নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ফেরিওয়ালা (সচেতনতা মুলক পোষ্ট):

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৩

গতকাল দুপুর ৩টার দিকে হঠাৎ করেই আমার বাসার কলিংবেল বেজে উঠলো। দরজা খুলে দেখলাম চিকনা মত একলোক দাড়িয়ে আছে, চোখে চশমা, পায়ে কেডস হাতে বিশাল বড় বড় দুইটা কাটুন। জিজ্ঞাসা করলাম কি চাই? লোকটার উওর দিল, আপনাদের বাসায় মালের অর্ডার আছে বলে বিশাল একটি কাটুন ধরিয়ে চাইলো। আমি বললাম কিসের অর্ডার? এরমধ্যে আমার বউ দরজার কাছে এসে হাজির। আমার বউ বললো এটাইতো সেই লোক যে কয়েকদিন আগে জোর করে বাসার মধ্যে ঢুকে পড়েছিল এবং বলেছিল কার্ড করতে এসেছি। আরো বলেছিল আপনাদের আশেপাশের সব বাসার কার্ড করা শেষ,আপনার নাম বলেন,মোবাইল নাম্বার বলেন। আমার বউয়ের তখন সন্দেহ হয়েছিল,তাই দরজা খুলে ব্যাপক চিল্লাচিল্লি শুরু করেছিল, এবং তখন বাধ্য হয়েই লোকটি বেরিয়ে গিয়েছিল। যা কয়েকদিন আগেই আমাকে জানিয়েছিল।

লোকটি বললো এই বাসায় শাহনাজ পারভিন থাকে না? আমি তখন লোককে বাড়িওয়ালার বাসা দেখিয়ে দিয়ে বললাম ওই বাসায় যান ওখানে থাকতে পারে বলে দরজা আটকিয়ে দিলাম। মনে মনে বললাম, এবার বুঝবা বাছাধন, কত চালে কত মুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনলাম বাড়িওয়ালা আন্টি বাঘিনীর গলায় জেরা করছেন কিসের অর্ডার আমিতো কোন অর্ডার দেইনি, এইলোককে কে ঢুকতে দিয়েছে?এই দারোয়ান কোথায়?এরই মধ্যে দারোয়ানের আগমন, দারোয়ান বললো আমিতো দরজা লাগিয়ে দিয়ে দোতলার খালিবাসাটা পরিষ্কার করছিলাম তখন কেউ বের হওয়ার সময় দরজা খুলে রেখে গেছে সেই সুযোগে এইলোক ঢুকে পড়েছে। আমি তখন আগুনে ঘি ঢেলে দেওয়ার উদ্দেশ্য নিচে নামলাম এবং বললাম গত বুধবার এইলোক জোর করে মিথ্যা কথা বলে আমার বাসায় ঢুকে পড়েছিল। লোকটি তখন আমাকে রীতিমত হুমকি দিতে লাগলো, নিচে আসেন আপনাকে দেখাচ্ছি জোর করে ঢুকা কাকে বলে।

আন্টি চিৎকারে আশপাশের মানুষ জড় হয়ে গেল। এলাকার সিকিউরিটি গার্ডরাও হাজির। সেই ফেরিওয়ালা তখন বিভিন্নজনকে ফোন করতে লাগলো কিন্তু একঘণ্টা পার হয়ে গেলেও তাকে বাঁচাতে কেউই আসলো না। আন্টি থানায় ফোন দিলেন। দশ মিনিটের মধ্য পুলিশের ওসি হাজির। লোকটি নানারকম ইনিয়ে বানিয়ে পুলিশকে মিথ্যা কথা বলতে লাগলো। আমার পাশের ফ্লাটের মহিলা পুলিশকে জানালো ওনার বাসায়ও এইলোক জোর করে ঢুকে পড়েছিল উনি ভয়ে একপ্যাকেট চানাচুর এবং এক প্যাকেট মাংশের মশলা কিনেছেন।

শুরু হয়ে গেলে পুলিশের উওম মধ্যম,গরমগরম চড়, কিল, ঘুসি। পকেট সার্চ করে কিছু টাকা পয়সার পাশাপাশি একটি মলমের কৌটাও পাওয়া গেল। কাটুনের মধ্যে চানাচুর, নুডুলস,চকলেট, মশলার পাশাপাশি অনেকগুলো স্পেও আবিষ্কার করলো পুলিশ । এরই মধ্য লোকটা চেয়েও তিনগুণ মোটা সাইজের এক মহিলার আগমন। মহিলাটি বেশভূষা বেশ ভালই, চুলে কালার করা। মহিলা হাওমাউ করে কাঁদতে লাগলো আমার স্বামীরে ছাইড়া দেন। পুলিশের সন্দেহ আরো বেড়ে গেল।ওসি বললো চল তোদের দুইটারে থানায় নিয়ে যাই। অতঃপর দুজনকেই পুলিশ ধরে নিয়ে গেল। এরপরের ঘটনা আপাতত জানা নেই, পুলিশ আটকে রেখেছে নাকি ছেড়ে দিয়েছে?

ঘটনাটি শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে সবাইকে সচেতন করা। আমার বউয়ের মত অনেক মহিলাই দিনের বেলায় একা বাসায় থাকেন। এ ধরনের প্রতারকরা দুপুরবেলা বাসার বিভিন্ন মালামাল বিক্রি করার কথা বলে সুযোগ বুঝে চোখে মলম বা স্পে দিয়ে অজ্ঞান করে বাসার দামী মালামাল লুটে নিয়ে যায়। আশাকরি এই ঘটনা জানার পর সাবধান থাকবেন।

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

দিবা রুমি বলেছেন: শহরস্থ মহিলারা এদের থেকে যথেষ্ট সতর্ক আছেন মনে হয়।

সতর্কতা মূলক পুস্টের জন্য ধন্যবাদ

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৭

তারেক_মাহমুদ বলেছেন: সকলের সচেতনতাই কাম্য তবুও প্রতিদিন এ ধরনের ঘটনা ঘটছে । মন্তব্যের জন্য ধন্যবাদ দিবা আপু।

২| ০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ধান্দাবাজদের ফটকাবাজিতে আমরা অতিষ্ঠ আর কত সচেতন হব জনাব?

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২০

তারেক_মাহমুদ বলেছেন: প্রতিদিন ধান্দাবাজদের কৌশল পাল্টাচ্ছে সবার সচেতনতা প্রয়োজন।

৩| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৪২

কালীদাস বলেছেন: শেয়ারের জন্য থ্যাংকস।
পুলিশ কিছু করেছে কিনা আল্লাহয় জানে।

০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:৪১

তারেক_মাহমুদ বলেছেন: এমন ঘটনা প্রতিদিনই ঘটছে ঢাকায়,মন্তব্যের জন্য ধন্যবাদ কালিদাস ভাই।

৪| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৭

শাহ আজিজ বলেছেন: প্রতিটি বাড়িতে আরও একটু খরচ করে আধুনিক ব্যাবস্থা নিলে শুধু বাড়ির লোক ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। আমাদের বিল্ডিঙে মুখ ঢাকা বোরখা পরা , অ্যাড এর কাগজ বিলানো, সাহায্য চাওয়ার কোন লোক প্রবেশ নিষেধ । একদল মৌলভি ঢুকে আমার বাসায় বসে কোরান শরিফ কিনবে বলে চাদা দাবি করল । আমি অপারগতা প্রকাশ করলাম কারন এরা ঠিক কি উদ্দেশ্যে এসেছে তা পরিস্কার নয় । কোরান শরিফ দিতে হলে মসজিদে গিয়ে নিজ হাতে দিয়ে আসব কিন্তু এরা ক্যাশ চাইছে। বেরিয়ে গেল , পরে জানলাম এরা ফ্রড । কাউকেই সাহায্য করতে যাবেন না কারন আপনার নিজের জীবন যখন বিপন্ন। ধন্যবাদ সতর্ক করার জন্য।

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২২

তারেক_মাহমুদ বলেছেন: আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ শাহ আজিজ ভাই। সময়ের সাথে সাথে প্রতারকরা নতুন নতুন কৌশল নিয়ে আসছে, যদিও এটি পুরানো কৌশল তবে ভোটার আইডি কার্ড আপডেট করার কথা বলে প্রতারকরা মানুষকে অহরহ প্রতারণার ফাদে ফেলছে।

৫| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ১:০৮

আরাফআহনাফ বলেছেন: সতর্কতা মূলক শেয়ার ও পোস্টের জন্য ধন্যবাদ।
পুলিশ কিছু করবে বলে মনে হয় না।
সাবধানতাই শেষ ভরসা - প্রতারণার জাল বিছানো প্রতি পদে পদে।

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৬

তারেক_মাহমুদ বলেছেন: আমারো তাই মনে হয় পুলিশ কিছুই করবে না কিছু টাকা খেয়ে ছেড়ে দেবে। মন্তব্যের জন্য ধন্যবাদ আরাফ ভাই।

৬| ০১ লা এপ্রিল, ২০১৮ দুপুর ২:১২

ক্স বলেছেন: এ ধরণের ফেরিওয়ালা আগে ছিল - এখন এরকম কেনাকাটা সব অনলাইনে হয়ে থাকে।

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:১৪

তারেক_মাহমুদ বলেছেন: প্রযুক্তির আধুনিকতার সাথে সাথে প্রতারকদের প্রতারণার কৌশলও বদলেছে। তবে এখনো কিছু কিছু প্রতারক প্রতারণার সেই আদিম কৌশলই ব্যবহার করছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৩

সাজসাজু বলেছেন: ধন্যবাদ । আমরা সবাই সতর্ক হবো এবং অন্যদেরকে সতর্ক করার চেষ্টা করব।

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের সবার উচিৎ প্রতারকদের নতুন নতুন কৌশল সম্পর্কে জানা থাকলে শেয়ার করা। ধন্যবাদ সাজসাজু ভাই।

৮| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৮

আখেনাটেন বলেছেন: প্রতারণা নানারূপ নানাদিকে ছড়িয়ে পড়েছি দেখছি।

নাগরিকদের সচেতন হওয়া জরূরী।

এ রকম একটি জনসচেতনামূলক পোস্টের জন্য আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা।

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: এখন প্রতারকরা এ ধরনের প্রতারনার চেয়ে অনলাইন ভিত্তিক প্রতারনার দিকে বেশি মনোযোগ দিয়েছে তাই আমাদের সব ধরনের প্রতারক থেকেই সাবধান থাকা উচিত। ধন্যবাদ আখেনাটেন ভাই।

৯| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩৮

সিসৃক্ষু বলেছেন: ঘটনাটা সচেতন করার জন্য হোক আর যে কাজের জন্যই আপনি শেয়ার করে থাকেন না কেন, ঘটনাটা খুব মজার। প্রতি পরতে পরতে মজা পেয়েছি। তার সাথে ছিল কিছু উৎকণ্ঠা। যে উৎকণ্ঠাটাই হয়তো মজাটার পরিমান বাড়িয়ে দিয়েছে। thanks for writing it.

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: গতকালেরই ঘটনা এবং সত্যি ঘটনা ব্যাটা রূপনগর থানার পুলিশ হেফজতে আছে। আমার উদ্দেশ্য সবাইকে জানানো এবং সচেতন করা।

মন্তব্যের জন্য ধন্যবাদ সিসৃক্ষু ভাই।

১০| ০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৭

সিসৃক্ষু বলেছেন: আচ্ছা...তাই নাকি। এরকম ভালো খবর খুব কমই শোনা যায়।

০১ লা এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: আবারো ধন্যবাদ, ভাল থাকুন নিরাপদে থাকুন।

০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনার আইডি ভিজিট করে আসলাম, আশাকরি সামনেরদিনগুলোতে একটিভ থাকবেন।

১১| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

সৈয়দ তাজুল বলেছেন:
সতর্কতা মূলক পুস্ট। বাড়য়ালিকে সতর্ক করে দেব।

ধন্যবাদ আপনাকে।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৩

তারেক_মাহমুদ বলেছেন: সকলের সতর্কতার জন্যই এই পোষ্ট, ধন্যবাদ তাজুল ভাই।

১২| ০১ লা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

সুমন কর বলেছেন: সতর্কতা মূলক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ। হুম, এমনটি প্রায়ই হচ্ছে.....

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:০৭

তারেক_মাহমুদ বলেছেন: আমি মাঝেমাঝে ভাবি এই দেশে চোর বাটপারের সংখ্যা এত বেশি কেন? মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সতর্কতা মূলক শেয়ার ও পোস্টের জন্য ধন্যবাদ।
পুলিশের কাছে খোঁজ নিয়ে দেখার ধরকার ছিল আমার মনে হয়।

০১ লা এপ্রিল, ২০১৮ রাত ১০:২৫

তারেক_মাহমুদ বলেছেন: বাড়িওয়ালার বাসায় খোজ নিয়েছি, ওর দলের লোকেরা ওকে ছাড়িয়ে নিয়ে গেছে।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৮ রাত ১:৪৩

শাহিন-৯৯ বলেছেন: আমরা বাঙ্গালীরা ভাল কিছু আবিস্কার করতে পারি আর না পারি বাটপারী কেীশল তৈরিতে বিশ্বে মনে হয় এক নম্বর।

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:১১

তারেক_মাহমুদ বলেছেন: এটা ঠিকই বলেছেন শাহীন ভাই, কৌশলে নতুনত্ব আনার জন্য বাটপাররা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:১৪

সোহানী বলেছেন: ও মাই গড............. কি অবস্থা!!!!!

সচেতন করার জন্য ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪২

তারেক_মাহমুদ বলেছেন: ঘটনা শোনার পর অনেকেরই প্রতিক্রিয়া আপনার মতই। পড়ার এবং মন্তব্যের জন্য ধন্যবাদ সোহানী আপু।

১৬| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৩১

ধ্রুবক আলো বলেছেন: সতর্কতা মূলক পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৮:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ধ্রুবক আলো ভাই।

১৭| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সাবধানতা ও সর্তকতায় থাকতে হবে।

যে হারে উৎপাত বাড়ছে অভিনব কায়দায়। কে কখন শিকার হয় কে জানে।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: পোষ্টটি পড়ে আমার অফিসের একজন দেখলাম তার গিন্নিকে সতর্ক করছেন, বলছেন যেই আসুক নিশ্চিত না হয়ে দরজা না খুলতে,আর একজনকে দেখলাম বাসার দারোয়ানকে সতর্ক করছেন পরিচয় নিশ্চিত হয়ে তবেই কাউকে গেট দিয়ে ঢুকাতে। প্রতারকরা আসলে প্রতিদিন তাদের কৌশল বদলাচ্ছে, প্রতারকদের কৌশলের ব্যাপারে সবার সবাইকে জানানো উচিত। মন্তব্যের জন্য ধন্যবাদ মাইদুল ভাই।

১৮| ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪

সারাফাত রাজ বলেছেন: ধন্যবাদ সচেতনামূলক লেখার জন্য। এরকম যে হতে পারে কখনো ভাবিইনি। আমাদের ফ্ল্যাটের দরজা তো অধিকাংশ সময় খোলাই থাকে। এখন থেকে আরো সচেতন হতে হবে। আবারো ধন্যবাদ। শুভকামনা জানবেন।

০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০১

তারেক_মাহমুদ বলেছেন: দরজা খোলা রাখা কখনোই উচিত নয়, সচেতন হওয়া জরুরি। মন্তব্যের জন্য ধন্যবাদ শরাফত রাজ ভাই।

১৯| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৫

মোস্তফা সোহেল বলেছেন: সব সময় সাবধানে থাকবেন তারেক ভাই।

০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: শুভ কামনার জন্য ধন্যবাদ, আপনি ভাল থাকুন সোহেল ভাই।

২০| ০৩ রা এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৫৯

খায়রুল আহসান বলেছেন: এ ব্যাপারে সতর্কতামূলক পোস্ট লিখে সবাইকে সাবধান করে দেবার জন্য ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১৮ রাত ৯:১৩

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ এবং মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ স্যার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.