![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
এ বছর শীতের তীব্রতা খুবই বেশি। এই শীত কারো কারো আশির্বাদ আবার কারো কারো জন্য অভিশাপ।
শীত মানে পিঠা পায়েস খাওয়ার ধুম। শীত মানেই ঢাকার ফুটপাতে ধুমায়িত ভাপা পিঠা, চিতয় পিঠা। মনে করেন এই প্রচন্ড শীতের মধ্যে কাপতে কাপতে নাইট কোচে কোথাও বেড়াতে যাচ্ছেন। রাস্তায় কোন একটা হোটেলে গাড়ি থেমেছে আপনি গাড়ি থেকে নেমে হোটেলের বাইরে সিদ্ধ ডিম বিক্রেতার কাছ থেকে একটা ধুমায়িত গরম ডিম কিনে খেলেন তারপর এককাপ ফেনা তোলা গরম চা খেলেন। এখন বলেন এই সিদ্ধ ডিম এবং চায়ের সাথে পৃথিবীর অন্য কোন খাবারের তুলনা হবে?
শীত মানেই বেড়ানো, কক্সবাজার, সেন্টমার্টিন, সিলেট, বান্দরবন, কুয়াকাটা দেশের ভিতর এবং বাইরে আরো অনেক অনেক জায়গা।
শীত মানেই টাটকা শাক সবজী, আর মিষ্টি খেজুরের রস(এখন খেজুরের রস পাওয়া খুবই কঠিন) শীতকালে বাজারে গেলে মনটা ভরে যায়। কত রকম শব্জী, ফুলকপি, বাঁধাকপি, শিম,লাউ, মুলা,গাজর,টমেটো, ক্ষিরা, শালগম,লাউশাক, কলাই শাক,ভতুয়া শাক আরো কত কি?
শীতের দিনে ঘুমও দারুণ মজার বিষয়। লেপ বা কম্বলের ভিতর ঢ়ুকে গেলেই দারুণ একটা ঘুম,এক ঘুমে রাত পার।
এতো গেল শীত যাদের জন্য আশির্বাদ তাদের কথা। কিন্তু ওইসব অভাবি মানুষের কথা ভাবুন যাদের ঘরের বেড়ার ফাক দিয়ে বাতাস ঢুকে। যাদের শীতের কাপড় নেই ঘুমানোর জন্য কম্বল নেই তাদের জীবন কি দুর্বিষহ?
লোক দেখানো বা ছবি তোলার জন্য নয় আমাদের সবারই উচিৎ শীতকাল উপভোগের পাশাপাশি এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:২০
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সুজন ভাই এখন থেকে লিংক দিবো।
©somewhere in net ltd.
১|
১৫ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার লিখাটি পাঠে পুরানো দিনের কথা মনে পড়ে গেলো। বেশ কয় বছর শীতে দেশে থাকা হয়না। সামার ছোট্টিতে দেশে যাই শীতের এই পিঠা পায়েস মিস করি।
আপনি লিখে যাবেন। প্রথম পাতার চিন্তার মাথায় রেখে লিখবেন না। প্রথম পাতায় অাসবে, অবশ্যই। অাড্ডায় শুধু লিঙ্ক দিবেন।