নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শব্দের ক্যানভাসে চিন্তা আঁকা, একটি চিরকুট...

তানজীম আফরোজ

শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।

তানজীম আফরোজ › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা...

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১২:০৮


কারও কাছে শাণিত ছুরির ধার...কারও কাছে কৃষ্ণচূড়ার মতো লাল...আবার কারও কাছে নরম রোদের মতো আদরের। তোমার আসল পরিচয়টা কি স্বাধীনতা?
দু'বছর আগে আমার ডায়েরিতে লেখা দু'টো কথা।এই হাত-পা বাঁধা প্রশ্নের উত্তরটাও কোনো এক জায়গায় একেবারে বন্দি...।
স্বাধীনতা পাওয়ার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। দুটোই যে সমান কঠিন এটা বুঝতে হলে স্বাধীনতার সংজ্ঞা জানতে হবে।
টুকরো টুকরো স্বাধীনতার সমন্বয়ে এক টুকরো স্বাধীন বাংলাদেশ, যেখানে নারী স্বাধীনতা মানে এখন প্রকাশ্যে সিগারেট খাওয়াকে অধিকার হিসবে প্রতিষ্ঠা, যেখানে বাক স্বাধীনতা মানে আম বাদ দিয়ে আমের আঁটি নিয়ে লোক দেখানো ঝগড়া করা এবং অবশ্যই সেটা জেনে বুঝে। মত প্রকাশের স্বাধীনতা মানে হচ্ছে, গলায় ডিগ্রির মালা ঝুলিয়ে জ্ঞানীর বেশে স্মার্টনেসের নামে, উন্নত মানসিকতার নামে খুব সূক্ষ্মভাবে অশ্লীলতা কিংবা কুসংস্কৃতি ছড়িয়ে দেয়া...।
এরকম আরও অনেক অনেক উদাহরণ....।
এই টুকরো টুকরো স্বাধীনতার সমন্বয়ে আজকের স্বাধীনতা। শামসুর রাহমান তাঁর কবিতায় এতভাবে ডেকেও বাঙালীকে স্বাধীনতা চেনাতে পারেননি। হয়তো বাঙালী কখনো স্বাধীনতা চিনতেই চায়নি। স্বাধীনতা পেতে সবচাইতে বেশি প্রয়োজন শক্তি আর সাহস, আর স্বাধীনতা রক্ষা করতে প্রয়োজন বোধ-বিবেচনায় মাখা মগজ। যে মগজগুলো আমাদের একাত্তর সালেই ছেড়ে চলে গিয়েছিল। তাঁরা স্বাধীনতা ছিনিয়ে এনে এমন একটি জাতির হাতে স্বাধীনতা তুলে দিয়েছিল যারা স্বাধীনতার সংজ্ঞাই জানে না।
পঞ্চাশ বছর আগে হাতের তালুতে কিছুক্ষণের জন্য পাওয়া নরম স্বাধীন রোদ আবার কর্পূরের মতো উবে গিয়েছিল, যা এখনো আমাদের ভূখণ্ডের উপরের আকাশে ভাসে, মাটি স্পর্শ করে না। সেই ফেলানির মতো কাঁটাতারে ঝুলন্ত বাংলাদেশের জীবনের পঞাশ বছর পেরিয়ে গেছে...। তবু দেশের প্রতি ভালবাসা থেকে আশা করাই যায় যে, কোনো একদিন সত্যিকারের বৃষ্টিতে আমাদের ভূখণ্ডের আকাশে পঞ্চাশ বছর আগে উবে যাওয়া নরম স্বাধীনতা বৃষ্টি হয়ে ঝড়বে....।
মাটি ভেজাবে, প্রতিটি মানুষকে ভেজাবে...
চামড়া ভেদ করে রক্ত ভেজাবে....আত্মা ভেজাবে.....।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.