ার জন্য...

৩২| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

বোকামন বলেছেন: @আহমেদ সাব্বির পল্লব

ভাই আমার, লিখতে অনেক কিছুই চাই না ... তবুও এখানে লিখে ফেললাম !

আমি দু:খিত ভাই আমার মন্তব্যে আপনার মনটা খারাপ হয়েছে ....

ক্ষমাপ্রার্থী ....

৩৩| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৬

বইয়ের পোকা বলেছেন: হেমিংওয়ে কিন্তু পৃথীবির সবচেয়ে ছোটো চিঠিরও লেখক।
গল্প ২ টাই মারাত্নক। কত অল্প কথায় কত কিছু বলা হয়েছে?

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৯

তানজিমস্‌ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি পড়ার জন্য...

৩৪| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: @বোকামন: :#)

আপনার লেখার মর্মার্থ শুধু তারাই বুঝবে যারা বাবা-মা হয়েছে.... নিজের সন্তান...সে যে কি আদরের, গর্বের, আনন্দের বিষয়....... /:)

লেখককে অনেক অনেক ধন্যবাদ....পোস্টের জন্য।

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

তানজিমস্‌ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ...

৩৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১১

রুদ্র মানব বলেছেন: যা হোক এখন বুঝলাম , অসাধারণ ।+++++++

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

তানজিমস্‌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ...

৩৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:০৯

এম.এল.এইচ বলেছেন: @লেখক। এটা তো অবশ্যই কিন্তু তারপরও আমার ট্রাজেডি ভাল লাগে না, যদিও ওটাও উচু মানের সাহিত্য।
(বানান ভূল এর জন্য ক্ষমাপার্থী)

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৪

তানজিমস্‌ বলেছেন: মানুষের শিল্পবোধের বিষয়টা আসলেই জটিল আর রহস্যময়... ভাল থাকবেন...

৩৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

সোমহেপি বলেছেন: অসাধারণ!!

নাড়া দিয়ে গেল।

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯

তানজিমস্‌ বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভাল লাগলো...

৩৮| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৩

নির্ভীক আহসান বলেছেন: প্যাথেটিক।

লেখককে ধন্যবাদ পোস্টের জন্য।

০৯ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪০

তানজিমস্‌ বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ...

৩৯| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:২১

কালোপরী বলেছেন: :)

৪০| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

ম্যাভেরিক বলেছেন: প্রথম গল্প বা বিজ্ঞাপনটি খুব করুণ, তবে হেমিংওয়ে এরূপ কোনো গল্প লিখেননি। ক্ষুদ্র বিজ্ঞাপনটির ইতিহাস বেশ পুরোনো, যা অনেক পরে হেমিংওয়ের নামের সঙ্গে যুক্ত হয়েছে, ঐতিহাসিক ভিত্তি ছাড়াই।

তবে ক্ষুদ্র লেখাও আমাদের ভাবাতে পারে যুগ যুগ। পোস্টে ধন্যবাদ।

৪১| ১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৬

মেমনন বলেছেন: " ওও মাই গড! দ্য প্রিন্সেস ইজ প্রেগন্যান্ট! হু ডিড দিস?" এইটার উপ্রে কিছু নাই, একই সাথে রাজকিয়তা, ধর্ম, সেক্স, রহস্য, অপরাধ, থ্রিল সব আছে। ;) ;) :P

৪২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০২

একজন ঘূণপোকা বলেছেন: গুড পোস্ট ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.