নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তার ছেঁড়া বাক্য .......।\"জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা\"..................

তারছেড়া লিমন

স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।

তারছেড়া লিমন › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্তের স্বপ্ন.........................

২২ শে জুলাই, ২০১৪ রাত ১:১৬

তুমি তো দেখনি কখনও ,মধ্যবিত্তের স্বপ্ন গুলো কেমন খাপছাড়া হয়

কখনও ঘুম খেকে জেগে মোড়ের দোকানের পানসে এককাপ চা

সাথে একটা লেড়ুয়া বিস্কুট ; আসলে এটাই অমৃত সমান।

এরপর দৌড়ে বাসায় ফিরে স্নান সেরে কখনও রুটি অথবা গরম ভাতে

সামান্য ভাজি , একটু ডাউল, কখনও ডিম জোটে আবার জোটে না।

এর পর সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি , এভাবেই দুপুর গড়িয়ে সন্ধা

রাতে পরিবারের সবার সাথে রাতের খাবার , এভাবেই দিন পেরিয়ে মাস

মাসের শেষে নগদ প্রাপ্তি যখন ঘটে তখন তিনিই রাজা।

এমনি ভাবেই মাসের শেষে বছর ঘনায় ,

মনের কোনে কষ্ট গুলোকে দমিয়ে রেখে স্বান্তনা খুজে

যাক এই বছর তো হলো না সামনের বার নিশ্চই হবে

বাচ্চাদের নতুন জামা, বৌ এর ছোট্ট কানের দুল

নাহ্ নিজের জন্য তেমন কিছুই নয়।

আমি আমার বাবাকে এভাবেই চলতে দেখেছি

আমি উচ্চবিত্তের সন্তান নই,

তাই আমার স্বপ্ন গুলোও মধ্যবিত্ত।

আমার জন্য তুমি হলে সবচেয়ে বড় বিলাসিতা,

গরমে একটি হাতপাখা ভাগাভাগি করেছি

বাবার ক্লান্ত দেহ কখনও এসির বাতাস পাইনি

মায়ের সময় কেটেছে চুলার আগুনে গেমে নেয়ে একাকার হয়ে

কখনও এসির বাতাস পাইনি ,

তাই তোমাকে এসির বাতাস দিতে পারবো না;

যেটা আমার বাবা মাকে এখনও দিতে পারি নি।

ছোট্ট বোনটি একবার আবদার করেছিল

একজোড়া স্বর্ণের দুল কিনে দিতে হবে

আমি এখনও টাকা গোছাতে পরিনি

তাহলে কিভাবে তোমায় প্রতি উৎসবে জুয়েলারি কিনে দেব?

তাই তুমি আমার সবচেয়ে বড় বিলাসিতা।

যখন হাল ফ্যাসানের পোশাক পড়ে

তোমার দিনের শুরু হয়

আমি মধ্যবিত্ত মানুষ ,আমার শুধু শরীর ঢাকলেই চলে

তোমাকে অন্তত মোটা সূতির শাড়ি দিতে পারবো।

এর পর তুমি ভাববে এ কেমন পুরুষ

যার ভালবাসার মানুষটিকে একটু সুখে রাখতে

তার ভাবনা গুলো বদলাতে পারে না?

আসলেই আমি মধ্যবিত্ত বেড়ে উঠেছি এইভাবেই

একা নিজের কথা ভাবতে পারি না,

আমার কাছে সুখ হল , মোটা চাউলের ভাত

আমার কাছে সুখ হল, মায়ের মুখের হাসি

আমার কাছে সুখ হল, যৌথ ভাবে বাচাঁ

আমার কাছে সুখ হল , বাবার জানতে চাওয়া কেমন আছিস?









উৎসর্গঃ কান্ডারী ভাই, লিরিকস্ আপু , মামুন রশিদ ভাই, এহসান সাবির ভাই, অভি ভাই, আরজুপনি আপু, ঘুপা ভাই, সেলিম আনোয়ার ভাই........... .....



সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা। গ্রামের বাড়ি যাচ্ছি তাই উত্তর দিতে সময় লাগবে। সবাই ভাল থাকুন।বেঁচে থাকুন সুন্দর ভাবে।ঈদ মোবারক।।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৪ রাত ২:০৩

যুবায়ের বলেছেন: মধ্যবিত্ত পরিবারে সিমাবদ্ধতা অনেক।
আপনার লেখায় চিত্রায়নটা সুন্দর হয়েছে।

অগ্রিম ঈদ শুভেচ্ছা রইলো...

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৬

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই।আপনাদের প্রেরনা আমার পথচলার পাথেয়।
ঈদের শুভেচ্ছা রাইল ভাই।

২| ২২ শে জুলাই, ২০১৪ রাত ৩:৪০

কথার_খই বলেছেন: সুন্দর লিখেছেন ভাললেগেছে লেখাটি পড়ে

২২ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৮

তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ কথার _ খই।ঈদের শুভেচ্ছা রাইল..................

৩| ২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:


ঈদ মোবারাক লিমন ভাই

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩

তারছেড়া লিমন বলেছেন: ঈদ মোবারাক কান্ডারি অথর্ব ভাই

৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১০:৫১

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৪

তারছেড়া লিমন বলেছেন: ঈদ মোবারাক এহসান সাবির ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.