![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আনিস সাহেব গুণী লোক। উনি একটা আবেদন করেছেন (প্রথম আলো-তে) প্রধানমন্ত্রির কাছে, আশা করি প্রধানমন্ত্রি শুনবেন উনার কথা। কিন্তু, উনার মত মানুষের কাছ থেকে বিভ্রান্তিকর তথ্য আশা করিনি। উনি বলেছেন, "পৃথিবীতে মাত্র দুটি দেশে ইউটিউব বন্ধ —বাংলাদেশ-পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে হাইফেনবদ্ধ অবস্থায় আমরা বাংলাদেশকে দেখতে চাই না।"
এটি চরম একটি ভুল তথ্য; কারণ শুধু বাংলাদেশে নয়, ইউটিউব চায়নাতেও বন্ধ। এছাড়াও থাইল্যান্ড, রাশিয়া, ব্রাজিল সহ আরো অনেক দেশেই বিভিন্ন সময় ইউটিউব বন্ধ করেছিল আপত্তিকর ভিডিও থাকার কারণে। এবং অনেক সময় ইউটিউব বাধ্য হয়েছে সেইসব ভিডিও সরাতে। ইউটিউব থেকে আপত্তিকর ভিডিও সরানোর জন্য সবচেয়ে বেশি অনুরোধ এসেছে খোদ আমেরিকা থেকেই। আরো বিস্তারিত জানতে ভিজিট করুনঃ Click This Link
আমরা চাই ইউটিউব দেখতে, কিন্তু কথা হচ্ছে দেশের মান ইজ্জত বিসর্জন দিয়েই, নাকি সেটা রেখে? আমরা কি পারিনা ইউটিউবকে বুঝিয়ে দিতে যে আমাদের ছাড়া তোমাদের চলবেনা, সুতরাং আমাদের আইন-কানুন, রীতি-নীতি, কালচারকে তোমাদের সম্মান দিয়ে ব্যবসা করতে হবে!
২| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
সাদাকালোরঙিন বলেছেন: আবাল সরকারের আবাল কাজকর্ম। ইউটিউব পুরোপুরি বন্ধও করতে পারেনি। সেই যোগ্যতা ও দক্ষতাও নেই। মাঝখান থেকে আমজনতার হয়রানি। ইউটিউব বন্ধ ভালো কথা, সাথে সাথে গুগল ট্রান্সলেটরের মতো প্রয়োজনীয় সাইট গুলোতে ঢুকতেও প্রবলেম হচ্ছে। গুগলকে যদি শিক্ষাই দিতে চান তবে আগে গুগলের বিকল্প তৈরী করার যোগ্যতা অর্জন করুন।
৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
ভবঘুরে তানিম বলেছেন: ভেজাল* বলেছেন: একটু সময় নিচ্ছে আর কি! আজ হোক, কাল হোক খুলবেই। আমার অবাক লাগে যে, youtube বন্ধ করে রেখেছে সরকার অথচ লাখ লাখ পর্ণো সাইট অবাধে খোলা যায় আমাদের দেশে।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮
ভেজাল* বলেছেন: একটু সময় নিচ্ছে আর কি! আজ হোক, কাল হোক খুলবেই। আমার অবাক লাগে যে, youtube বন্ধ করে রেখেছে সরকার অথচ লাখ লাখ পর্ণো সাইট অবাধে খোলা যায় আমাদের দেশে।