![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বর্তমানে ডিজিটাল যুগের কিছু মেয়েদের সভাব কুকুরের মত হয়ে গেছে, আল্লাহ তা'আলা কুকুর কে লেজ দিয়েছে তার লজ্জা স্থান ঢেকে রাখার জন্য কিন্তু কুকুর লেজ দিয়ে তার লজ্জা স্থান না ঢেকে লেজ কে উচু করে রেখে অন্য কুকুর কে তার প্রতি আকৃষ্ট করে ।
তেমনি আল্লাহ তা'আলা মেয়েদের উপর পর্দার বিধান নাযিল করেছেন, কিন্তু ডিজিটাল যুগের কিছু নির্লজ্জা মেয়ে সেই পর্দার বিধান কে অমান্য করে ছেলেদের কে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য সর্ট ফিটিং জামা পড়ে রাস্তায় বের হয়, কিছু দিন পর ধর্ষনের শিকার হয়ে আঙ্গুল তুলে প্রশাসনের উপর, আমি বলবোঃ প্রশাসন কি সারা দিন পিছু পিছু ঘুরে আপনার দেহরক্ষা করবে? আপনার দেহের রক্ষা আপনার নিজেরই করতে হবে, আর সেটা পর্দার দ্বারাই সম্ভবপর হবে ।
মিষ্টি যদি খোলা মেলায় রাখেন তাহলে মিষ্টির উপর মাছি বসবেই, তখন আপনি যদি মাছি তারান তাহলে সেটা বোকামি হবে, বরং ওই সময় আপনার কর্তব্য হলো মিষ্টি গুলো ঢেকে রাখা তবেই মাছি গুলোকে বিতারিত করা সম্ভবপর হবে । সুতরাং ধর্ষিত হতে না চাইলে এখন থেকেই পর্দা করুন, পর্দা করা নারীর উপর ফরজ ।।
২| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫২
প্রামানিক বলেছেন: পুরুষ মহিলা সবাই লজ্জাস্থান হেফাজত করেন তাহলেই আর সমস্যা হবে না। ধন্যবাদ
৩| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০১
মোফিয বলেছেন: ডিজিটাল বোরখার কথা একটু বলেন ;
বুকের সাইজ - ভাজ, পশ্চাতদেশের সাইজ -ভাজ সবই বুঝা যায় কিন্তু নামে বোরখা
একসময় বোরখা সত্যই পরদা বিধান করত। বর্তমান সময়ে বোরখা এবং পর্দাকে এক করা যাবেনা কোন ভাবেই
বোরখা এখন ফ্যাসন
ওয়েষ্টার্ন পোষাকেও পর্দা বিধান করা যায়
৪| ১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৫| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
তারেক জামিল বলেছেন: #প্রামানিক মেয়েরা পর্দা করলেই ছেলেদের লজ্জা স্থান হেফাজত হবে ।
৬| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
তারেক জামিল বলেছেন: ধন্যবাদ মামুন তালুকদার
৭| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
প্রামানিক বলেছেন: তারেক জামিল মেয়েরা পর্দা করল ছেলেরা যদি মেয়েদের উৎপাৎ করে তাহলে পর্দা করেও লাভ হবে না।
৮| ১৩ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬
আলী আকবার লিটন বলেছেন: অল্প কথায় সুন্দর কথা বলে ফেললেন । লেখকের প্রতি রইল শুভ কামনা ।
৯| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৪
তারেক জামিল বলেছেন: #প্রামানিক পর্দা করে লাভ আছে নাকি লস এটা দিয়ে কি করবেন, সর্ব প্রথম এটা মনে রাখবেন যে পর্দা করা ফরজ, লাভ লস হলো এর পরের বিষয় । যে পর্দা করবে তাকে আল্লাহই হেফাজত করবেন । আমি এখন পর্যন্ত একজন পর্দাশিল মেয়ে কে ইভটিজিং বা ধর্ষনের শিকার হতে দেখিনি এবং কি শুনিওনি ।
১০| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:০৮
তারেক জামিল বলেছেন: #আলী আকবার লিটন ধন্যবাদ ভাই , দোয়া করবেন ভাই আল্লাহ যেন আরো ভালো কিছু লিখার তাওফিক দান করেন ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৫
মামুন তালুকদার বলেছেন: প্রথম ২ লাইন ৫০০% সত্য। খুব ভাল পোষ্ট।