![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।
ছকে বাঁধা জীবনে যখন কোনা কিছু হঠাৎ-ই বাঁধ সাধে তখন কেমন অনুভূতি হয়? আর ছকহীন জীবনে? বিশৃঙ্খলতা সবাই উপেক্ষা করে। ছকহীন জীবন মাত্রই বিশৃঙ্খল। নেকড়ে যখন বিশৃঙ্খলভাবে শিকার খোঁজে তখন শৃঙ্খলতার খুব একটা কিন্তু প্রয়োজন হয় না ৷ শৃঙ্খলতা তার শিকারকে সতর্ক করে দেবে ৷ তবে কেন ছকে বাঁঁধা হতে হবে জীবন ?
মরুভূমির বালুর ঝড়ে যদি বৃষ্টি হয়...আর ধীরে ধীরে একটি নতুন কোনো পানির আধার তৈরী হয় মরুভূমির বালুর বুকে....। সেই পানি বার বার ছিটকে এসে ভিজিয়ে দেবে বালু , বালু সেই পানি শুষে নিয়ে নতুন করে ঝড় তোলার কথা ভাববে ৷ কুড়াল দিয়ে উগড়ে ফেলা গাছের নরম মাটিতে যদি সুপ্ত প্রাণের হঠাৎ-ই সঞ্চার হয়ে নতুন গাছের জন্ম হয় , তবে প্রকৃতি কাঁদবেনা , হাসবে.... ৷
ছকহীন সমতল ভূমিতে ইচ্ছেমত ছক আঁকা যায় ৷ ছককে শুধু বর্গাকারে হতে হবে কেন ? ত্রিকোণাকার, আয়তাকার কিংবা ট্রাপিজিয়াম...৷ কিছু জায়গা বাদ থেকে যায় ? থাকুক.....! মানুষ যদি মানুষের ভূমি গ্রাস করে ফেলতে পারে , তবে জ্যামিতির দোষ কি ? এই ছকহীন জীবন কয়জনের আছে ? ট্রাপিজিয়ামের আকৃতির ছক ?
জীবন দলিলের হিসেবে প্রকৃতির অংশ ...৷ কিন্তু সম্পর্কে প্রকৃতি জীবনকে গ্রহণ করেনি ৷ এই ছকে বাঁধা জীবনের পাণ্ডুলিপিটা খুব গুরুত্বপূর্ণ। ছকহীন জীবনের পাণ্ডুলিপি বিশৃঙ্খল। এই পাণ্ডুলিপি পড়া যায় না ৷ খুললেই পৃষ্ঠাগুলো উড়ে যায়.......যাক্......। সব পাণ্ডুলিপি পড়ার কি দরকার ?
একটি সাজানো-গোছানো জীবন অনেককিছুই শেখাতে পারে না ৷ একটি এলোমেলা জীবন যদি একটি আধুনিক শহুরে মানুষকে কুপির আলায় দেখতে শেখায় , তবে তা খারাপ কি ? রবিনসন ক্রুসো হওয়াটা আমাদের অতি গুরুত্বপূর্ণ হলেও তা অধরা,কল্পনাতিত ৷ আমরা একটা অদৃশ্য শৃঙ্খলার বেড়াজালে বন্দি । তাই.....বিশৃঙ্খলা !!?? নাহ্....হবে না । ছক বর্গাকার-ই হতে হবে ৷ থাক্...বর্গাকার-ই থাক.... ।
০২ রা জুন, ২০২০ রাত ১২:০৮
তানজীম আফরোজ বলেছেন: লেখক বলেছেন: সেই শৃঙ্খলাকে বেশি সাজাতে গিয়ে আমরা অবচেতনভাবে বর্গাকার ছকে আবদ্ধ হয়ে পড়ি, আর ছক ভিন্ন আকৃতির হলেই আমাদের চিন্তা এবং আমরা এলোমেলো হয়ে যাই ।
২| ০২ রা জুন, ২০২০ রাত ১:০৮
বিজয় নিশান ৯০ বলেছেন: এর আগে কি ভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন
০২ রা জুন, ২০২০ রাত ১:৪০
তানজীম আফরোজ বলেছেন: না একই ছিল....। একটা শব্দের বানান ভুল ছিল বলে আবার নতুন করে মন্তব্যটি দিয়েছি...।
৩| ০২ রা জুন, ২০২০ রাত ১:৫৭
বিজয় নিশান ৯০ বলেছেন: বুঝলাম। আশা করি ভালো আছেন।
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০২০ রাত ১:২৯
বিজয় নিশান ৯০ বলেছেন: শৃঙ্খলা ভাল তবে শৃঙ্খলবদ্ধ জীবন নয়। অথচ আমরা যে কখন শৃঙ্খলবদ্ধ হয়ে পরি বুঝতে পারি না ।