![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।
ভিজতে চাওয়ার মন ভিজেনি, প্রশ্ন করে দেখো,
ছুটুক মানুষ, ডুবুক শহর, বৃষ্টি তবু আরও কিছুক্ষণ থেকো।
শুল্ক ভাড়ে কুঁজো মানুষের, অল্পেই কাটে রেশ,
কপাল ভাঁজে সময় শুরু তার, কপাল ভাঁজেই শেষ।
হন্যে হয়ে ছাউনি খোঁজা সেই কথিত জলের প্রাণ,
কাঁধের শোভায় নষ্ট কম্পাস, তাদের মেলায় নাকি ত্রাণ।
বাতাসের গান, ইটের মানুষ, ভিজে নগরের কোলাহল,
তবু আধজলে ডোবা শহর খোঁজে, বৃষ্টি চাওয়ার দল।
আমাদের ঘোরে শেষ কবে ছিল বৃষ্টি বাঁধা ঘ্রাণ ?
কনক্রিটে ধোয়া জল বুঝি তাই বাড়ায় জ্বরের মান !
ভিজতে চাওয়ার মন ভিজেনি, উত্তর পেয়ে দেখো,
ভাসুক শহর, খুঁজুক মানুষ, বৃষ্টি তবু বারবার ফিরে এসো !
( আমার পাখিটাই কবিতা ,
একটি কলম ও পেন্সিলের মিশ্রণ )
©somewhere in net ltd.