![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।
- অনেকদিন হলো আকাশ দেখি না।
- কেন ?
- আমার জানালার সামনে বিশাল বাড়িটা দিয়ে আমার আকাশটা ঢেকে গেছে।
- খাঁচায় বন্দী হয়ে থাকলে তো এমনই হবে । তো....তোমার বাজপাখি আসে না ? খাঁচায় বন্দী পাখির সাথে দেখা করতে ?
- হ্যাঁ আসে...।
- একটা পাখির সাথে কি এতো কথা তোমার ?
- একাকিত্ব উদযাপনের উপায় জিজ্ঞেস করি...।
- তুমি একা ?
- সবাই একা ।
- কেউ একা না....অভ্র ।একজন মানুষের মাঝে অনেকগুলো মানুষ বাস করে । যখন সেই মানুষগুলো একে একে হারিয়ে যায় তখন সে একা হয়। এরপর আর একা মানুষটিকে পৃথিবী রাখে না ।
- একদিন সময় নিয়ে এসো তো। একটা ছবি আঁকব। তুমি যে রং বলবে সেই রং দিয়েই আঁকব ।
- কেন ?
- একটু খুঁজব.... আমার মাঝের মানুষগুলোকে.... একটু খুঁজব....।
©somewhere in net ltd.