নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের সৈনিক

তারেক জামিল

তারেক জামিল › বিস্তারিত পোস্টঃ

নাস্তিকদের সংগ ত্যাগ করুন , না হলে নিজেই নাস্তিক বনে যাবেন ।।

১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:১১

শুনেছি ব্লগার নিলয় হত্যার আশামি দের এখন পর্যন্ত খুজে পাওয়া যায়নি, কিন্তু কতিপয় দুষ্টমনা মানুষগুলো এখনও হুযুরদের উপরেই আঙ্গুল তুলে রয়েছে ।
আরে ভাই দুনিয়াতে আপনারা যেই অপকর্ম আন্জাম দিচ্ছেন এর কারনে কবেই কেয়ামত সংঘঠিত হয়ে যাওয়ার কথা ছিল যদি না হুযুররা রাতের আধাঁরে নামাজ পড়ে আল্লাহর দুয়াড়ে চোখের পানি ঝরাতেন , যদি না হুযুর রা মসজিদে বসে সকাল সন্ধা জিকির করতেন , যদি না হুযুর রা প্রতি ওয়াক্ত নামাজের পর এই দেশ এবং দেশবাশির জন্য দোয়া করতেন ।
একটা নাস্তিক মরায় যা কিছু হচ্ছে একজন আস্তিক মারা গেলে হয়তো এতো কিছু হতো না , ওইদিন ব্লগে এক দুষ্টমনার লেখা পড়লাম লেখাটা এমন ছিলঃ একজন মানুষ কখন নাস্তিক হয় জানেন যখন সে তার প্রশ্নের জবাব পায় না, আর তার প্রশ্নগুলো ছিলো হুযুরদের কাছে- আমি বলবোঃ আপনার প্রশ্ন যখন হুযুরদের কাছে তাহলে আপনি হুযুরদের সংস্পর্শে না গিয়ে ঘরের কোনায় বসে কাপুরুষের মত কিবোর্ড নিয়ে গুতাগুতি করেন কেন? ওই নাস্তিক মার্কা ব্লগে আপনি হুযুর পাবেন কোথায়? আবার বলে ইসলাম নাকি শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না, আপনি ইসলামের ছায়া তলেই আসলেনই না আবার বলছেন ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না , কয়েকদিন ইসলামিক জীবন যাপন করুন তার পর দেখুন ইসলাম শান্তি প্রতিষ্ঠিত করতে পারে কি না , আর যদি ইসলামিক জীবন যাপন করতে না পারেন তাহলে চুপ থাকাই আপনার জন্য মঙ্গল হবে ।।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩০

অবিবাহিত ছেলে বলেছেন: সরল ও সত্য কথা বলেছেন । বন্ধু নির্বাচনে বোকামী করা ঠিক না ।

২| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০

তারেক জামিল বলেছেন: #অবিবাহিত ছেলে - ধন্যবাদ ভাই ।

৩| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩২

হতভাগা রাজু বলেছেন: ব্যঙ কূয়োর ভিতরে থেকে গান গেলেই যদি বৃষ্টি হতো ,তবে আজিবন বর্ষাকালই থাকতো ।নাস্তিকেরা চায় গুজুর গুজুর করেই দেশে নাস্তিকতা কায়েম করে শান্তি ফিরিয়ে আনতে ।হাস্যকর

৪| ১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৫০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ১০০% সহমত !

১৪ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯

তারেক জামিল বলেছেন: #হতভাগা রাজু -ঠিক বলেছেন ভাই ।

৫| ১৪ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২০

তারেক জামিল বলেছেন: #মুহাম্মদ জহিরুল
ইসলাম -ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.