![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
__"হাফেয জিয়া মুকাদ্দাসী 'মুখতারাহ্' গ্রন্থে হযরত আলী (রাঃ)- এর রেওয়ায়েতে বর্ণনা করেছেন যে,
রসূলুল্লাহ্ (সাঃ) বলেনঃ- যে ব্যক্তি জুমআর দিন সূরা কাহফ পাঠ করবে, সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেত্না থেকে মুক্ত থাকবে।
যদি দাজ্জাল বের হয়, তবে তার ফেত্না থেকেও মুক্ত থাকবে।
__"মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসায়ী ও মুসনাদে আহমদে হযরত আবুদ্দারদা (রাঃ) থেকে বর্ণিত আছে যে,
যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করে, সে দাজ্জালের ফেত্না থেকে নিরাপদ থাকবে ।
__"মুসনাদে আহমদে হযরত সাহল ইবনে মুআযের রেওয়ায়েতে আছে যে,
রসূলুল্লাহ্ (সাঃ) বলেনঃ- যে ব্যক্তি সূরা কাহফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করে, তার জন্যে তার পা থেকে মাথা পর্যন্ত একটি নূর হয়ে যায় এবং যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করে, তার জন্যে যমীন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যাবে।
*আল্লাহ তা'আলা আমাদের সবাইকে দ্বীনের সহিহ্ বুঝ দান করুন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১১
তাশফিয়া নওরিন বলেছেন: JajhakAllah