নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারেক রহমান

অন্ধকার এবং আলোর মাঝামাঝি

তারেক রহমান › বিস্তারিত পোস্টঃ

একটা মোবাইল অপারেটর যখন সারা বাংলাদেশ কে মাঝখানের আঙ্গুল দেখায়

২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০০

একটা বিদেশি কোম্পানি যদি কোন দেশে কয়েক বছর ধরে ব্যবসাইক কার্জক্রম চালায়, তখন ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বা Corporate social responsibility বলতে একটা বিষয় থাকে। কিন্তু জখন ব্যবসায়ের সামাজিক দায়িত্ব পালন না করে সমাজের ই বারটা বাজিয়ে দেয়, তবে কেমন দেখায় ?



অনেকে হয়ত বলবেন, ভনিতা বাদ দিয়ে আসল কথায় আসতে । তবে বলি আগে নিচের বিজ্ঞাপন ভিডিও টি দেখে নিন



http://www.youtube.com/watch?v=ltHMhKhoz08









হয়তো মনে মনে আমাকে একটা গালি দিয়ে ফেলেছন, একটা বাংলাদেশি মোবাইল অপারেটর এর একটা বিজ্ঞাপন এর লিঙ্ক ! কিন্তু না, এখনি নয় , আমার কথা এখন শুরু হয় নি।



বিজ্ঞাপনের মাঝখানে একটা বিদ্যালয় এর ছাত্রি বলে উঠেছে “মুকুল ভাই এর সাথে সারাদিন স্কাইপ করব” !!!







হ্যা আপনি ঠিক ই শুনেছেন, একটা School Going বাচ্চা স্কুল ড্রেস পরিহিত মেয়ে বলে উঠছে সে সারাদিন মুকুল ভাই এর সাথে স্কাইপ করবে , তবে এই ভাই সেই ভাই না, এখানে ভাই বলার ভঙ্গিমাই প্রমান করে অই বাচ্চা মেয়ে টা তার স্পেসাল কোন মানুষ এর সাথে কথা বলবে, এবং বলার ভঙ্গিমা টা যথেষ্ট লাজুক।



হ্যাঁ, আমি বিশ্বাস করি এতখনে বুঝে গেছেন আমি কি বলতে চাইছি, আমাদের দেশের বিদ্যালয়গামী ছাত্র – ছাত্রী এর মগজ ধোলাই করে শিখিয়ে দেয়া হয়েছে ইন্টারনেট এর সর্বোওম ব্যাবহার, তা হল “অমুক স্কুলের তমুক মেয়ে টা্র মুকুল ভাই এর সাথে কথা বলা টা স্মারটনেস এবং ইন্টারনেট এর সর্বোওম ব্যাবহার”





এই ধরনের আনইথিকাল ব্যবসাইক বিজ্ঞাপন কো দেশে আছে বলে আমার জানা নেই । এখন ছোট ছোট মেয়েরা এই ধরনের মুকুল ভাই এর সাথে কথা বলা টা স্বাভাবিক বল মেনে নেবে, কারন আপনার পাশে বসেই হয় তো এই বিজ্ঞাপন টা দেখছে আপনার পরিবারের বিদ্যালয় গামী ছোট কোন ছাত্র ছাত্রী । এই ধরনের বিষয় যদি আমরা অনুমোদন করি তাহলে আমাদের উন্নয়ন নয়, পতন inevitable



একটা বিজ্ঞাপন যখন এরকম হয় তখন আর না লিখে থাকতে পারলাম না, এখন আপনার পালা, এভাবে কি চলতে দেয়া জায়? হাতে কলম নিন, এই বিষয় টা তুলে ধরুন সবার কাছে ।



• আমি এই মোবাইল অপারেটর এর বিপক্ষে নই, শুদু এই ধরনের আনইথিকাল ব্যবসাইক বিজ্ঞাপন এর বিপক্ষে ।

• এই পোস্ট এর যে কোন অংশ অনুমতি ছাড়াই আপনি ব্যাবহার করতে পারবেন।

• আমি লেখা লেখি করি না, তাই লেখায় ভুল থাকলে নিজ গুনে ক্ষমা করবেন।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

রাবার বলেছেন: সহমত

২| ২৮ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

 বলেছেন: সহমত :D

৩| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৬

সোহেল মাহমুদ বলেছেন: সহমত।

৪| ২৮ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪০

৭ ১ নিশান বলেছেন: দারুন বলেছেন

৫| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৭:১৪

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: খুব সিম্পল বিষয় হলেও সমাজের বিবর্তনের সুক্ষ একটি পয়েন্ট ধরেছেন। ধন্যবাদ পোষ্টের জন্য।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৬

ইমরান আশফাক বলেছেন: ব্যাপারটা চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেবার জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.