![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুনাফা বৃদ্ধির লোভে আজকাল ব্যেবসাইক প্রতিষ্ঠান গুল পণ্যের পাশাপাশি বিক্রি করছে কান্না-কাটি !!!
না , আমি কোন মশকরা করছি না , লেখাটা পরলে আপনিও উপলব্ধি করবেন আমার কথার সত্যতা ।একটা বিজ্ঞাপনে আবেগ বা Emotional Appeal থাকতেই পারে। কিন্তু আবেগ প্রকাশ করতে যখন বিজ্ঞাপন নির্মাতারা কান্নাকাটির প্রশ্রয় নেয়, তখন এইটা একটা ন্যাক্কারজনক ঘটনা ছাড়া আর কিছুই না। অন্তত বাণিজ্যিক পণ্যের বিজ্ঞাপনে কান্নাকাটির আবেগ থাকাটা একটা ছোটলোকের কাজ।
এটা একটা সুনামধ্যন্য কোম্পানির ডায়পার এর একটা এড । এই এডে দেখা যাচ্ছে , বাচ্চাটার পাশাপাশি কান্নাকাটি করছে বাচ্চাটার মা ।
এটা একটা বিখ্যাত মোবাই অপারেটরের এড । এখানে কান্নাকাটির পাশাপাশি বিক্রি হয়েছিল কেন্সার (কেন্সার রোগ) । তবে বেপক সমালোচনার মুখে এই বিজ্ঞাপন চিত্র টি বন্ধ করে দিতে বাধ্য হয় অই মোবাইল অপারেটর।
এরকম অনেক এড আপনারা টিভি খুললেই দেখবেন।
আপনার কি মতামত?
বিঃ দ্রঃ - লেখাটি আমার বেক্তিগত মতামত ।
২| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) বলেছেন: বিজ্ঞাপনে আজ ১৯৭১ বিক্রি হচ্ছে
২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৪
তারেক রহমান বলেছেন: ৫২ , ৭১ , বাঙলা নববর্ষ কিছুই বিক্রি করা বাদ নেই
৩| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩২
বিপরীত বাক বলেছেন: অথচ আন্তর্জাতিক মানদন্ডে এসব বিজ্ঞাপন অন্যকোন দেশে প্রচার করলে কোম্পানি সুদ্ধে ব্যান্ড হয়ে যেত।
সস্তা জাতির আবেগও সস্তা। অনেক আগে থেকেই এসব ব্যাপারে অনেককে বলেছিলাম আমি।
এদেশের মানুষের রুচিবোধ যেমন সে হিসেবে বিজ্ঞাপনগুলো ঠিক আছে। রুচি বিকৃতি এক কথা, আর রুচিহীনতা আরেক কথা। এদেশের মানুষেরা হল রুচিহীন। বা অসুস্থ রুচির।
২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫৬
তারেক রহমান বলেছেন: ভাল লাগল আপনার মতামত শুনে ।
৪| ২৪ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭
আদম_ বলেছেন: একদম ঠিক কথা। ফালতু যত সব এ্যাড।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৩
ফাহিম আবু বলেছেন: মুক্তিযুদ্ধের চেতনাও এখন একটি দলের পণ্য হয়ে গেছে !!