![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।
যদি কেউ সাগরের নীল একটু করে মেঘলা মেঘে দেয় ছড়িয়ে ,
বৃষ্টি কি তবে অভিমানী হবে ?
যদি কেউ বেলীর ঘ্রাণের মাতাল নেশা চারিদিকে দিকে দেয় ভাসিয়ে ,
বাতাস কি তবে থমকে যাবে ?
তপ্ত রোদে ক্লান্ত মাঠে হঠাৎ যদি ঝড় বয়ে যায় ,
রূক্ষতা কি নালিশ দিবে ?
গোধূলীর রঙের গলিত জলে মরুর বালু তৃষ্ণা মেটালে ,
রাত্রি কি তবে ফুরিয়ে যাবে ?
স্বপ্নে যারা স্বপ্ন বোনে ,
ঘুম ভাঙলে চমকে ওঠে ....!
সব ভুলে তারা ভুল করে যায়
সেই ভুলেতেই আবার ছোটে ।
বাঁকে বাঁকে শুধু বনের ছায়ায় দিপ্তী খোঁজা মুক্ত পাখি ,
হাত বাড়ালেই ছোঁয়া যায় যা , জাদুর ভ্রমে দেয় সে ফাঁকি ।
আচ্ছা যদি,
চন্দ্র গলে হঠাৎ করে এক রূপালী শহর দেয় ডুবিয়ে ,
মানুষগুলো বদলে যাবে ?
সেই শহরের বাউল পথিক পথের দিশার নকশা পেলে ,
পথিকের মন পথ হারাবে.....?
©somewhere in net ltd.