নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

২০১৭ সালের ব্যক্তিগত প্রাপ্তি

০১ লা জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪০


দেখতে দেখতে আরো একটা বছর পার হয়ে গেলে। জীবন থেকে এক বছর আয়ু কমে গেল। এভাবেই আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাবো। সবাই বলে আমাদের বয়স বাড়ছে আসলে বয়স কমছে।এভাবে একটি বছর একটি মাস একটি দিন একটি ঘন্টা একটি মূহুর্ত হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে।

২০১৭ সাল ছিল নানা ঘটনা বহুল। এ বছর আমার জীবনে একটি প্রাপ্তি যোগ হয়েছে। এ বছর আমি ছেলের বাবা হয়েছি। আমার ছেলের নাম সৈয়দ তওসিফ মাহমুদ।ওর বয়স মাত্র ২ মাস পুর্ণ হল। এখনি আমাকে দেখলে মিষ্টি করে হাসে। বাবা হওয়া সত্যি পরম আনন্দের বিষয়। আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকালে জীবনের সব না পাওয়ার ব্যথাগুলো ভুলে যাই । মনে হয় জীবন অনেক সুন্দর। কিছুদিন আগে যে আমি আমার বাবার কাছে বায়না করতাম এটা কিনে দাও ওটা কিনে দাও, আজ আমার মেয়ে আমার কাছে বায়না করছে চকলেট কিনে দাও চিপস কিনে দাও। ছেলেমেয়ে যখন বিরক্ত করে তখন মনে হয় আমার বাবা মা আমি কতই না জ্বালিয়েছি আর ওনারা বিরক্ত না হয়ে সব হাসি মুখে মেনে নিয়েছেন ।

জীবন চলার পথে সবার জীবনে কিছু না কিছু ব্যর্থতা থাকেই, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনের পথ চলতে হয় । ২০১৭ সবার সব অপ্রাপ্তি গুলো সাফল্য হয়ে ধরা দিক সবার জীবনে, ২০১৮ সালের এটাই হোক প্রত্যাশা।

বিদায় ২০১৭, বিদায়।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩

খায়রুল আহসান বলেছেন: অল্প কথায় সুন্দর লিখেছেন। ছেলের পিতা হওয়ায় আন্তরিক অভিনন্দন!
লেখা পড়েই বুঝতে পারছি, আপনার একটি মেয়েও আছে- সুতরাং, সুখী পরিবার। নতুন বছরটাও আপনাদের পরিবারে সুখ সমৃদ্ধি আরো বৃ্দ্ধি করুক, এই কামনা করছি।
ছেলের নামটাও ভারী সুন্দর হয়েছে, মা শা আল্লাহ!

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, হুম আমার একটি মেয়েও আছে, ওর নাম সৈয়দা নাবিহা মাহমুদ, ওকে নিয়ে অনেক অনুভুতি জমে আছে, কিন্তু নিরাপদ ব্লগার না হয়ে সেগুলি লিখবো না, আমার লেখা যদি কেউ না পড়ে তবে লিখে লাভ কি? আপনাকে জানাই শুভ নববর্ষ, ভাল থাকুন সবসময়।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৮

আটলান্টিক বলেছেন: অভিনন্দন আপনাকে সাথে নতুন বছরের শুভেচ্ছা

০৩ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০২

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে ধন্যবাদ, হ্যাপি নিউ ইয়ার, আশাকরি অন্য পোষ্টগুলোও পড়বেন।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:১৯

মরুচারী বেদুঈন বলেছেন: ভাই দোয়া করিয়েন কয়েক বছরের মধ্যে বাবা হতে না পারলেও যেন জামাই হইতে পারি ;) ;)

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: নিশ্চয়ই দোয়া করি খুব তাড়াতাড়ি জামাই হোন, বিয়েতে দাওয়াত দিয়েন

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:২০

মরুচারী বেদুঈন বলেছেন: বেয়াদবি মাফ করবেন! :)

০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: না না সমস্যা নেই বেয়াদবি হবে কেন

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ২:৫৯

মরুচারী বেদুঈন বলেছেন: সত্য বলতে জীবনে একখানা প্রেমও জুটে নাই :( :(

০৬ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: বড়ই দুখের বিষিয়,প্রেম না জুটলেও অবশ্যই বিয়ে জুটবে,আবারো আমার পেজে এসে মন্তব্য করার জন্য ধন্যবাদ, আমার অন্য লেখাগুলো পড়ার অনুরোধ রইলো, বন্ধু তুই লোকাল বাস লেখাটা পড়ে দেখতে পারেন আশাকরি মজা পাবেন , আমি যেহেতু নিরাপদ ব্লগার নই, তাই আমার লেখা অনেকেরই চোখে পড়বে না।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:০৬

মোস্তফা সোহেল বলেছেন: আপনার ছেলে-মেয়ে দুজনের জন্য অনেক ভালবাসা রইল।

০৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য, দোয়া করবেন ওদের জন্য।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: নতুন বছরে ছেলে-মেয়ে নিয়ে সুখ-শান্তিতে থাকুন।

পরিবার পরিজনদের ভাল রাখুন।


শুভ কামনা।

ভাল লিখতে লিখতেই ১ম পাতায় চলে আসবেন।

০৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৪:২৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ, মাইদুল ভাই,আল্লাহর অশেষ মেহেরবানি, দেখা যাক প্রথম পাতায় আসতে পারি কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.