নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খড়ম

তারেক

খড়ম

তারেক › বিস্তারিত পোস্টঃ

ল্যাব এইড হাসপাতালের অবস্থা দেখুন। এই যদি হয় চিকিৎসার অবস্থা!!!

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৩৮

Click This Link ল্যাব এইড হাসপাতালের অবস্থা]

আশা করবো আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর বাসায় টেলিভিশন আছে এইসব রিপোর্ট দেখার জন্য। আশা করবো আমরা সরকারের কাছ থেকে এর স্থায়ী সমাধান পাব, দায়িত্বের বাইরে তো কিছু চাওয়া হচ্ছে না। আর যদি তা না হয় তাহলে ধরে নিতে হবে সবই টেবিলের তলের 'টাকার খেলা'। smile emoticon

টাকার বিনিময়েও সেবা না দিয়ে রোগীদের ঘুরিয়ে মারার কারখানা Labaid Hospital Pvt. Ltd.

এই মার্কামারা হাসপাতালের বিরুদ্ধে এই অভিযোগ নতুন কিছু না, প্রতি বছর অনেক রোগীকেই এইভাবে মারা হয়

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৮:৪৫

সুমন কর বলেছেন: X( X( X( X( X( X( X( X(

এসব দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। এরা ব্যবসা ছাড়া কিছু করে না। প্রতি বছর প্রায় ৩/৪টি এধরনের ঘটনা ঘটে - তবুও সবকার নীবর।

ল্যাব এইড বন্ধ করে না কেন ????

২| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:০৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ব্যবসার ও লোভের কাছে মানবতা ও মানুষের জীবন আজ বিপন্ন।

৩| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:১৪

বাঘ মামা বলেছেন: আমাদের দেশের মানুষের জীবনে চাকচিক্য বিলাষিতা এমন পর্যায়ে চলে গেছে যে তারা অসুখ বিসুখ নিয়েও আজকলার বিলাীিতা করে।একটা মানুষ অসুস্থ্য, তাকে কোথায় নিয়ে চিকিৎসা করালে মান সন্মান থাকবে সেটা নিয়ে যখন মানুষ চিন্তিত এমন বোধের মানুষদের জন্য ল্যাব এইড অভিশাপ নয় আমি বলবো আশির্বাদ।

২০০৩ সালেও গ্রীনরোডের দিকে মুখ করা বিল্ডিংএর একটা কোনায় এই ল্যাব এইড বিদেশ যাত্রীদের মেডিক্যাল চেকাপ করাতো।মোজাম্মেল সাহেব নামের একজন ব্যাক্তি ছিলো যিনি ছিলেন এই মেডিক্যালের দারোয়ান থেকে ডাক্তার ম্যানজার মালিক সব কিছু সে একাই দেখতো।মোজাম্মেল সাহেবকে সন্ধ্যা হলে ফকিরাপুর শ্রম রপ্তানি অফিস গুলোতে বসে থাকতে দেখা যেত ঘন্টার পর ঘন্টা।সেই ক্লিনিক হুট করে আলাদিনের প্রদিপী নিয়ে রাস্তার উপর ব্রিজ বানিয়ে এপার ওপার একাকার কারে ফেলেছে।

ওরা হসপিটাল করার পর সৌভাগ্য বশত ঢাকাস্থ সৌদি দূতাবাসের এক আরাবিয়ান কন্স্যুলার অসুস্থ্য হয়ে তড়িঘড়ি করে সেখানে নিয়ে যাওয়া হয়,এবং তিনি সুস্থ্য হয়ে উঠেন, ল্যাব এইড কর্তৃপক্ষ সেই ব্যক্তির ভিডিও বিজ্ঞাপণে ছেড়ে দেন, অথবা সেই এরাবিয়ানকে টাকা দিয়ে পুনরায় রেকর্ড করেও থাকতে পারেন,এই দৃশ্য দেখে ল্যাবএইড রাতারাতি ঘুরে দাড়ান।আমার দেশের মানুষ নিজের বিবেক দিয়ে চিন্তা করতে পারেনা। অন্যের বিবেক বুদ্ধি দিয়ে তারা চলে,কোনো ডাক্তারের নামের চেয়ে তার ডিগ্রী বেশি না হলে তার কাছে যায়না,শুধু এফসিপিএস লেখা দেখলে তাদের মন ভরেনা,পাশে পার্ট ওয়ান বা পার্ট টু দেখলে বলে এবার মজবুত হইসে ডিগ্রী।এমডি দেখলে ভাবে এটা ডিগ্রী না,মনে হয় নামের আগের মোহাম্মদ ভুলে পিছনে লাগিয়ে ফেলেছে। এমন মানুষ গুলো ল্যবাএইডের গিয়ে জীবন হারান কিংবা অর্থ। যাদের কাছে জ্ঞানের চেয়ে আত্মসন্মান বড়।

আমার বন্ধু তারেক,সলিমুল্ল্যাহ থেকে বেড়িয়ে জীবনে আর কোনো ডিগ্রী সে নেয়নি,এখনো সে দেশের গভীরে গ্রামের সেই মানুষ গুলোকে সেবা দিয়ে আসছে অনেক বছর ধরে,ডিগ্রী ঢাকা শহর এসবে সে ভুলেও পা দেননা,এত সময় দিয়ে এত সুন্দর করে সে মানুসের সমস্যা গুলো শুনে চিকিৎসা দেয় যে রোগ গুলো বড় হয়ে যেন শহরের কুমিরের পেটে না যায়,এটা তার কথা- দোস্ত তোদের হাত থেকে বাঁচানোর জন্য এখানের মানুষ গুলো নরম কোমল হাত ধরে রাত দিন বসে থাকি, ।


মানুষ বাঁচাতে আর সাজাতে দুটো জিনিস দরকার সে হলো চিকিৎসা আর আইন,এই দেশে এই দুটোই আজ বেঁচে নেই।



৪| ৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৪৪

আহসানের ব্লগ বলেছেন: :(

৫| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৯

রিপন বর্মণ বলেছেন: Valo laglo. Deser sob hospital er ek e obosota. Sodo takar khela.

৬| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৩

সোহানী বলেছেন: আমার দু'জন আত্মীয় দীর্ঘদিন আইসিউতে রাখার পর মারা যান বা বলা যায় মরার পর আইসিউতে থেকে বের করা হয়........ তারউপর সব টাকা পরিশোধের পরই লাশ ছাড়া হয়............. কি বিচিত্র জন সেবা.....

৭| ০১ লা এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩০

রাতুলবিডি৪ বলেছেন: বাঘ মামা বলেছেন: মানুষ বাঁচাতে আর সাজাতে দুটো জিনিস দরকার সে হলো চিকিৎসা আর আইন,এই দেশে এই দুটোই আজ বেঁচে নেই।

৮| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৫

বিজন রয় বলেছেন: ঈদ মোবারক।
আপনার এবং আপনার পরিবারের সবাইকে ঈদের শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.