![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন চারি কোন এক সময়ের খোঁজে................................ হেঁটে চলেছি অবিরাম............ চেনা পথের অচেনা গলিতে..... জীবনরে তুই মম বাঁশের বাঁশি... .............................. শুধু প্রার্থণা করি খোদা মৃত্যুর কালে ঠোঁটে হাসি রেখ সদা।।। .................................. বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।
#১.
জানিস নিমাই,
তোকে চিঠি লিখবো ভেবেছি,
ঘুম থেকে জেগে নতুন ভোরের আ্লোকছটা গায়ে মাখাটা আমার বড় বিলাসিতা ; খাবার খুঁজতে বেরুতে হবে।।
তাই সৃষ্টিকে খুশি করতে স্রষ্ঠাকে খোঁজার ফুসরত পাইনি । আসলে সৃষ্টিতো খুশি হয়না কখন ও ।।
নিলর্জের মত বয়ে চলেছি নিজের ভার মানুষ রূপী দু"পেয়ো জন্তু হয়ে অন্তহীন পথে তারছেঁড়া।।
ইতি,
ঘাসের ডগার শিশীর।।
#২.
নিমাই?
কি? বদ্দা!
তোর কাছে কি কিছু সময় হবে?
কেন ? বদ্দা!
স্বপ্ন দেখবো বলে।।
কি যে কন না বদ্দা , আমার কি স্বপ্ন দেখা সাজে?
কেন রে?
সে তো সনদ পত্রের সাথে বেঁচে দিয়েছি পেটের দায়ে , কর্তা যখন কয় তখন দেখি; উনি দেখান বলে।। তুমিই কন বদ্দা "হকার , বাঁচাল, বাটপার, চাঁপাবাজদের কি স্বপ্ন দেখা মানায়"?
কি , বলিস আবোল তাবোল এসব?
ক্যান বদ্দা! তুমিইতো কন " সৃষ্টিকে খুশি করতে স্রষ্ঠাকে খোঁজার ফুসরত পাইনি । আসলে সৃষ্টিতো খুশি হয়না কখন ও ।।
নিলর্জের মত বয়ে চলেছি নিজের ভার মানুষ রূপী দু"পেয়ো জন্তু হয়ে অন্তহীন পথে তারছেঁড়া।।"
আসলেই ভুলে গেছিরে নিজেকে বিকোতে আজ বিদ্বগ্ধ সণ্যাসীর বেশে।।।
পরিশেষে: শুভ ব্লগিং ..................ভাল থাকুন...
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৬
তারছেড়া লিমন বলেছেন: জগৎ এ সব চাওয়া পূরন করতে নেই..........শুভ ব্লগিং ..................ভাল থাকুন...
২| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৪৩
রাকু হাসান বলেছেন:
অভিনন্দন ।
তো ভাই তারছেড়া লিমন নাম দেওয়ার রহস্য কি ?
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫১
তারছেড়া লিমন বলেছেন: একটু ছেঁড়া আছে তো তাই
শুভ ব্লগিং ..................ভাল থাকুন...
৩| ০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৯
আরোগ্য বলেছেন: অভিনন্দন, লিখতে থাকুন।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৪
তারছেড়া লিমন বলেছেন: শুভ ব্লগিং ..................ভাল থাকুন...
৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:০৮
কাওসার চৌধুরী বলেছেন:
অভিনন্দন আপনাকে।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৪
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১২:২০
চাঁদগাজী বলেছেন:
লম্বা সময় আছেন ব্লগে, অভিনন্দন
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৫
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ.....চাঁদগাজী ভাই......... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১:২৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: "হকার , বাঁচাল, বাটপার, চাঁপাবাজদের কি স্বপ্ন দেখা মানায়"?
কি , বলিস আবোল তাবোল এসব?
তারছেড়া কি ভাবে ৮ বৎসর ???
শুভ ব্লগিং ..................ভাল থাকুন...
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬
তারছেড়া লিমন বলেছেন: এইটা এক দরনের জীবন দর্শন................. আর হয়তো বেঁচে আছি বলেই ৮ বছর হয়ে গেল.........অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ২:১২
নূর আলম হিরণ বলেছেন: একদিন পোষ্ট দিবেন ব্লগে ১৮ বছর ১ দিন, সে দিনের অপেক্ষায় আছি।
০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:২৮
তারছেড়া লিমন বলেছেন: যদি বেঁচে থাকি........... আর আপনাদের মত বন্ধু পাই তবে ১৮ না ১৮ কোটি বছর থাকার ইচ্ছে আছে অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩০
রাজীব নুর বলেছেন: আপনি অনেক কিছুর সাক্ষী আছেন।
ভালো থাকুন। সুস্থ থাকুন।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৯
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর ভাই ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন আপনাকে। হ্যাপী ব্লগিং সুপ্রিয় ব্লগার । ভালো থাকবেন সবসময় এ্ই শুভকামনা থাকলো ।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০২
তারছেড়া লিমন বলেছেন: সেলিম ভাই অনেক দিন চুপিসারে পড়ে যাই আপনার কবিতা..................... অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
১০| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ দুপুর ২:৪৭
নজসু বলেছেন: আরও এগিয়ে চলুন এই প্রত্যাশা রইল
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০২
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
১১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২১
খায়রুল আহসান বলেছেন: ছেঁড়া তার নিয়েই তো দেখছি বেশ দাপটের সাথে ব্লগিং চালিয়ে গেছেন বিগত আটটি বছর ধরে।
আরেকটি মাইলফলক অতিক্রম করায় আন্তরিক অভিনন্দন!
শুভ ব্লগিং!
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৪
তারছেড়া লিমন বলেছেন: আপনাদের ভালবাসায় সিক্ত হয়ে চলেছি ........অনেক ধন্যবাদ ভাই.............. শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
১২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৪
আরজু পনি বলেছেন: এবার বর্ষপূর্তি পোস্ট দেয়া হয়নি আমার।
ভাবছি লেট পোস্ট দিবো নাকি...আমি আপনার চেয়ে তিন মাস আগে এসেছি এই ব্লগাধামে।
অনেক শুভকামনা।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৭
তারছেড়া লিমন বলেছেন: আপু আগের সবাইকে খুব মনে পড়ে ........... অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
১৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৭
অন্তরন্তর বলেছেন: অভিনন্দন। তা এই ৮তম বর্ষপূর্তি পোস্ট লিখতে তাড় টার ছিঁড়ে যায়নি তো? অনেক অনেক বছর আমাদের সাথে থাকুন এই কামনা।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯
তারছেড়া লিমন বলেছেন: সেটা তো আগে থেকেই ছেড়া ....................... অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
১৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮
সেডরিক বলেছেন: আপনি তাহলে এখানে সিনিয়র সিটিজেন।
শুভকামনা
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:০৯
তারছেড়া লিমন বলেছেন: সবে তো শুরু হলো পথচলা............... অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
সুমন কর বলেছেন: অভিনন্দন !! শুভকামনা রইলো।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১০
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৩
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অভিনন্দন আপনাকে, আট বছর অনেক সময়, অভিনন্দন ভাই।
সুন্দর কবিতা লিখেছেন, ভালো লাগলো আমার।
শুভকামনা জানবেন
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১১
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ নাঈম ভাই............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৫
স্রাঞ্জি সে বলেছেন:
নিয়মিত আপনার তারছেঁড়া পোস্ট চাই..... এখন আবার ডুব মারিয়েন না...
তো অভিনন্দন গ্রহণ করবেন।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১২
তারছেড়া লিমন বলেছেন: ভাই আপনার কথায় একটা গান মনে পড়ে গেল.............. তুমি আর নেই সে তুমি......... ব্যস্ততা আমায় দেয়নাতো অবসর অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১০:০০
আমি তুমি আমরা বলেছেন: অভিনন্দন
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৩
তারছেড়া লিমন বলেছেন: আবার কি আগের মত আড্ডা হতে পারে কখনও............ অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
১৯| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বিশাল সময় ব্লগে আছেন। শুভ কামনা।
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৪
তারছেড়া লিমন বলেছেন: অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
২০| ০৭ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৪
শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন।
চমৎকার লিখেছেন!
এতো (৮ বছর ১ দিন) বছরেও ছোঁড়া তার জোড়া লাগলো না!
০৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১০:১৫
তারছেড়া লিমন বলেছেন: জোড়া লাগেনি বলেই এখনও্বহাল তবিয়তে আছি ভাই.................অনেক ধন্যবাদ............... শুভ ব্লগিং................ ভাল থাকুন সব সময়।।
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৯
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আট বছরে কী শিখলেন???
* "জীবন একটা বাঁশ ঝাড় খালি মুথা আর মুথা".
*বিশ্বাস করি পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা "I LOVE YOU"।।।।