![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দের ক্যানভাসে যদি চিন্তা আঁকা যায় তবে কোটি বছরের পুরোনো চিরকুটও জীবন্ত লাগে। কারণ, সময়কে আটকানো যায় অক্ষরের ভাঁজে ভাঁজে...।
- নদী সাগরে ডুবলে...সাগর কোথায় ডোবে?
- কোথাও না...
- ডোবে...। সাগর সূর্যে ডোবে...
- আর সূর্য?
- সূর্য এক অস্পষ্ট নীলে ডোবে...মাথা ঝিম করা এক গ্রাসি নীলে....।
- এতো রাগ নীলে?
- তুমি আমার কথা বোঝো না মায়া...তাই তোমাকে এতো কথা বলি...।
- বুঝলে বলতে না?
- না...
- তারপর?
- এই বিদঘুটে নীল ডোবে এক নিকষ অরণ্যে...যার না আছে শুরু না আছে শেষ...
- কি হয় তাতে?
- এভাবে ব্যাপ্তিরা যখন একে একে মিশে যায় তখন একটা চমৎকার সিম্ফনি তৈরি হয়...আর আমরা মুগ্ধ হয়ে সুন্দর দেখি...।
- মানুষ এই সিম্ফনিতে পড়ে না?
- অবশ্যই পড়ে...
- নীল..
- হুম...
- মানুষ তাহলে কোথায় ডোবে?
- জানি না...
- জানো...
- বলবো না...
- বলো...
- মানুষ মায়ায় ডোবে...আর একবার ডুবে গেলে তলিয়ে যায়...।
©somewhere in net ltd.