নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমরা ব্লগ আমার বিশ্ব

শিরোনামহীন

tarek.enamul

আমি ঘরের হইনি বাহির আমায় টানে

tarek.enamul › বিস্তারিত পোস্টঃ

আহলে সুন্নাত ওয়াল জামায়াতকে নিয়ে শাহবাগি মিডিয়ার অতি উৎসাহের কারণ

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৭

গতকাল বিকেল থেকে শাহবাগি পেজগুলোতে চট্টগ্রামের একটি মহাসমাবেশের ছবি দেখলাম। আজকের শাহবাগি পত্র পত্রিকায় ও দেখলাম বেশ ফলাও করে ছাপা হয়েছে নিউজটি, বলা হয়েছে লাখো মানুষের সমাগম হয়েছে, নজিবুল বাশার মাইজ ভান্ডারী সহ অনেক ওলামা মাশায়েখ ছিলেন ওখানে! সমাবেশটি করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত নামের একটি সংগঠন। ইসলাম বিরোধী আওয়ামি সরকার এবং মিডিয়া সব সময়ই অমুসলিম এবং ভন্ডদের সহযোগিতা করে আসছে। মাইজভান্ডারি, রাজারবাগি পীর, দেওয়ানবাগি, কাদিয়ানি এর পর এবার আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে এসেছে সিনে। আগের চারটি সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেও এই নতুন চিজটি সম্পর্কে তেমন ধারণা ছিলনা আমার। সুতরাং, আজকে অফিসে আসার পথে গাড়িতে বসে শুরু করলাম গুগলিং। অতঃপর বুঝতে পারলাম মুসলিম বিরোধি সরকার, শাহবাগি পেজ, পত্রিকাগুলা কেন এত উৎসাহী।



আসুন তাহলে যেনে নেই আহলে সুন্নাত ওয়াল জামাত সম্পর্কে। আহলে সুন্নাত ওয়াল জামাত এর জন্ম ইন্ডিয়াতে, প্রতিষ্ঠাতা হলেন আহমেড রেজা খান, কিন্তু এরা পাকিস্তানে বেশ সক্রিয় এবং সেখান থেকেই নীতি নির্ধারণ হয়। এদের সাথে আরো ইসলামের সাথে মিল আছে এমন দুইটি বিধর্মী সংগঠন (ইসমাইলিয়া, আহমাদিয়া ধর্মাবলম্বি) এর আঁতাত আছে। এরা একটি মাজার পুজারি গোষ্ঠী এবং শিরনি, মিলাদ, বিরিয়ানি, হালুয়া, রুটি এসবকেই মুসলমানদের আসল কাজ মনে করে এবং বিশ্বাস করে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য কেউ বেহেস্তে যাবেনা।



নিচে এদের কিছু বিশ্বাস এবং রীতি এর লিস্ট দেয়া হলঃ

• মিলাদ, কেয়াম, সালাম, দুরূদ, ইয়া রাসুলুল্লাহ স. বলে ডাকা জায়েজ, বরকত ও সাওয়াবের কাজ, মাহফিলে নবীপাক স. এর রূহ মুবারক আসা সম্ভব।

• নবী, ওলি-আউলিয়া, মা-বাবা ও মৃত ব্যক্তিদের প্রতি (তারিখ ধার্য করে বা না করে) সাওয়াব রেসানী (ইসালে সাওয়াব) করা জায়েজ, বরকত ও সাওয়াবের কাজ ।

• নবী আওলিয়া কেরামগণ জিন্দা। তাঁদের অসিলা দিয়া দোয়া চাওয়া, শির্নী, খাদ্য বিতরণ করা নেক ও সাওয়াবের কাজ।

• কবরের উপর গম্বুজ করা, কবরের দিকে হাত উঠিয়ে মোনাজাত করা, কবরে কাঁচা ডাল পোতা জায়েজ ও নেক কাজ।

• কোন ওলির মাজার জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ ও নেক কাজ।

• শবে বরাতে হালুয়া, রুটি বা খিঁচুরী বিতরণ করা, কবরস্থান জিয়ারত করা জায়েজ ও নেক কাজ। খাদ্য বিতরণ করলে সাওয়াব হয়।

• লাশের জন্য খাস করিয়া সাওয়াব বখশীস করা, কুলখানি ও কোরআন পাঠ করা জায়েজ, নেক কাজ।

• আযান শেষে দোয়া পড়া ও হাত উঠিয়ে মোনাজাত করা জায়েজ ও নেক কাজ।

• বাপ,মা, এলমে জাহের, বাতেন জ্ঞানের অধিকারী পীর মরশেদের কদমবুসী সম্মানে দাঁড়ানো জায়েজ ও নেক কাজ।

• আখেরি জোহর নামাজ বা এহতিয়াতুজ জোহর না পড়িলে গোনাহ হইবে।

• মসজিদ বা অন্য স্থানে আল্লাহর জিকির, হালকায়ে জিকির করা, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টির জন্য মুরাকাবা করা জায়েজ।



সূত্রঃ

১। http://en.wikipedia.org/wiki/Barelvi

২। Click This Link

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৮

অডি বলেছেন: হেফাজতে ইসলাম হল মূলত শরীয়তের কিছু আলেম-ওলামা।

মাইজভান্ডারী'রা হল শরীয়ত ছাড়াই তরীকত তথা মারেফত এর চর্চাকারী। তারা শরীয়ত থোরাই কেয়ার করে।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

:|| :|| :||

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:০৬

দিশার বলেছেন: :D সত্য ধর্মের কত রূপ আর দেখব রে ভাই, সত্যি কোনটা কেও জানাবেন ?

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৭

জাতির চাচা বলেছেন: ধর্ম সঠিক যায়গায়ই আছে।কিছু প্রতারক আর দালালের জঙয় ধর্মের কিছুই হবেনা।
ভান্দারীরা শাহবাগীদের পক্ষে নামবে এটাই স্বাভাবিক

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮

সবখানে সবাই আছে বলেছেন: চরমোনাই পীর তো হেফাজত আর ১৮ দলের শরিক। তো পীর তন্ত্র তো হেফাজতের মধ্যেও আছে। কওমো মাদ্রাসা চলে দেওবন্দের কথা অনুসারে যারা মনে করে রাম একজন নবী। কোথায় যাবেন আপনি????

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩২

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: নাস্তিক আর বিধর্মি বাদ দেন। আগে জাহান্নামে যাবে মুর্খ মুসলমানের দল, যারা নিজেরা মন গড়া ধর্ম পালন করে আর করায়।
যারা ইসলামের অপপ্রচার করে, ইসলাম বহির্বুত ফতওয়া দেয় কুরআন হাদিস এর ভুল বর্ননা করে।
আর ঐ সব আলেম সমাজ তারা কীটপতঙ্গের চেয়েও নিকৃষ্ট, কারণ তারা ইসলামের ভুল ব্যক্ষ্যা করে মানুষ কে পথভ্রষ্ট করে।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত আমার জানা মতে এই দলটি মানুষ কে ইসলামের নামে পথভ্রষ্ট করে। ভণ্ডামি আর গাঁজাখুড়ির আস্থানা।

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

2013 বলেছেন: আপনারা আল্লাহকে স্বাক্ষী রেখে বলতে পারবেন আপনি মুসলমান? যে ভাল মানুষ সে ভাল মানুষ চিনতে পারে। মুসলমানও ঠিক তেমনি। অন্যের ভূল না ধরে নিজের ভূল ধরেন। আল্লাহর কাছে ক্ষমা চান। যদি দয়া করে ক্ষমা করেন।

৮| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৩

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: সবখানে সবাই আছে বলেছেন: চরমোনাই পীর তো হেফাজত আর ১৮ দলের শরিক। তো পীর তন্ত্র তো হেফাজতের মধ্যেও আছে। কওমো মাদ্রাসা চলে দেওবন্দের কথা অনুসারে যারা মনে করে রাম একজন নবী। কোথায় যাবেন আপনি???

সবখানে সবাই আছেঃ দেখেন আপনি কতো বড় কথা বল্লেন, হতেপাড়ে এটা আপনার মুর্খতা। এই কথাগুলা মুর্খ আর কুশিক্ষায় শিক্ষিতের মুখে মানায়।
আপনার কাছে কি কুনো প্রমান আছে দেওবন্দিরা রাম কে নবী মনে করে???

৯| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯

ইন্দ্রজাল বলেছেন: সুফী মিজান ও কাদিয়ানী নিয়ে লিংক্টা দেখুন , সব পরিস্কার হয়ে যাবে।

ইহারা কিরুপ ইসলাম
Click This Link

১০| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

ইন্দ্রজাল বলেছেন: সুফি সাহাবের এনাদের ভাল ধরনের ফাঊন্ডার ও গুরু

১১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৫

ইন্দ্রজাল বলেছেন: ১ আমাদের মুখ অপবিত্র, তাই মাজারের কবরের আউলিয়াএ কে মিডীয়া ধরে আল্লাহর কাছে চাইতে হবে
২ রাস্তার মোড়ে মোড়ে সপ্নে প্রাপ্ত মাজার বসিয়ে তাদের পেট চলে,
৩ ওরস, মান্নতের নামে মোশ জবাই এর উতসবে এরা পারদর্শি, এতে প্রচুর পরিমান হিন্দু ধর্মাবলম্বীরাও যোগ দেয়
৪। হিন্দু দের ন্যায় এক এক চাহিদা পুরনের জন্য এক এক বাবার মাজার
- পরালেখার জন্য মিস্কিন শাহ্রর মাজার (চট্টগ্রাম ও মহসিন কলেজের পাশে)
- চিকিৎসার জন্য বদনা শাহ (চট্টগ্রাম মেডীকেলের পাশে)
- সন্তানের জন্য নেংটা ফকিরের মাজার
[-টাকা পয়সার জন্য গরীব উল্লাহ শাহ র মাজার
৫ মাজারে এরা সেজদা করে প্রায় সময়,
৬ আজানের সাথে এক্সট্রা শব্দ ইউজ করে
৭ আমাদের নবী (সাঃ ) কে নুরের তৈরি মনে করে
৮ মেরাজ কে শারীরিক মনে না করে রুহানী মনে করে
৯ মোহাম্মদ (সাঃ ) এর জন্মদিন পালনের ন্যায় হিন্দুদের জমাস্টমীর মত রেলী করে
১০ তাবলীগ জামাত কে সব সময় হেয় করে
১২ কওমী মাদ্রাসা কে ওহাবি বলে
১৩। ব্রীটিশ এর খন্ডীত ইসলামী শিক্ষার মাধ্যমে এদের জন্ম
১৪ হাট হাজারি মাদ্রাসা হতে কোরান ও হাদিসের চরম অবমাননার (এই ব্যপারে আলাদা পোস্টই হতে পারে, কেউ থাকলে দিয়েন)জন্য বহিস্কৃত তথাকথিত শেরে বাঙলা মাওলানা এদের এখান কার আদর্শ
১৫। এই ধারার সাথে একাত্ববোধ করে বেশির ভাগ লোকই আওয়ামী লীগ সম্ররথক,
১৬। চট্টগ্রামের কেন্দদ্রীইয় ছাত্রলীগে এদের ভাব ধারার লোকের সংখ্যায় বেশি
১৭। এদের রাজনৈতিক বেনার ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, প্রতীক মোম্বাতি (মাজারে মোম্বাতি দেয়ার ব্যবসা হতে হয়ত তারা এই প্রতীক নিছে)

১৮ গান-বাজনা,ছেমার মাধ্যমে এবাদত, রাত বিরাতে মানুসের ঘুম নস্ট করা চট্টগ্রামের মানুষ ভালই জানে

১৯, মাদানী কাফেলা(স্থানীয় ভাবে মুনিরীয়া যুব তাবলীগ নামে পরিচিত) নামে পরিচিত (মাদাণী টিভি ও সবুজ পাগড়ী ওয়ালা) এদের সাথে আকিদা গত বিশাল মিল থাকলেও ঝামেলা আছে "গাউসুল আজম " নিয়ে। এদের গাউসুল আজম মাইজভান্ডারী, মুনিরিয়া দের গাউসুল আজম তফাজ্জল আহম্মদ মুনিরি (এ নিয়ে এদের গত কয়েক বছর আগে বিশাল মারা মার হয়েছিল)। ্যদিও সত্যিকার অর্থে গাউসুল আজম পদবী শব্দটা আল্লাহতাআলা ছাড়া কারো জন্য খাটানো , আল্লাহর শানে শিরকের সমতুল্য,

১২| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২

ইকবাল১৫০২ বলেছেন: ভাই আপনি কোন দিকে যাবেন?
- পাল্লায় ভোট না দিলে দোজখে যাবেন
- জামাত-ইসলামীও তাবলিগকে পছন্দ করে না
- কওমীরা মনে করে তারাই ঠিক কাজটি করছে
- বিএনপি মনে করে গণতন্ত্র আর ইসলাম তারাই ধরে রেখেছে
তো আপনি কোন দিকে যাবেন। পদে পদে আমাকে শিকল পরানো হচ্ছে। সেক্ষেত্রে দুটো সুত্র হতে পারে:
১। আল্লাহ রসুলই ভাল জানেন
২। যে দল জিতবে তারাই সঠিক
=p~ =p~

১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

মোরশেদুল আজাদ পলাশ বলেছেন: নবী-রাসূল বিদ্বেষীদের মুখে জুতার বাড়ি।

‘‘নবীগন মাছুম নহেন। সকল নবী গুনাহ করেছেন।’’ আবুল আলা মওদুদী...নাউযুবিল্লাহ...জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা।

‘‘নবী হযরত মুহাম্মদ (সঃ) আমাদের বড় ভাইয়ের মতো, উনাকে বড় ভাইয়ের মতো সম্মান কর, এর বেশী নয়’’
‘‘নবীর মর্যাদা উম্মতের মধ্যে গ্রামের চৌধুরী ও জমিদারের মতো’’...হেফাজতে ইসলামের চেয়ারম্যান...আহমদ শফী...নাউযুবিল্লাহ।

১৪| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০২

মোহাম্মদ আলমগীর খান বলেছেন: মোরশেদুল আজাদ পলাশ বলেছেন:
(১) নবী-রাসূল বিদ্বেষীদের মুখে জুতার বাড়ি।

‘‘নবীগন মাছুম নহেন। সকল নবী গুনাহ করেছেন।’’ আবুল আলা মওদুদী...নাউযুবিল্লাহ...জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা।

(২)‘‘নবী হযরত মুহাম্মদ (সঃ) আমাদের বড় ভাইয়ের মতো, উনাকে বড় ভাইয়ের মতো সম্মান কর, এর বেশী নয়’’
‘‘নবীর মর্যাদা উম্মতের মধ্যে গ্রামের চৌধুরী ও জমিদারের মতো’’...হেফাজতে ইসলামের চেয়ারম্যান...আহমদ শফী...নাউযুবিল্লাহ।


১) নম্বর টা ঠিক আছে মানলাম, আবুল আলা মওদুদী এ কথা বলেছেন তার বহু প্রমান আছে।

২) নম্বর টা কুঁথায় পেলেন ভাই একটু জানালে উপকৃত হবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.