নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস. এম. হাসান (তপু)

একটি পৃথিবী ৭০০ কোটি মানুষ, তবুও আমি একা

tapu88

আমি একজন সাধারন মানুষ। আমি পরিবর্তন শীল মানুষ আমি সৃজনশীলতা কে এবং সৃজনশীলতা কাজ করতে ভালোবাসি যারা এই কাজে নিয়োজিত তাদের কে ভালো লাগে। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং আমার আত্মবিশ্বাস যে আমি এই ছোট থেকে একদিন বড় হব। সবার দোয়া প্রার্থী।

tapu88 › বিস্তারিত পোস্টঃ

কিছু লিখলাম

০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫৪

সকালবেলা প্রথম আলো পত্রিকার ১ম পাতা দেখেই সিদ্ধান্ত নিলাম আজ কিছু একটু লিখি ।ব্যস্ত ছিলাম সারাদিন,তাই এখন একটু সময় পেলাম । কাহিনী করার সময় নাই ।বলি তাহলে,



এই দেশে লাইভ

টিভিতে চাপাতি দিয়ে কুপিয়ে একটা নি

ছেলেকে হত্যার দৃশ্য দেখানো হয়,

খুনিদের

একদম হাতেনাতে চিহ্নিত করা হয় ...



ধরা হয় ... তাদের শাস্তি হয় না !!

এই দেশে খুনের আসামী কে ধরা হয় ...

ফাঁসির রায় দেয়া হয় ...

রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দেন ... তার

শাস্তি হয় না !!

এই দেশে শিক্ষক হয়ে ছাত্রীকে ধর্ষণ

করে একজন ... ধরা হয় ... শাস্তি হয় না !!

এই গরিব দেশের হাজার হাজার

কোটি টাকা চুরি করা হয় ... চোরদের

শাস্তি হয় না !!

এই দেশে জোর করে ফাটল

ধরা বিল্ডিং এ

গরীব নিরীহ মানুষদের ঢুকিয়ে খুন

করা হয় ...

অপরাধীকে ধরা হয় ...

হেলিকপ্টারে করে আনা হয় ... তারপর

শাস্তি হয় না !!

এই দেশে সাংবাদিক দম্পতি কে খুনের

শাস্তি হয় না ... শেয়ার মার্কেটের

চোরদের

শাস্তি হয় না ... মন্ত্রীর চুরির

শাস্তি হয়

না ... ডাক্তারের করা খুনের শাস্তি হয়

না ... ধর্ষণের শাস্তি হয় না ... কোন

অপরাধের শাস্তি হয় না !!

... ... ...

তবুও এই দেশে "মোহাম্মদ আশরাফুল"

নামক

ছেলেটার শাস্তি হবে ... ইশ !! বিশাল

অপরাধী সে !!

খুব দায়িত্বশীল কতগুলো বুলশিট

দেশপ্রেমিক হিপোক্রেট

ফেইসবুকাররা বড়

গলায় চিল্লাবে, "অপরাধীদের

শাস্তি হওয়া উচিত" ... এইসব

দেশদরদী "স্বরে আ, ব এ আকার ল"

পাবলিকরা স্ট্যাটাস দিয়ে বলবে,

"দেশের সাথে প্রতারণা করছে ...

শালা বেঈমান ... নিষিদ্ধ করা হোক

ওকে ...

দেশের স্বার্থেই ও

কে শাস্তি দেয়া ঠিক

হয়েছে !!"

... ... ...

এই ধরণের দেশদরদী দের সালাম

জানাই ...

আমি তাদের মত হইতে পারলাম না ...

আমি বেঈমানের পক্ষে !!

এই দেশে কোন অপরাধীর শাস্তি হয়

না ...

আশরাফুলের ক্যান হবে ?? ... ওর একার

বেলায় এই দেশের বিচার-আচার একদম

পারফেক্ট হইয়া গেছে, না ??

দিন শেষে তোমার চোখে এটাই

ধরা পড়বেঃ "আশরাফুল ধাক্কা দিয়ে এই

দেশের

ক্রিকেটকে পানিতে ফেলে দিছে"

দিন শেষে তোমার চোখে এইটা কখনোই

পড়বে না, "আশরাফুল কেও কেউ একজন

ধাক্কা দিছিলো পিছন থেকে !!"

দিন শেষে, ভণ্ড সুশীলরা যা খুশি তাই

বলো ...



ফুচক ইউ অল ... আমি আশরাফুলের

পক্ষে "তপু" — at Mirpur 13.

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.