![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।
মানুষের জীবনের নিয়ম বদলায়। একটি ছোট শিশুর জীবনের নিয়ম আর একজন বয়স্ক মানুষের জীবনের নিয়ম ভিন্ন। মানুষ ছকে বাঁধা পড়ে যায় বয়সের সাথে সাথে। খাবার, চলাফেরা, জীবনযাপন, কর্মক্ষমতা সবকিছুতেই। কিন্তু পৃথিবীর বয়স বাড়লে নিয়ম বদলায় না। রাত-দিন, ঘূর্ণন, আলোকরশ্নি, রোদের উষ্ণতা, চাঁদের জোয়ার-ভাটা...! জানি না, বাঁধা ছকের মাঝে পৃথিবী কতটা ক্লান্তিতে ভোগে, তবে আমরা প্রতি বছর পৃথিবীর বয়স ধরে রাখা ক্যালেন্ডার যখন বদলাই, তখন বিশ্বাস করি, নতুন "এক" তারিখটা নতুন একটি দিন আনবে। যে দিনটার সকাল আরও স্নিগ্ধ হবে, আর রাতটা হবে স্বপ্নীল কিংবা রহস্যময়। হয়-ও ঠিক তাই। নতুন সকাল নতুন লাগে। কারণ, নতুন সকালের রোদটা আমাদের সবার জানালায় আমাদের মতো করে পড়ে। যেমনটা আমরা চাই। যেমনটা আমাদের ভালো লাগে। এক সূর্য তার আলোকরশ্নি হাজার কোটি রূপে সাজিয়ে পাঠায় পৃথিবীতে আমাদের নতুন ভেলকিতে চোখ ধাঁধানোর জন্য। আশার ভেলকি, সব ভুলে যাওয়ার ভেলকি। আর এই ভেলকিগুলোই মানুষকে বোঝায়, চেনায়, সাজায়, বাঁচায়।
আমাদের নিয়মে বাঁধা জটিল গতবছরের ফেলে আসা পৃথিবী লক্ষ লক্ষ প্রাণ হারিয়েছে। ছকে বাঁধা নিয়মের পেছনে হয়তো এতো জীবনের অংকের হিসেবটা এখনো মেলেনি। সব অংক মিলবে কিনা তাও কেউ জানেনা। এতো এতো প্রাণের ভারে ক্লান্ত জল-মাটির পৃথিবীটা কতটা ক্লান্ত তাও অজানা।
2020 কাউকে অনেক কিছু দিয়েছে, আমরা হয়তো জানি-ই না। কারও সবটাই কেড়ে নিয়েছে। "কিছু" কিংবা "কেউ" হারানো মানুষেরা সময়, জীবন এবং নিয়মের জটিল হিসেব হয়তো খুব শক্তভাবে ধারণ করতে পারে কিংবা কেউ পুরাতন আঁকড়ে সিন্দুকে বন্দি জীবনে হয়তো নতুনের আলোকরশ্নিকেও পুরাতন-ই দেখবে। জানালা তো যার যার নিজের মতো। আলোকরশ্নিও তার তার নিজের মতোই। আমরা শুধু বছর কিংবা সময়ের ছকে সবটা বদলে দিতে চাই, নিজেরাই নিজেদের ভেলকি দেখিয়ে...। কারণটা সহজ। সবাই স্বাধীনতা চায়। সব জটিলতা থেকে স্বাধীনতা। তাই হয়তো ফানুস সবার এতো পছন্দ। ফানুস আলোর ভাঁজে স্বাধীনতা দেখায়। যে স্বাধীনতায় রূক্ষতা নেই, ক্লান্তি নেই, যে স্বাধীনতায় মলিনতা নেই, যে স্বাধীনতা শুধু আকাশের দিকে আলোর উৎসে তাকাতে শেখায়, এমন আলোর উৎস যা কিছুক্ষণেই হারিয়ে যাবে...।
কালচে আকাশে শত ফানুস। ফানুসের গাঁয়ে মোরা হাজার কথার চিঠি। সাফল্যের কিংবা ব্যর্থতার, হারানোর কিংবা প্রাপ্তির। এতো এতো শব্দ কোথায় গিয়ে মিশে জানি না, তবে একেকটি জানালায় আঁছড়ে পড়া যার যার নতুন সকালের প্রতিচ্ছবি চিঠিগুলো...।
সময়ের প্রতিচ্ছবি...।
মানুষের প্রতিচ্ছবি....।
©somewhere in net ltd.