নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিশিলিন তুরিনের বাংলা ব্লগে স্বাগতম।

মিশিলিন তুরিন

বাঁচার জন্য লিখা, যখন সবকিছু অর্থহীন বলে মনে হয় তখন শুধু কলম ধরার আশায় বাঁচতে ইচ্ছে করে।

মিশিলিন তুরিন › বিস্তারিত পোস্টঃ

আফসোস হয় তাঁদের জন্য!!!undefined

০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৩০

খুব আফসোস হয় ভাষা শহীদ, মুক্তিযুদ্ধে শহীদ, বুদ্ধিজীবী, কন্ঠযোদ্ধা- তাঁদের সবার জন্য। দেশের প্রেমে উজ্জীবিত হয়ে তাঁরা দেশের জন্য জীবন দিতেও কুন্ঠাবোধ করেননি। অথচ আজ এই দেশের ১৬কোটি জনগণের মধ্য থেকে ১জনকেও খুঁজে পাওয়া যায় না, যারা তাঁদের জন্য দু'রাকাত নফল নামাজ পড়ে দু'আ করবেন যাতে তাঁদের এই আত্মত্যাগ বিধাতা কবুল করে নেন, তাঁদের জান্নাতবাসী করেন।
কিন্তু এই ১৬কোটি জনগণের অধিকাংশকেই পাওয়া যাবে, তাঁদের আত্মত্যাগের ঘটনাকে কেন্দ্র করে বিশাল গান বাজনার আয়োজন করে, মেলা বসিয়ে আনন্দ উল্লাস করতে। আর এটাই এখন সভ্য সমাজের কাছে তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন হিসেবে বিবেচিত। এসব শ্রদ্ধার কি কোন মূল্য আছে, যে শ্রদ্ধা মৃত ব্যক্তির কবর অব্দি পৌঁছাবেনা? তাঁদের আমলনামা বাড়াবেনা??

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনার আফসোস হলে, আপনি পড়েন! মানুষ আপনার থেকে কম বুঝে না, আপনার ঘোড়া রোগ হয়েছে।

২| ০৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:৩২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কেউ না কেউ তাঁদের জন্য দোয়া করে। আপনিও করুন...

৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৭

মিশিলিন তুরিন বলেছেন: #চাঁদগাজী, হাহাহা!!! তাই নাকি জানতাম না তো!! তো আংকেল, ঘোড়া রোগটা আসলে কেমন?? কি ধরণের রোগ, একটু বুঝিয়ে বলবেন??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.