![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।
রহস্যের চাঁদরে আড়াল করা....অমূল্য অদেখা পৃথিবীর....আলাদা ফ্রেমে বাঁধাই করা প্রতিটি দিন আর রাতের ক্যানভাসে যখন তুলির এলোমেলা আচঁড় পড়ে , তখন পথিকরা আনন্দে ভাসে। ক্লান্তিময় দিনের সমাপ্তিটা ভিজে যায় , বিন্দু বিন্দু জলে.....। জলনৃত্যের আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে পাতা থেকে পাতায়.... ডালে... বাতাসে.... ছোট ছোট ঘাসেও......। কালচে সবুজ এক নতুন উন্মাদনায় মেতে ওঠে। ঢেউ ছড়িয়ে পড়ে ক্লান্ত মানুষগুলোর অন্তরেও , যারা আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির প্রতিক্ষায় একাকি নিশ্চুপ পথ চলে। সাধারণ বৃষ্টি....। রাতের বৃষ্টি....। দেখা যায় না , শুধু শোনা যায়। কখনো সহস্র বাদ্যযন্ত্রের ঐকতান.... কখনো নূপুরের রিনঝিন.... কখনো একদমই অন্যকিছু। সহস্র শব্দের সমাহারে রাতের পৃথিবী জেগে ওঠে , অদ্ভুত সুরে....। গান ধরে.....। আর সেই গানে ক্লান্তি ঝরে পড়ে..... দুশ্চিন্তা ঝরে পড়ে.....ঝরে পড়ে দুঃখ। আর কালো আকাশের কালচে মেঘের লালচে আভা আশা দেখায় , সব ক্লান্তি মুছে দেবার আশা....। আর প্রকৃতিপ্রেমিরা হাত বাড়িয়ে দেয় , ঠান্ডা গ্রিলের বাইরে কিংবা উন্মুক্ত উঠোনে...ছোট ছোট জলবিন্দুর প্রতিক্ষায়। প্রকৃতির লুকোচুরি খেলাটা বেঁচে আছে বলেই, পৃথিবীতে ক্লান্তি টেকে না। ক্লান্তি মুছে যায়....। চমৎকার এসে ক্লান্তিকে মুছে দিয়ে যায় , ক্ষণস্থায়ী চমৎকার.....। যে চমৎকারে রহস্য থাকে.....ধাঁধা থাকে......আরও থাকে..... ভালোলাগা.... অদ্ভুত ভালোলাগা.....! এই ছোট ছোট ক্ষণস্থায়ী চমৎকার গুলো......ক্লান্তিময় পৃথিবীর ক্লান্ত পথিকদের বদলে দেয় , যারা আকাশের দিকে তাকিয়ে পথ চলে। এরা তারা গুণে......জ্যোৎস্না দেখে....মেঘ দেখলে হাত বাড়ায়। প্রকৃতির চমৎকারের বিশাল ভাণ্ডারে ডুবে যাওয়া পাথিকগুলো জীবনের ভিন্ন স্বাদ পায়....। যাদের ভোরের শিশির হতে দ্বিধা থাকে না..... দুপুরের তপ্ত রুক্ষ মাঠ হতে দ্বিধা থাকে না.....পড়ন্ত বিকেলের গোধূলির রং হতে কিংবা রাতের বৃষ্টির এক ফোঁটা জল হতেও যাদের দ্বিধা থাকে না। জীবনের পর্ব যত ছোট হতে থাকে , পৃথিবীটা তত বড় মনে হয়.... প্রকৃতিকে তত নতুন লাগে.....চমৎকার যেন আরও বেশি চমৎকার লাগে...।
আর পথ ? সে তো প্রকৃতির সহস্র চমৎকারে ঘেরা, সরু মাইলের পর মাইল......।
১২ ই জুন, ২০২০ রাত ১২:৫৭
তানজীম আফরোজ বলেছেন: অসংখ্য ধন্যবাদ ...।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০২০ রাত ২:২৪
চোখেরপর্দা বলেছেন: লেখা ভালো আছে চালিয়ে যান।আশা করি অনেক দূর এগোবেন। শুভকামনা রইলো