নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্প : ফেসবুকের ব্লক লিস্ট

০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৪২

অনেকদিন পর হঠাৎ করেই কি মনে করে ফেসবুকের ব্লক লিস্ট দেখলো নুপুর। বেশ কিছু বিরক্তিকর নাম আছে ব্লক লিস্টে যারা বিভিন্ন সময় তাকে নানাভাবে বিরক্ত করেছে। এমন মানুষের সংখ্যা ১০জন। অনেকের ছবি দেখে মনে মনে গালিও দিল। তবে এতসব খারাপ মানুষের ভিড়ে একটি প্রিয় নামও আছে এই লিস্টে। যার নাম সায়েম। সায়েম নুপুরের সাবেক সহকর্মী, খুবই ভাল ছেলে, যাকে নুপুর একসময় ভালবাসতো। নুপুরের মনে পড়ে যায় ৮ বছর আগেকার স্মৃতি।

নতুন অফিসে জয়েন করার পর আস্তে আস্তে সহকর্মীদের সাথে পরিচয় হয় নুপুরের। সায়েম নামের এক সহকর্মীর সাথেও তার পরিচয় হয়। সায়েম পরিচয় পর্ব শেষ হওয়ার পর তাকে বলে
- আপনার চাকরি পাওয়ার পিছনে আমারো কিছুটা অবদান আছে নুপুর ম্যাডাম।
-সেটা কিভাবে? জিজ্ঞাসা করলো নুপুর
-সায়েম বলে ৮০০সিভির মধ্যে শর্ট লিস্ট করার দায়িত্ব আমাকেই দেওয়া হয়েছিল। আমি লিস্টে ২০টি সিভি রেখেছিলাম, তারমধ্যে আপনার সিভিটিও ছিল।
-তাহলেতো আপনাকে ধন্যবাদ দিতেই হয়।
-শুধু ধন্যবাদ দিলেই হবে না একদিন কফিও খাওয়াতে হবে সায়েম বললো।
-অবশ্যয়ই কফিতো আপনার পাওনা হয়ে গেছে।
এভাবেই নতুন সহকর্মী সায়েমের সাথে নুপুরের বন্ধুত্ব বেশ ভালই জমে উঠলো। মাঝেমাঝেই কফি সপে যাওয়া হতো সায়েমের সাথে।

একদিন নুপুর অনুভব করে সে সায়েমকে ভালবেসে ফেলেছে। কিন্তু মেয়েরাতো কখনোই আগে ভালবাসার কথা বলে না। অবশ্য সায়েমের হাবভাব দেখেই নুপুর বুঝতে পারে সেও তাকে ভালবাসে।

একদিন স্বাভাবিকভাবে সায়েম ফোন দেয় নুপুরকে।
-হ্যালো ম্যাডাম আপনি ভাল আছেন বলে সায়েম।
-জি স্যার আমি ভাল ,আপনি? নুপুর বলে।
-আপনি আমাকে স্যার বলছেন কেন? বললো সায়েম।
-ঔই যে আপনি আমাকে ম্যাডাম বললেন তাই।
-তাহলে কি বলে ডাকবো আপনাকে?
-নাম ধরেই ডাকতে পারেন। নুপুর উওর করলো।
-ওকে মিস নুপুর আপনার বাসার সবাই কেমন আছে?
-জি ভাল, আপনার বাসার সবাই?
-জি, ভাল সায়েম বললো। এভাবে নানান কথা বলতে বলতে একসময় সায়েম জিজ্ঞাসা করলো
-আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কেমন আছে?
এইবার নুপুর কিছুক্ষণ চুপ করে রইল তারপর বললো,
-আচ্ছা আপনার উদ্দেশ্য কি মশাই? কায়দা করে জানতে চাচ্ছেন আমার বয়ফ্রেন্ড আছে কি না? আপনি কি কিছু বলতে চান?
এবার ইতস্তত করলো সায়েম, এমনটা আশা করেনি সে। সায়েম বললো
-বলতেতো চাই অনেক কিছুই সুযোগ দিলেন কই?
-বলে ফেলেন, নুপুর বললো।
-আজ নয়, কাল যদি অফিস শেষে কফি সপে আসেন তখন বলবো, সায়েম বললো।

পরদিন অফিসে শেষে কফি সপে যায় নুপুর। সায়েম আগে থেকেই অপেক্ষা করছিল। ফোনে যতটা সহজ ছিল সায়েম বাস্তবে দেখা হওয়ার পর ইতস্তত করতে লাগলো।
-নুপুর বললো আপনি নাকি কি বলবেন? তাড়াতাড়ি বলে ফেলেন আমাকে বাসায় যেতে হবে।
-এরপর সায়েম ব্যাগ থেকে একগোছা ফুল, একবক্স চকলেট, একটি কার্ড বের করলো যাতে লেখা,' ভালবাসি, শুধু ভালবাসি নয়, বিয়েও করতে চাই '
এমন প্রস্তাবের কথা কোনদিন শোনেওনি নুপুর।
-ওরে বাবা প্রথম দিনই বিয়ের প্রস্তাব?নুপুর বললো।
-হুম জীবনে বহুত সময় পার করে ফেলেছি তাই ভনিতা করার সময় এখন আর নেই সায়েম বললো।

এরপর থেকেই নুপুর আর সায়েম দুজন দুজনার। তবে অফিসে সবসময় ফরমাল সম্পর্ক বজায় রাখতো। অফিস শেষ হলেই সায়েম নুপুরকে বাসায় পৌঁছে দিয়ে তবেই নিজে বাসায় যেতো। এভাবেই বেশ ভালই সময় কেটে যাচ্ছিল তাদের।

একদিন নুপুর তার বাবাকে সায়েমের কথা জানালো। নুপুরের বাবা সায়েমের সিভি দেখে বললেন ছেলে পছন্দ হয়নি তার। ছেলের আর্থিক অবস্থা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনটাই আমাদের সাথে যায় না।নুপুর বার বার তার বাবাকে অনুরোধ করার পরও বাবা কিছুতেই রাজী হলনা। বাবাকে অগ্রাহ্য করে সায়েমের সাথে পালিয়ে যাওয়া নুপুরের পক্ষে সম্ভব ছিল না। একসময় বাবার সিদ্ধান্তের নুপুরের বিয়ে হয়ে যায়।

নুপুর আজ তিন সন্তানের মা, অনেকদিন পর ফেসবুকের ব্লক লিস্টে সায়েমকে দেখে নুপুর ভাবলো শুধু অপ্রিয় মানুষ নয়, সবচেয়ে প্রিয় মানুষটিকেও অনেক সময় পরিস্থিতির কারণে ব্লক লিস্টে রাখতে হয়।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৩

মোস্তফা সোহেল বলেছেন: সত্যি তাই তারেক ভাই,অনেক সময় ব্লক লিস্টে প্রিয় কাউকেও রাখতে হয়!
গল্প ভাল লেগেছে।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৬

তারেক_মাহমুদ বলেছেন: হুম গল্পের মুল থিম এটাই, ফেসবুক নির্ভর দুনিয়ায় যা ঘটছে তারই একটা প্রতিফলন এই গল্পে রাখার চেষ্টা করলাম।

২| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬

কামরুননাহার কলি বলেছেন: খুবই দুঃখজনক । আহারে কি থেকে কি হয়ে গেলো। হাহাহাহাহা মজা করে বললাম ভাইয়া।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১২

তারেক_মাহমুদ বলেছেন: এমন দুঃখজনক ঘটনাইতো ঘটছে এখন, মন্তব্যের জন্য ধন্যবাদ কলি আপু।

৩| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০২

নূর-ই-হাফসা বলেছেন: আমি একবার আমার এক ফ্রেন্ড কে বললাম তোর এক্স এর খবর কিরে? ও বলল জানিনা ।
হাসির ইমো দিয়ে বললাম কেন ব্লক লিস্টে আছিস বুঝি ।
ব্রেকআপ হলে মেয়েরা সবার প্রথমে রাগ টা প্রকাশ করে ফেসবুক এ ব্লক করার মাধ্যমে ।
প্রথম কিছু বছর আনব্লক করে এক্স এর ওয়াল কিংবা প্রোফাইল চেক করে । হাসি হাসি ছবি দেখলে ৪৮ ঘন্টা পর আবার ব্লক মারে ।
একসময় এক্স এর কথা ভুলে যায় ।
কথা সত্যি প্রত‍্যেক মেয়ের ব্লক লিস্ট চেক করলে সেইখানে অনেক বিরক্তিকর মানুষের পাশাপাশি পছন্দের বেশ কিছু মানুষের মুখ ভেসে উঠবে । সব পছন্দ যে এক্স হবে অথবা ছেলে হবে এমনটা কিন্তু নয় ।
দুঃখিত ভাই বেশি বড় মন্তব্য দিয়ে ফেললাম ।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৯

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ হাফসা আপু, আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এমন অভিজ্ঞতা এখন সবারই, ফেসবুকটা মানুষের জীবনের অংশ হয়ে গেছে।

৪| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬

মনিরা সুলতানা বলেছেন: শুধু অপ্রিয় মানুষ নয়, সবচেয়ে প্রিয় মানুষটিকেও অনেক সময় পরিস্থিতির কারণে ব্লক লিস্টে রাখতে হয়।
সময়ের গল্প!! ভালোলেগছে :)

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন মনিরা আপু, সময়ের গল্প। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:১০

ওমেরা বলেছেন: কথা সত্য । গল্প ভাল লেগেছে ।

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪১

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ ওমেরা আপু।

৬| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২০

শাহরিয়ার কবীর বলেছেন: শুধু অপ্রিয় মানুষ নয়, সবচেয়ে প্রিয় মানুষটিকেও অনেক সময় পরিস্থিতির কারণে ব্লক লিস্টে রাখতে হয়।

প্রিয় মানুষের সাথে যে মানুষ এতো নিম ব্যবহার করে কেন ....... কে জানে !! =p~

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: হাফসা আপুর কথাটি একদম সত্যি ব্রেকাআপের এখন সবাই এক্সকে আনফ্রেন্ড এবং ব্লক করার কাজটি প্রথম করে। মন্তব্যের জন্য ভালোলাগা রইল প্রিয় শাহরিয়ার কবির ভাই।

৭| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভাই কি বাস্তব কাহিনী লিখলেন?

০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: বর্তমান সময়ে এমন ঘটনা অহরহ ঘটে। এটাকে সময়ের গল্প বলাই যুক্তিযুক্ত। মন্তব্যের জন্য ধন্যবাদ সম্রাট ভাই। অনেক ভালবাসা আপনার জন্য।

৮| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০১

খাঁজা বাবা বলেছেন: গল্প ভাল লাগল

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

তারেক_মাহমুদ বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্যের জন্য কৃতজ্ঞতা। ধন্যবাদ দয়াল খাজাবাবা।

৯| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:১৯

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর হয়েছে।

০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

তারেক_মাহমুদ বলেছেন: আপনার মন্তব্যও অন্যন্য দায়িত্বশীল,মন্তব্যের জন্য কৃতজ্ঞতা।

১০| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: এমনতো প্রেম হয়
অফিসে বসে কথা কয়
..........................
..........................

সমাজে এমন ঘটনা ঘটছে। তারই চিত্র গল্পে উঠে এসেছে।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪১

তারেক_মাহমুদ বলেছেন: হুম আমরা এখন ফেসবুকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ বানিয়ে ফেলেছি, আমরা যাই করি তারই আপডেট দেওয়া চাই।আর অফিসের প্রেম অহরহই ঘটছে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ মাইদুল ভাই।।

১১| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:২০

নূর-ই-হাফসা বলেছেন: আরেকটা মজার ব‍্যাপার বলি, বিয়ের পর বরসহ ছবি দেখানোর জন্য আনব্লক করা হয় , যাতে সেই কাপুরুষ জ্বলে পুড়ে ছাই হয় ,এইটা অল্পসংখ্যক মেয়ে করে । এই ব‍্যাপার টা ভালো ।
আপনার গল্পে 2 জন কে নির্দোষ বানানো হয়েছে । বাস্তবে সব ঘটনা এমনটা থাকে না ।
আপনার এই টপিক নিয়ে কোন এক ব্লগার আগেও লিখেছিলেন হয়তো ।

০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: আসলে ঘটনার সময় একজনের দোষতো থাকেই, কিন্তু ৮ বছর অনেক সময়, সময় সব রাগ অভিমান ভুলিয়ে দেয়। একসময় মনে হয় যা ঘটেছে সেটাই ঠিক আছে।একসময় দুজন দুজনের দোষ ভুলে যায়, এটার আমার ভাবনা অন্যদের ভাবনা আমার জানা নেই।
এই ট্রপিকে অন্য কেউ লিখেছে সে বিষয়টিও আমার অজানা।
মন্তব্যের জন্য আবারো ধন্যবা হাফসা আপু।

১২| ০৫ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:


সোজা, শান্ত, বাংগালী জীবনের প্লট

০৫ ই মার্চ, ২০১৮ রাত ৮:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: গল্পের প্লট যাই হোক, গল্পে বলার চেষ্টা করেছি ফেসবুকের ব্লক লিস্টে অপ্রিয় মানষের পাশাপাশি প্রিয় মানুষও থাকে। মন্তব্যের জন্য ধন্যবাদ গাজী ভাই। ভালবাসা সবসময় পাশে পাওয়ার জন্য।

১৩| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২৫

জাহিদ অনিক বলেছেন:

হ্যাঁ সেটা ঠিক অনেক কারণে অনেককেই ব্লক লিস্টে রাখতে হয়।
অনেক বাঙ্গালী মেয়েই নিজের ইচ্ছেয় বিয়ে করতে পারে না, করতে হয় বাবা মায়ের ইচ্ছেয়। এটা খুব খারাপ।
প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার নিজের সিদ্ধান্তগুলো নিজেকেই নিতে দেয়া উচিত, পরিবারের ফোর্স করা বোকামী।

১২ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৬

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন জাহিদ অনিক ভাই, যেহেতু জীবনটা তাদের তাই তাদের মতামতকেই প্রাধান্য দেওয়া উচিত। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.