নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দের ক্যানভাসে চিন্তা আঁকা, একটি চিরকুট...

তানজীম আফরোজ

শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।

তানজীম আফরোজ › বিস্তারিত পোস্টঃ

চতুর্ভুজ....

০১ লা জুন, ২০২০ রাত ১:২০


ছকে বাঁধা জীবনে যখন কোনা কিছু হঠাৎ-ই বাঁধ সাধে তখন কেমন অনুভূতি হয়? আর ছকহীন জীবনে? বিশৃঙ্খলতা সবাই উপেক্ষা করে। ছকহীন জীবন মাত্রই বিশৃঙ্খল। নেকড়ে যখন বিশৃঙ্খলভাবে শিকার খোঁজে তখন শৃঙ্খলতার খুব একটা কিন্তু প্রয়োজন হয় না ৷ শৃঙ্খলতা তার শিকারকে সতর্ক করে দেবে ৷ তবে কেন ছকে বাঁঁধা হতে হবে জীবন ?
মরুভূমির বালুর ঝড়ে যদি বৃষ্টি হয়...আর ধীরে ধীরে একটি নতুন কোনো পানির আধার তৈরী হয় মরুভূমির বালুর বুকে....। সেই পানি বার বার ছিটকে এসে ভিজিয়ে দেবে বালু , বালু সেই পানি শুষে নিয়ে নতুন করে ঝড় তোলার কথা ভাববে ৷ কুড়াল দিয়ে উগড়ে ফেলা গাছের নরম মাটিতে যদি সুপ্ত প্রাণের হঠাৎ-ই সঞ্চার হয়ে নতুন গাছের জন্ম হয় , তবে প্রকৃতি কাঁদবেনা , হাসবে.... ৷
ছকহীন সমতল ভূমিতে ইচ্ছেমত ছক আঁকা যায় ৷ ছককে শুধু বর্গাকারে হতে হবে কেন ? ত্রিকোণাকার, আয়তাকার কিংবা ট্রাপিজিয়াম...৷ কিছু জায়গা বাদ থেকে যায় ? থাকুক.....! মানুষ যদি মানুষের ভূমি গ্রাস করে ফেলতে পারে , তবে জ্যামিতির দোষ কি ? এই ছকহীন জীবন কয়জনের আছে ? ট্রাপিজিয়ামের আকৃতির ছক ?
জীবন দলিলের হিসেবে প্রকৃতির অংশ ...৷ কিন্তু সম্পর্কে প্রকৃতি জীবনকে গ্রহণ করেনি ৷ এই ছকে বাঁধা জীবনের পাণ্ডুলিপিটা খুব গুরুত্বপূর্ণ। ছকহীন জীবনের পাণ্ডুলিপি বিশৃঙ্খল। এই পাণ্ডুলিপি পড়া যায় না ৷ খুললেই পৃষ্ঠাগুলো উড়ে যায়.......যাক্......। সব পাণ্ডুলিপি পড়ার কি দরকার ?
একটি সাজানো-গোছানো জীবন অনেককিছুই শেখাতে পারে না ৷ একটি এলোমেলা জীবন যদি একটি আধুনিক শহুরে মানুষকে কুপির আলায় দেখতে শেখায় , তবে তা খারাপ কি ? রবিনসন ক্রুসো হওয়াটা আমাদের অতি গুরুত্বপূর্ণ হলেও তা অধরা,কল্পনাতিত ৷ আমরা একটা অদৃশ্য শৃঙ্খলার বেড়াজালে বন্দি । তাই.....বিশৃঙ্খলা !!?? নাহ্....হবে না । ছক বর্গাকার-ই হতে হবে ৷ থাক্...বর্গাকার-ই থাক.... ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ রাত ১:২৯

বিজয় নিশান ৯০ বলেছেন: শৃঙ্খলা ভাল তবে শৃঙ্খলবদ্ধ জীবন নয়। অথচ আমরা যে কখন শৃঙ্খলবদ্ধ হয়ে পরি বুঝতে পারি না ।

০২ রা জুন, ২০২০ রাত ১২:০৮

তানজীম আফরোজ বলেছেন: লেখক বলেছেন: সেই শৃঙ্খলাকে বেশি সাজাতে গিয়ে আমরা অবচেতনভাবে বর্গাকার ছকে আবদ্ধ হয়ে পড়ি, আর ছক ভিন্ন আকৃতির হলেই আমাদের চিন্তা এবং আমরা এলোমেলো হয়ে যাই ।

২| ০২ রা জুন, ২০২০ রাত ১:০৮

বিজয় নিশান ৯০ বলেছেন: এর আগে কি ভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন

০২ রা জুন, ২০২০ রাত ১:৪০

তানজীম আফরোজ বলেছেন: না একই ছিল....। একটা শব্দের বানান ভুল ছিল বলে আবার নতুন করে মন্তব্যটি দিয়েছি...।

৩| ০২ রা জুন, ২০২০ রাত ১:৫৭

বিজয় নিশান ৯০ বলেছেন: বুঝলাম। আশা করি ভালো আছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.