![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।
- একটি অনুরোধ রাখবেন ?
- জ্বি বলুন...
- একটি প্রেমের উপন্যাস লিখবেন ?
- গল্প না কবিতা না ... একেবারে উপন্যাস !
- হ্যাঁ উপন্যাস ....
- প্রেমের ?
- হুম ..।
- পারব বলে মনে হয় না ....।
- পারবেন ....
- আচ্ছা ...বেশ...। সত্য নাকি মিথ্যা উপন্যাস ?
- মানে ?
- না কিছু না ...
- হাসছেন কেন ?
- একটি ছোট্ট কবিতা শুনবেন ?
- হ্যাঁ শুনব ।
- শ্রাবণের ঢেউয়ে জাল বোনে ধরা ,
প্রণয় লীলাখেলায় ....।
নব আবিড়ে পূর্ব জাগে ,
শুভ্র সাদার ভেলায় ।
ছক করে বহু তাস খেলে তারা ,
মিথ্যে ছবি আঁকে ....।
প্রকৃতির কালো দৃষ্টি কাড়ে ,
অসময়ের কোনো ডাকে...।
সত্য মিথ্যা জঞ্জালে তবু নব আবিড়ে লুটায় ,
লাল গোলাপের পাপড়ি ভিজে সত্য প্রণয় ধারায় ....।
- আপনারই লেখা নিশ্চয়ই ?
- হুম
- বুঝিয়ে বলবেন ?
- নাহ্...
- কেন ?
- বোঝার জন্য বলিনি ।
- আচ্ছা ঠিক আছে ....।
- এই "Unsolved mystery" খুব সন্দেহজনক ... বুঝেছেন ? কলমের সাথে দ্বন্দ্ব বাঁধবে ...। জটিল দ্বন্দ্ব ...।
০৩ রা জুন, ২০২০ রাত ১২:০৫
তানজীম আফরোজ বলেছেন: সংশোধন করেছি । "লীলা" হবে, ভুল দেখিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ...।
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০২০ রাত ২:০৬
বিজয় নিশান ৯০ বলেছেন: একটা অনুরোধ রাখবেন
জি বলুন
আমায় একটা বই উৎসর্গ করবেন।
লীলা হবে নাকি লিলা