নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দের ক্যানভাসে চিন্তা আঁকা, একটি চিরকুট...

তানজীম আফরোজ

শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।

তানজীম আফরোজ › বিস্তারিত পোস্টঃ

একজন চেনা কল্পনা....

৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০১


- ডায়েরিটা তো বেশ পুরু....। বাকি পৃষ্ঠাগুলো সাদা কেন ?
- ওগুলো সাদা-ই থাকবে....।
- কেন ?
- কিছু সাদার আলাদা শুভ্রতা থাকে....সব সাদার মাঝে কালো দাগ মানায় না.....।
- হা....হা....হা....। এত গভীর গভীর চিন্তা কে ঢুকালো মাথায় ?
- তুমি...। তুমি-ই তো এসব চিন্তা মাথায় ঢুকিয়ে দিয়ে গিয়েছিলে....।
- আমি ! আমাকে তো পাওনি বেশি ....।
- হ্যাঁ ...। একবার দুবার হয়তো কখনও কিছু বলেছিলে....সেই কথার গভীরতা একেবারে মস্তিষ্কের শিরায়-উপশিরায় স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে....।
- বিষয়টা কি যন্ত্রণাদায়ক ?
- কিছুটা যন্ত্রণাদায়ক....।
- হুম .... বুঝলাম..।
- আমার প্রশ্নের পর প্রশ্ন জমে যে পাহাড় হয়েছে এবং হচ্ছে....তা এভারেস্টের থেকেও উঁচু হবে.....।
- প্রশ্নগুলো কি আমার জন্য ?
- হ্যাঁ
- তাহলে কর প্রশ্ন ...।
- প্রশ্ন করলে উত্তর পাব ?
- না....।
- আমি জানি....। তাই প্রশ্নগুলো একটি সিন্দুকে ভরে... চাবিটা কোনো একটি ব্ল্যাকহোলে ছুড়ে ফেলে দিয়েছি । Imaginary Blackhole .....। পৃথিবীতেও কিন্তু ব্ল্যাকহোল আছে.... জানো নিশ্চয়ই ?
- হ্যাঁ জানি.....। চা শেষ কর .... ঠান্ডা হয়ে যাচ্ছে.....।
- হোক....। লাভ হচ্ছে না চা এ .....। ক্যাফেইন ইদানিং কেন যেন মস্তিষ্কে কোনো প্রভাব-ই ফেলেনা....।
- নিকোটিনের ধোঁয়া আর ক্যাফেইন অকেজো হয়ে যায় যখন কম্পাসের কাঁটা ঘুরে যায়.....। আন্হিক গতির বিপরীতে কম্পাসের কাঁটা ঘোরা শুরু হয়েছে তোমার....।
- আচ্ছা হোক.....। এখন একটা গান শোনাও ....। জানি তোমার কন্ঠ একদম ভালো না .... তবুও এমন একটি গান শোনাবে যাতে নিমেষেই চোখের পাতা ভারী হয়ে যাবে....।
- সব গান ভুলে বসে আছি...। কোথায় আছি জানো না ? আর বয়সটাও তো বেশ হল.....।
- হ্যাঁ....জানবো না কেন....।
- কত হলো আসলে....? নাহ্... সেই হিসেব-ও নেই....। জন্মসাল-মৃত্যুসাল সব গুলিয়ে ফেলেছি.....।
- তোমার মনে রাখতে হবে না..... আমার মনে আছে....।
- কম্পাসের কাঁটাটা পুরোপুরি ঘুরে যাওয়ার আগেই একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখাও .... আমার সাথে কথা-বার্তা বলা ভালো হচ্ছে না.....।
- আচ্ছা দেখাব....।
- শেষ কথাটা বল .....শুনে চলে যাই ....।
- একটি অতি গুরুত্বপূর্ণ পরিকল্পনা করছি....।
- পরিকল্পনার অংশে আমি আছি ?
- হ্যাঁ ....।
- এই বুড়ো বয়সে.......
- আমি জানি তুমি বুড়ো মানুষ....।
- হুম...
- তাতে কিছু ই যায় আসে না....।
- চা কি ঠান্ডা হতেই থাকবে ....?
- হ্যাঁ......। গরম চা থাকবে কোনো এক শীতের রাতের ট্রেনে....। চায়ের ধোঁয়া... ট্রেনের ধোঁয়া আর রাতের কুয়াশার ধোঁয়া কোথায় কিভাবে মিলে সেটা দেখার গভীর ইচ্ছে ...। সম্ভবত একটি গহ্বর তৈরি হবে.....ঘোলাটে গহ্বর....।
- হ্যাঁ .... গহ্বর তৈরি হবে....। গহ্বরের সাথে পাল্লা দিয়ে কিছু একটা করতে হবে....।
- কি ?
- দাবা ....। দাবা খেলব দুজন ...। নবীন এবং প্রবীণ মস্তিষ্কের মধ্যে দাবা খেলা চলবে....।
- খেলার নিয়ম মনে আছে ?
- না....আমার কিছুই মনে নেই....।
- চমৎকার....।
- ট্রেনের গন্তব্য ও কিন্তু অজানা থাকবে.....।
- ব্যাপারটা ভয়ংকর হয়ে দাঁড়াবে না ?
- না....। সেখানে একটি মহল তৈরি হবে.... শূণ্য মহল....নীরব নিশ্চুপ মহল....। সেই মহলটা অনেক কিছু শেখাবে ... অনেক কিছু....। অজানা অনেক কিছু...। তোমার নবীন মস্তিষ্কের কোষ সেই ভার নিতে পারবে তো ?
- হ্যাঁ পারবে....।
- হুম.....
- চোখের কোণে রহস্যময় মুচকি হাসার অভ্যেসটা যায়নি তোমার.....।
- কেমন মনে হচ্ছে হাসিটা ....?
- আনন্দ আর কষ্ট মিশ্রিত হাসি..... জটিল বিব্রতকর হাসি....।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০২০ সন্ধ্যা ৭:০৮

বিজয় নিশান ৯০ বলেছেন: জটিল

৩১ শে মে, ২০২০ রাত ১:০৮

তানজীম আফরোজ বলেছেন: জটিলতার ছাঁচে আবেগের প্রতিচ্ছবি ...।

২| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:৫৮

বিজয় নিশান ৯০ বলেছেন: আপনার লেখার স্টাইল আমার খুব পছন্দ হইছে । আপনি যেহেতু নতুন তাই আপনার লেখা আপাতত প্রথম পাতায় যাচ্ছে না। সেই কারণে আপনার লেখার রেসপন্স কম। আপনি যতদিন সেফ না হন অন্তত অন্যদের ভাল লেখায় ভাল মন্তব্য করার চেষ্টা করুন ।
ব্লগে অনেক সময় রেসপন্স না পেলে ব্লগাররা লেখার আগ্রহ হারিয়ে ফেলে । সবাই আপনার লেখা পছন্দ করবে না এটা অবশ্যই মাথায় রাখবেন । ভাল থাকবেন ।

৩১ শে মে, ২০২০ রাত ৯:০৮

তানজীম আফরোজ বলেছেন: লেখার সাথে আমার সম্পর্কটা পুরোনো এবং অবিচ্ছেদ্য , তাই আমার আগ্রহ হারিয়ে ফেলার সম্ভাবনা আশা করছি প্রায় শূণ্য। সুন্দর উপদেশ এবং লেখা নিয়ে সুন্দর মন্তব্যের জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.