![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।
- "All's fair in love and war" কে যেন বলেছিল কথাটা ?
- John Lily
- ও হ্যাঁ .... "Euphues"
- কেন ?
- এখন সব এলোমেলো হয়ে গেছে । All's fair in this world . সমগ্র পৃথিবীকে মানুষ Love and War এই দুটো zone এ ভাগ করে রেখেছে । তাই এখন আর love and war কে specific -ভাবে বলার কোনো প্রয়োজন নেই । ঝামেলা বাঁধে কখন জানো ? যখন "love zone" এ "war" ঢুকে পড়ে আর "war zone" এ "love"....অথচ proverb-টা কিন্তু একই থাকে ! Interesting না ?
- আপনার অবস্থা তো খুব একটা ভালো না । এভাবে শুধু শুধু বসে থাকেন কেন এখানে ? কি এতো ভাবেন আপনি ?
- হুম...?
- আমি কি বলেছি , কিছু শুনেছেন ?
- ইয়ে .... হ্যাঁ...শুনেছি ।
- এই বয়সে কিসের এতো চিন্তা আপনার ?
- আমাকে দেখে কি মনে হয় , আমি শুধু চিন্তা-ই করি ?
- হ্যাঁ ।
- এই কথা যে এই ইহজীবনে কতবার শুনলাম , তার হিসেব নেই । একটা সত্যি কথা বলব ?
- বলুন ।
- আমি কিচ্ছু চিন্তা করি না । Nothing ...Totally zero... কেউই বিশ্বাস করতে চায় না । কেন যে বিশ্বাস করতে চায় না ! মাঝে মাঝে আমার নিজেরও বিশ্বাস হয় না অবশ্য । তাহলে এই "কেউ" এর মধ্যে কি আমি নিজে থাকি না ? থাকতেও পারি আবার নাও থাকতে পারি। জানি না আসলে । থাক্ , সেটা আমার নিজস্ব সমস্যা ।
- Paradox এর ফাঁদে ফেলতে চাইছেন আমাকে ? অবশ্য আপনার ক্ষেত্রে এগুলো অস্বাভাবিক না । যাই হোক ,একটা বিষয় পরিষ্কার করে বলুন তো, কারণ ছাড়া এধরনের পালিয়ে বেড়ানোর কারণ কি ? আমার কাছে তো এটা এক ধরনের হিংস্রতা মনে হয় । স্বল্প মাত্রার হিংস্রতা । মানুষ হিংস্র না । সৃষ্টির সেরা জীব এবং সামাজিক। আমার মতে, আপনারও এই স্বল্পমাত্রার হিংস্রতা ছেড়ে সামাজিক আচরণ করা উচিত ।
- কে বলেছে মানুষ হিংস্র না ? মানুষ হিংস্র প্রাণী । হিংস্র পশু পাখিকে হিংস্রভাবে তৈরি করা
হয়েছে তাই তারা কোনো কিছুর পরোয়া না করেই নিরীহ প্রাণীর ঘাড় কামড়ে বসে...। মানুষকে কিন্তু হিংস্রভাবে তৈরি করা হয়নি, তাতেই যে অবস্থা ! পশু-পাখি আর মানুষের মধ্যে মূল পার্থক্যটা কি জানো? বিবেক.... বিবেচনা... । অথচ এই বিবেক-বিবেচনা নিয়েও মানুষ স্বজাতির ঘাড়ে ঘা বসানো প্রাণী যা হিংস্র পশু পাখি দ্বারা-ও সম্ভব হয়না সবসময় । ওই একটু আধটু বিবেকের জোড়েই বোধহয় পৃথিবীটা টিকে গেছে....। আর তোমার ওই সামাজিকতা ? সেটা শামুকের উপরের শক্ত সুন্দর বাদামি খোলসের মতো । খোলসের ভেতরের ঘটনা ভিন্ন । রহস্যময় ...।
- তাই বুঝি ?
- হুম...। থাক্ , এত ভাবার দরকার নেই তোমার । শুধু শুধু মাথা খারাপ হবে ।
- আপনার মতো ?
- আমার সাথে কথা বলছ কারণ , আমার যে মাথা খারাপ না সেটা তুমি খুব ভালো করেই জানো। তাই , বাজে কথা বলবে না ।
- বেশ, বললাম না । আপনি সবসময় এমন obfuscatory চিন্তা-ভাবনায় ডুবে থাকেন, তাই না ?
- বললাম তো , আমি কিছুই চিন্তা করি না।
- তাহলে এগুলো আসে কোথা থেকে ?
- অভিজ্ঞতা ...। এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে পালিয়ে বেড়ানোর অভিজ্ঞতা থেকে। সুপ্ত , জায়গা না কিন্তু..."পৃথিবী" । সৃষ্টির সেরা জীব হওয়ায় এই একটা সুবিধা, বুঝেছ ?
- না ।
- না বোঝার-ই কথা ।
- আপনার প্রায় সব কথা-ই আমার মাথার উপর দিয়ে যায় ।
- হুম....জানি আমি । আচ্ছা, আমি তোমাকে বিগত পাঁচ দিন ধরে দেখছি । কি জন্যে এসেছ তুমি ?
- আপনার হাইপোথিসিস ।
- আমার হাইপোথিসিস ?
- হ্যাঁ । আপনার হাইপোথিসিসের শুরু-শেষ কোনো কিছুর হিসেব মেলে না । সারা পৃথিবী ওলটপালট হয়ে গেছে আমার , আপনি জানেন ?
- একজন মাথা খারাপ মানুষের কুখ্যাত হাইপোথিসিস নিয়ে পড়ে রয়েছ কেন ?
- কারণ...
- কারণ ...কি ?
- কারণ ...সেগুলো সত্য।
- তাই নাকি ?
- হ্যাঁ ।
- এখন ?
- আমাকে উদ্ধার করুন।
- আচ্ছা, করব ।
- আমি একটি গভীর সাগরে তলিয়ে যাচ্ছি । A Deep blue Sea ....
- দেখেছ মুভিটা ? প্রায় দুই ঘন্টা নষ্ট হয়েছিল আমার । ভালো লাগেনি । অনেকেই বেশ পছন্দ করেছে অবশ্য ।
- ইউসুফ সাহেব ...
- বল...
- আপনাকে দেখলে কেউ বুঝবে না আপনি এসব উদ্ভট হাইপোথিসিস দিয়ে বেড়ান । আপনার কথাগুলোতে এক ধরনের জাদু আছে । আপনি সেটা জানেন ?
- জানি ।
- কতজন বলেছে আপনাকে এইকথা ?
- তুমিই প্রথম ...।
- তাহলে কিভাবে জানলেন ?
- সুপ্ত , তুমি আগামীকাল এসো... ।
- আগামীকাল আসব ?
- হুম...। - এই আগামীকালের আশ্বাস কতজনকে দিয়েছেন আপনি ?
- হিসেব নেই...।
- আগামীকাল আপনাকে আর পাচ্ছি না তাহলে ?
- হা...হা...হা...।
- হাসছেন ! কোথায় যাবেন আপনি কাল ?
- সময় শেষ তোমার সুপ্ত ...। তুমি চলে যাও ।
- হাইপোথিসিসের কি হবে ?
- বিশ্বাস করতে হবে.......বিশ্বাস কর । মানুষ যখন হয়েছ , বিশ্বাস একটু করতেই হবে । চক্র বিমূঢ় সমুদ্র জড়ানো খেলায়, জড়ানো আকাশের বেড়া....সবুজ শিশিরের বিন্দুবাতি.....জ্বলে...নেভে...জ্বলে....নেভে......
- আপনার সব কথাই আমার মাথার উপর দিয়ে যায় । অদ্ভুত মানুষ আপনি....সত্যিই অদ্ভুত ....।
©somewhere in net ltd.