নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দের ক্যানভাসে চিন্তা আঁকা, একটি চিরকুট...

তানজীম আফরোজ

শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।

তানজীম আফরোজ › বিস্তারিত পোস্টঃ

বিচিত্র বিভিন্ন

১৬ ই মে, ২০২০ রাত ১০:৫৮


Confidence....confusion...over confidence ...depression- এর বোবা খেলা চলে প্রায় রোজই । অনেকটা জুয়াখেলার মত । দাবা ও বলা যায় , তবে এই দাবা খেলাটা আবার কিছু বিশেষ শ্রেণীর জন্য । দাবার গুটি সামলাবার ধৈর্যশক্তি একটু বিরল বলে দাবার আসরে সবাইকে দেখা যায় না। সময় গড়ায় , গুটির চাল বদলায় , খেলার ধরন বদলায় , খেলোয়াড় ও বদলায় ....। কিছু থাকে পুরোনো । যারা দোটানায় দিন কাটায় ।
এই নিষ্পাপ পৃথিবী যে কত রং এর কুঁড়েঘরে বাস করা মানুষ ধারণ করে , তার হিসাব তার নিজের ও নেই । কারও অন্তরে শুধু অবিশ্বাস, কিংবা সন্দেহ... । কেও অকৃতজ্ঞ , হাজার যুক্তি দিয়েও যাকে কৃতজ্ঞতার মাহাত্ম্য বোঝানো সম্ভব না । কারও জীবন পুরোটাই ভুল । পৃথিবীর কোনো সঠিক বোধ , সঠিক সিদ্ধান্ত , সঠিক চিন্তা , কেন যেন কোনোভাবেই এদের মস্তিষ্কের এন্টেনায় ধরা দেয় না । কারও জীবন ক্ষমতাময় । এরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই অমূল্য অস্তিত্বহীন জিনিসটা আকড়ে ধরে রাখতে চায় । কিছু আছে কাঠপুতুল...। কেও আছে যারা অস্তিত্ব টিকিয়ে রাখতেই সদা তৎপর হয়ে থাকে । আবার কেও শুধু সুযোগ বুঝে গভীর জলে ডুব দিয়ে বাঁচতে চায় । রোজকার এই জটিল বোবাখেলায়, কিছু থাকে "বলির পাঁঠা"। এদের কাছে খেলাটা কেমন ? নির্মম... ভাগ্য....নাকি অস্পষ্ট ?

মানুষ সাধারণত বদলায় না কখনোই । ভালো খারাপ হয় না , আর খারাপ ভালো হয় না , সৃষ্টিকর্তার বিশেষ আশির্বাদ ছাড়া । সবাই একটি অদৃশ্য গ্রন্থ বুকে চেপে পৃথিবীতে আসে । সেই সমগ্র গ্রন্থের "moral" যা বলে তার বাইরে সে এক পা ও ফেলতে পারে না , তা ভুল হোক কিংবা ঠিক ।
এই নানান রঙের কুঁড়েঘরের মানুষ নিয়ে পৃথিবী রোজ নতুন মঞ্চ সাজায় । একটি বিদঘুটে মঞ্চ ,আর আন্হিক গতির সাথে চক্রাকারে ধাঁধা তৈরী করে । দিনশেষে রাতের বাতাস ঘোলাটে করার জন্য..।

রঙ্গমঞ্চ...খেলা...সকল তথাকথিত সমস্যা ভুলে গিয়ে , আমার একটি বৃষ্টি ভেজা চকচকে নির্জন প্রশস্ত রাতের রাস্তায় হাঁটতে ইচ্ছে হচ্ছে । রাতের ঘোলাটে বাতাস থাকবে আর সারাদিনের জমানো পৃথিবীর জটিল ধাঁধাগুলো শরীরে ভর করবে ,খুব বিভোর হয়ে ধাঁধাগুলো গুনবো আর দেখবো । জটিল জটিল ধাঁধা....। কিছু মেলাবার চেষ্টা করবো , একদম নিষ্পাপ... স্নিগ্ধ ভোর নিয়ে পৃথিবীর চেহারা বদলাবার আগ পর্যন্ত......।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: চমৎকার বিশ্লেষণ! অপূর্ব লেখা! আপনি ব্লগে নিয়মিত লেখেন! খুব ভাল লেগেছে এই লেখাটি!

৩০ শে মে, ২০২০ বিকাল ৫:১৫

তানজীম আফরোজ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ...। অবশ্যই চেষ্টা করব ব্লগে নিয়মিত লেখার...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.