নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ফাল্গুনী বইমেলার অভিজ্ঞতা

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৮

গতকাল বই মেলায় গিয়েছিলাম। অভিজ্ঞতা সবার মত আমারো একই রকম। যেহেতু পহেলা ফাল্গুনের বই মেলা তাই বইমেলা ছিল ফাগুনের রঙে রাঙানো। হলুদ শাড়ি পরিহিত সাজুগুজু করা ললনাদের হাসি দেখে মনে হচ্ছিল পৃথিবীটা বড়ই সুন্দর। এখানে কোন দু:খ নেই কষ্ট নেই,নেই রোগ শোক, পৃথিবীর সর্বত্রই মানুষের সুখের সাথে বসবাস। ছোট বড় সবাই মেতেছে ফাগুনের উৎসবে, শত দু:খ কষ্টের মাঝেও এমন সুন্দর একটি রঙিন দিন সাবারই কাম্য।

অনেকেই বলে থাকেন বাঙালী উৎসব প্রিয় জাতি, উপলক্ষ্য যাই হোক সেটা ঈদ,পুজা,পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, কিংবা ভ্যালেন্টাইন ডে কোন উৎসব পালন করতে ভুল করে না এদেশের মানুষ। আধুনিকতার ছোয়ায় উৎসব পালনের ধরণ বদলেছে এই প্রজম্মের উৎসব মানে সেল্ফি। কালকের বইমেলার বইকেনা মানুষের সংখ্যা ১০% হবে কিনা সন্দেহ। সবাই মেতেছে সেলফি উৎসবে। ছেলে বুড়ো কেউই বাদ নেই সেলফি তোলার প্রতিযোগীতায়। শিশু কর্নারটি শিশুদের কলকাকলিতে মুখরিত। শিশুদের হই হুল্লোড় লাফালাফি করার ব্যবস্থাও আছে এখানে। এবারের বই মেলায় আমার কাছে ডেকোরেশন এর দিক দিয়ে কথাপ্রকাশের স্টলকেই আকর্ষণীয় মনে হয়েছে।

আমি আসলে বইয়ের লেখক প্রকাশকদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত । আর কতদিন এভাবে বই বের করে বিশাল অংকের লসের বোঝা গুনবে? ইন্টারনেট প্রজন্মের কাছে ২০০-৫০০ টাকা খরচ করে একটা বই কেনার আশাকরা এখন দূরহ ব্যাপার। নাকি সবাই অনলাইন নির্ভর হয়ে উঠবে?তাই যদি হয় তবে বইমেলার কি হবে?

সবাইকে ফাল্গুনী ভালবাসা দিবসের শুভেচ্ছা।

মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
আমিও বইমেলার অভিজ্ঞতা নিয়ে একটা গল্প লিখেছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৪

তারেক_মাহমুদ বলেছেন: লিখুন ভাইয়া পড়ার অপেক্ষায় রইলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৫

তারেক ফাহিম বলেছেন: ইন্টারনেেটের যুগে বর্তমান প্রজন্ম ২০০-৩০০ টাকা খরচ করে বই পড়বে এটা দূরহ ব্যাপার।
মত প্রকাশ করছি।

ফাল্গুনি ভালোবাসা দিবস একসাথে শুভেচ্ছা অাপনিও জানবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৩০

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই তাই, শঙ্কা হয় বইমেলাটাই না হারিয়ে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ তারেক ফাহিম ভাই।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

মোস্তফা সোহেল বলেছেন: বই হাতে নিয়ে পড়ার মজা যারা বুঝেছে তারা নিশ্চয় বই কিনে পড়বেই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: এমনটা আশাকরি আমরা সবাই

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আমার কাছে এখনও হাতে বই নিয়ে পড়াটাই প্রাধান্য পায়।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩০

তারেক_মাহমুদ বলেছেন: কিছু মানুষ বই কিনে বলেইতো বর্তমান প্রজন্ম বইমেলায় গিয়ে সেল্ফি তুলতে পারে। মন্তব্যের জন্য ধন্যবাদ সম্রাট ভাইয়া।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৭

পার্থ তালুকদার বলেছেন: সবাই অনলাইন নির্ভর হয়ে যাবে - এ আশংকা অমুলক নয়।

বসন্তের শুভেচ্ছা জানবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩২

তারেক_মাহমুদ বলেছেন: সবই যুগের সাথে পরিবর্তনশীল। আপনাকেও বসন্ত ও ভালবাসা দিবসের শুভেচ্ছা পার্থ ভাইয়া।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৯

তানভীর তুর্য্য বলেছেন: বাংলা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ আমাদের এই মেলাগুলু। আমরা যদি বাংলা সংস্কৃতিকে ধার অরতে চাই তাহলে সচেতন হয়েই শুধু বইমেলা নয় সব ধরনের মেলাগুলুকে রক্ষা করতে হবে। ধন্যবাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১১

তারেক_মাহমুদ বলেছেন: সময়ের সাথে সাথে আমরা প্রযুক্তিকে গ্রহণ করতে চাই, পাশাপাশি টিকে থাকুক প্রাণের মেলা। ধন্যবাদ তূর্য ভাইয়া, অনেক ভালবাসা রইল আপনার জন্য।

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:১৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মেলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর বই মেলার আয়োজন করবে।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৫

তারেক_মাহমুদ বলেছেন: তাতো বটেই প্রতি বছরই ঐতিহ্য রক্ষার জন্য মেলার আয়োজন করা হবে কিন্তু বই বিক্রি নাহলে প্রকাশকরাতো প্রতি বছর লস দিতে চাইবে না। মন্তব্যের জন্য ধন্যবাদ শাহাদাৎ ভাই। ভালবাসা দিবসের শুভেচ্ছা।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২০

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার লেখাটি দেখে শ্রীকান্ত আচার্যের একটি কথা মনে পড়ল,ডিজিটালাইজেশনের যুগে গায়ক একদিন আক্ষেেপ করে নিজেদের ভবিষৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেদিন হয়ত উনি মজা করেই বলেছিলেন,কিন্তু এটা ছিল কঠোর বাস্তব।আজ আপনি সেটাই আর একবার তুলে ধরলেন।তবুও আমরা যন্ত্র সভ্যতার যুগে সামনে তাকাব, বাকিটা ভবিষৎ বলবে।ফাগুনের প্রেম দিবসে ফুলেল শুভেচ্ছা রইল।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৩০

তারেক_মাহমুদ বলেছেন: আহা ভাইয়া আমার মনের কথাটি বলেছেন, আমি সবসময় ভাবি সময়ের স্রোতে বই কি একদিন বিলুপ্ত হয়ে যাবে? অনেক ভালবাসা নিবেন পদাতিক চৌধুরী ভাইয়া।

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:২৮

সৈয়দ ইসলাম বলেছেন:


আগামীকাল যাব বইমেলায়। সাথে আমার বয়স্কা প্রেমিকাও থাকবে। কাউকে দাওয়াত দিচ্ছি না কিন্তু। =p~
আর হ্যা, বইমেলায় আপনার উপস্থিতির প্রমাণ স্বরূপ একখানা ছবি প্রকাশ করতে পারতেন। অন্তত আমরা আপনার ছবি দেখে স্বার্থকতার একটা ডেকর দিতাম। ;)
ভালো লাগলো লেখা প্রকাশ। ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৩

তারেক_মাহমুদ বলেছেন: ছবিতো দেখেছেনই সৈয়দ সাহেব, লেখাটি নির্বাচিত পাতায় স্থান পেয়েছে জেনেই আমি খুশি। সুন্দর মন্তব্যের ধন্যবাদ ইসলাম ভাই। আপনার প্রেমিকাকে নিয়ে বেড়িয়ে আসুন জানাবেন কেমন লাগলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০২

তারেক_মাহমুদ বলেছেন: সৈয়দ ভাই আপনাদের কথা মত একটি ছবির ব্লগ প্রকাশ করলাম জানবেন কেমন হল।

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪২

মনিরা সুলতানা বলেছেন: দু'ই একটা ছবি দিলে পারতেন ।
রকমারির যে চাহিদা ;আপনার সন্দেহ অমলুক নয় ।

ধন্যবাদ পোষ্ট এর জন্য ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮

তারেক_মাহমুদ বলেছেন: ছবি দিয়ে কি হবে মনিরা আপু। একদিকে বইয়ের দাম বেশী অন্য গাটের পয়সা খরচ করে বই কেনার প্রতি অনিহা। ভবিষ্যতে প্রকাশনা শিল্পের কি হবে আল্লাহ ই মালুম।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বই হোক প্রতিটি পাঠকের নিত্য সঙ্গী, লেখক ও প্রকাশ বেচেঁ থাকুক আজীবন। আপনার পোস্ট পড়ে বই মেলা মনে পড়ে গেলো ভীষণ মিস করছি প্রাণে বই মেলা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৪

তারেক_মাহমুদ বলেছেন: প্রবাসে থাকলে দেশের প্রতি ভালবাসা বহুগুণ বেড়ে যায় যেটা আমরা দেশে থেকে উপলব্ধি করতে পারি না। ধন্যবাদ সুজন ভাই সুন্দর মন্তব্যের জন্য।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২

মনিরা সুলতানা বলেছেন: ছবি দিলে আমরা যে ক’দিন ই আছে বই মেলা ;
দেখে শান্তি পেতাম ।
তবুও লেখার জন্য ধন্যবাদ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ আপু পুনরায় মন্তব্য করার জন্য ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:০০

তারেক_মাহমুদ বলেছেন: আপু বইমেলার একটি ছবির ব্লগ দিলাম দেখবেন এবং জানাবেন কেমন লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.