নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দের ক্যানভাসে চিন্তা আঁকা, একটি চিরকুট...

তানজীম আফরোজ

শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।

তানজীম আফরোজ › বিস্তারিত পোস্টঃ

দুই বিম্বে বহু প্রতিবিম্ব......

১৯ শে জুন, ২০২০ রাত ১১:৫৬


- "All's fair in love and war" কে যেন বলেছিল কথাটা ?
- John Lily
- ও হ্যাঁ .... "Euphues"
- কেন ?
- এখন সব এলোমেলো হয়ে গেছে । All's fair in this world . সমগ্র পৃথিবীকে মানুষ Love and War এই দুটো zone এ ভাগ করে রেখেছে । তাই এখন আর love and war কে specific -ভাবে বলার কোনো প্রয়োজন নেই । ঝামেলা বাঁধে কখন জানো ? যখন "love zone" এ "war" ঢুকে পড়ে আর "war zone" এ "love"....অথচ proverb-টা কিন্তু একই থাকে ! Interesting না ?
- আপনার অবস্থা তো খুব একটা ভালো না । এভাবে শুধু শুধু বসে থাকেন কেন এখানে ? কি এতো ভাবেন আপনি ?
- হুম...?
- আমি কি বলেছি , কিছু শুনেছেন ?
- ইয়ে .... হ্যাঁ...শুনেছি ।
- এই বয়সে কিসের এতো চিন্তা আপনার ?
- আমাকে দেখে কি মনে হয় , আমি শুধু চিন্তা-ই করি ?
- হ্যাঁ ।
- এই কথা যে এই ইহজীবনে কতবার শুনলাম , তার হিসেব নেই । একটা সত্যি কথা বলব ?
- বলুন ।
- আমি কিচ্ছু চিন্তা করি না । Nothing ...Totally zero... কেউই বিশ্বাস করতে চায় না । কেন যে বিশ্বাস করতে চায় না ! মাঝে মাঝে আমার নিজেরও বিশ্বাস হয় না অবশ্য । তাহলে এই "কেউ" এর মধ্যে কি আমি নিজে থাকি না ? থাকতেও পারি আবার নাও থাকতে পারি। জানি না আসলে । থাক্ , সেটা আমার নিজস্ব সমস্যা ।
- Paradox এর ফাঁদে ফেলতে চাইছেন আমাকে ? অবশ্য আপনার ক্ষেত্রে এগুলো অস্বাভাবিক না । যাই হোক ,একটা বিষয় পরিষ্কার করে বলুন তো, কারণ ছাড়া এধরনের পালিয়ে বেড়ানোর কারণ কি ? আমার কাছে তো এটা এক ধরনের হিংস্রতা মনে হয় । স্বল্প মাত্রার হিংস্রতা । মানুষ হিংস্র না । সৃষ্টির সেরা জীব এবং সামাজিক। আমার মতে, আপনারও এই স্বল্পমাত্রার হিংস্রতা ছেড়ে সামাজিক আচরণ করা উচিত ।
- কে বলেছে মানুষ হিংস্র না ? মানুষ হিংস্র প্রাণী । হিংস্র পশু পাখিকে হিংস্রভাবে তৈরি করা
হয়েছে তাই তারা কোনো কিছুর পরোয়া না করেই নিরীহ প্রাণীর ঘাড় কামড়ে বসে...। মানুষকে কিন্তু হিংস্রভাবে তৈরি করা হয়নি, তাতেই যে অবস্থা ! পশু-পাখি আর মানুষের মধ্যে মূল পার্থক্যটা কি জানো? বিবেক.... বিবেচনা... । অথচ এই বিবেক-বিবেচনা নিয়েও মানুষ স্বজাতির ঘাড়ে ঘা বসানো প্রাণী যা হিংস্র পশু পাখি দ্বারা-ও সম্ভব হয়না সবসময় । ওই একটু আধটু বিবেকের জোড়েই বোধহয় পৃথিবীটা টিকে গেছে....। আর তোমার ওই সামাজিকতা ? সেটা শামুকের উপরের শক্ত সুন্দর বাদামি খোলসের মতো । খোলসের ভেতরের ঘটনা ভিন্ন । রহস্যময় ...।
- তাই বুঝি ?
- হুম...। থাক্ , এত ভাবার দরকার নেই তোমার । শুধু শুধু মাথা খারাপ হবে ।
- আপনার মতো ?
- আমার সাথে কথা বলছ কারণ , আমার যে মাথা খারাপ না সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই , বাজে কথা বলবে না ।
- বেশ, বললাম না । আপনি সবসময় এমন obfuscatory চিন্তা-ভাবনায় ডুবে থাকেন, তাই না ?
- বললাম তো , আমি কিছুই চিন্তা করি না।
- তাহলে এগুলো আসে কোথা থেকে ?
- অভিজ্ঞতা ...। এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে পালিয়ে বেড়ানোর অভিজ্ঞতা থেকে। সুপ্ত , জায়গা না কিন্তু..."পৃথিবী" । সৃষ্টির সেরা জীব হওয়ায় এই একটা সুবিধা, বুঝেছ ?
- না ।
- না বোঝার-ই কথা ।
- আপনার প্রায় সব কথা-ই আমার মাথার উপর দিয়ে যায় ।
- হুম....জানি আমি । আচ্ছা, আমি তোমাকে বিগত পাঁচ দিন ধরে দেখছি । কি জন্যে এসেছ তুমি ?
- আপনার হাইপোথিসিস ।
- আমার হাইপোথিসিস ?
- হ্যাঁ । আপনার হাইপোথিসিসের শুরু-শেষ কোনো কিছুর হিসেব মেলে না । সারা পৃথিবী ওলটপালট হয়ে গেছে আমার , আপনি জানেন ?
- একজন মাথা খারাপ মানুষের কুখ্যাত হাইপোথিসিস নিয়ে পড়ে রয়েছ কেন ?
- কারণ...
- কারণ ...কি ?
- কারণ ...সেগুলো সত্য।
- তাই নাকি ?
- হ্যাঁ ।
- এখন ?
- আমাকে উদ্ধার করুন।
- আচ্ছা, করব ।
- আমি একটি গভীর সাগরে তলিয়ে যাচ্ছি । A Deep blue Sea ....
- দেখেছ মুভিটা ? প্রায় দুই ঘন্টা নষ্ট হয়েছিল আমার । ভালো লাগেনি । অনেকেই বেশ পছন্দ করেছে অবশ্য ।
- ইউসুফ সাহেব ...
- বল...
- আপনাকে দেখলে কেউ বুঝবে না আপনি এসব উদ্ভট হাইপোথিসিস দিয়ে বেড়ান । আপনার কথাগুলোতে এক ধরনের জাদু আছে । আপনি সেটা জানেন ?
- জানি ।
- কতজন বলেছে আপনাকে এইকথা ?
- তুমিই প্রথম ...।
- তাহলে কিভাবে জানলেন ?
- সুপ্ত , তুমি আগামীকাল এসো... ।
- আগামীকাল আসব ?
- হুম...। - এই আগামীকালের আশ্বাস কতজনকে দিয়েছেন আপনি ?
- হিসেব নেই...।
- আগামীকাল আপনাকে আর পাচ্ছি না তাহলে ?
- হা...হা...হা...।
- হাসছেন ! কোথায় যাবেন আপনি কাল ?
- সময় শেষ তোমার সুপ্ত ...। তুমি চলে যাও ।
- হাইপোথিসিসের কি হবে ?
- বিশ্বাস করতে হবে.......বিশ্বাস কর । মানুষ যখন হয়েছ , বিশ্বাস একটু করতেই হবে । চক্র বিমূঢ় সমুদ্র জড়ানো খেলায়, জড়ানো আকাশের বেড়া....সবুজ শিশিরের বিন্দুবাতি.....জ্বলে...নেভে...জ্বলে....নেভে......
- আপনার সব কথাই আমার মাথার উপর দিয়ে যায় । অদ্ভুত মানুষ আপনি....সত্যিই অদ্ভুত ....।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.