নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

প্রতারণা

০৪ ঠা জুলাই, ২০১৮ সকাল ১১:৩০

আমাদের এলাকার একজন কসাইয়ের নাম শহরআলী। ভাল মাংশ বিক্রেতা হিসাবে এলাকাতে শহর আলীর বেশ সুনাম রয়েছে। আমিও তার নিয়মিত কাস্টমার। শহর আলী ভাল মানের ২-৩ ষাঁড় কিনে দোকানে বেধে রাখে। এরপর একটা একটা করে জবাই করে,তাই তার প্রতি অন্য কসাইদের তুলনায় এলাকাবাসীর আস্থা একটু বেশি। কয়েকদিন আগে এই শহর আলীর সাথে একটি অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে, যা কল্পনাতীত।

শহর আলীর বেশিরভাগ কাস্টমারই তার পরিচিত। অনেক সময় তার কিছু কাস্টমার ফোন করে বাসায় মাংশ পাঠাতে বলে, তখন শহর আলী তার লোকদিয়ে বাসায় মাংশ পাঠিয়ে দেয়। কাস্টমার সেই লোকের কাছেই মাংসের দাম দিয়ে দেয়। তিন চারদিন আগে শহর আলীর মোবাইল একটা ফোন আসে
-হ্যালো শহর আলী, আমি সেতারা কনভেনশন সেন্টারের ম্যানেজার বলছি।
-জি বলুন স্যার আপনার জন্য কি করতে পারি?
-আজ মাংশের কেজি কত?
-৫০০টাকা স্যার, বেশি নিলে ৪৭০টাকা রাখতে পারবো।
-আচ্ছা ঠিক আছে তুমি বিরানির জন্য একটু ছোট সাইজ করে কেটে একমন মাংস পাঠিয়ে দাও। সাথে তোমার একজন বিশ্বস্ত লোক দিয়ে দাও যার কাছে টাকা দিতে পারি।
-আচ্ছা ঠিক আছে স্যার আমি একঘণ্টার মধ্যে মাংস রেডি করে দিচ্ছি।

শহর আলী একঘণ্টার মধ্যে মাংস রেডি করে একটি বস্তায় ভরে নিজের ভাইকে দিয়ে একটি রিকশায় করে পাঠিয়ে দেয়।এরই মধ্য ঐ নম্বর থেকে আবারো ফোন আসে,
-এত দেরি করছো কেন? আমাদের রান্নার দেরি হয়ে যাবে তো!

শহর আলীর ভাই সেতারা কনভেনশন সেন্টারের সামনে পৌছাতেই একজন টাইপরা ভদ্রলোক এগিয়ে আসে।
-তুমি শহর আলীর ভাই?
-জি স্যার।
-মাংসের ওজন ঠিক আছে তো?
-জি স্যার আপনি মেপে দেখতে পারেন।

পাশে দাঁড়ানো একটি প্রাইভেট কারের পিছনের ডালা খুলে দেয় গাড়ি ড্রাইভার। টাইপরা লোকটি শহর আলীর ভাইকে মাংশের বস্তাটি ওখানে রাখতে বলল, তখন সে বস্তাটি গাড়ির পছনে উঠিয়ে দিল ।
তখন টাইপরা লোকটি শহর আলীর ভাইকে বলে
-তুমি তিন তলায় আমাদের অফিসে গিয়ে বসো, আমি আসছি।
তখন শহর আলীর ভাই উপরে গিয়ে কিছুক্ষণ বসে। একঘণ্টা হয়ে যায় কিন্তু সেই লোকের পাত্তা না পেয়ে সেতারা কনভেনশনের কর্মচারীদের বিষয়টি জানায়। সেতারার কর্মচারীরা শুনে আকাশ থেকে পড়ে।
-কই আমরাতো মাংশের অর্ডার করিনি?

বিষয়টি সে ভাই শহর আলীকে জানায়, সেই নম্বরে ফোন দিয়ে দেখা যায় নম্বরটি বন্দ।

একজন কসাইয়ের সাথে এমন একটি প্রতারণা হতে পারে ভাবা যায়?

মন্তব্য ৩২ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুবই অভিনব প্রতারণা বলতে হয়!

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:১১

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই তাই সম্রাট ভাই ,এমন ঘটনা ঘটতে পারে ভাবা যায় না ।

২| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কসাই লোকটার জন্য দুঃখ লাগছে!

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮

তারেক_মাহমুদ বলেছেন: ঘটনাটি শুনে আমারও খুব মন খারাপ হয়েছে ,ব্যাচারা কত পরিশ্রম করে ,এনজিও থেকে ঋণ নিয়ে মাংসের দোকান চালায় ।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:১০

মোঃ খুরশীদ আলম বলেছেন: বিষয়টি বড়ই মর্মান্তিক। সরলমনা শহর আলী আর কখনো ভাল কাজ করবে বলেতো মনে হয় না। দুঃখজনক।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩১

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর বলেছেন এমন অভিনব প্রতারণার কথা ভাবা যায় না ,একমন মাংসের দাম বর্তমান বাজারে প্রায় ২০ হাজার টাকা ।অনেক ধন্যবাদ খুরশীদ আলম ভাই ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:১৯

কামরুননাহার কলি বলেছেন: খুবই কষ্টের কথা। এখন তো সবই মগের মুলুক হয়ে গেছে এটা করতে ঐ সব প্রতারকদের আর কি!!!!

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪০

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন কলি আপু প্রতারকদের কোন ধর্ম নেই ,সহজ সরল মানুষের সাথে প্রতারণা করাই তাদের একমাত্র কাজ ।অনেক ধন্যবাদ কলি আপু ।

৫| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: ইস!! এমন করেও প্রতারণা করা যায়?? মাংসের দোকান মানে খুব বড় ব্যবসায়ী নন। অথচ তাঁর সঙ্গে এমন প্রতারণা ভাবতে পারছিনা। তবে আমাদের এখানে বিফ ১ নং - ১৫০ টাকা /কেজি। আর মটর রেওয়াজি ৫৫০টাকা /কেজি।

শুভ কামনা প্রিয় তারেক ভাইকে।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: ঠিক বলেছেন পদাতিক ভাই ,উনি বড় ব্যবসায়ী নন এন জি ও থেকে ঋণ নিয়ে মাংশের দোকান চালায় ।আর আপনাদের ওখানে বিফ এত কম দাম?এবার ইদে ৫৫০ টাকায়ও বিক্রি হয়েছে ।সত্যি শহর আলীকে সমবেদনা জানানো ছাড়া কিছুই করার নেই ।

৬| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:০৮

অর্থনীতিবিদ বলেছেন: যেহেতু শহর আলি লোকটি ভালো, তাই সবাই মিলে কিছু টাকা উঠিয়ে তার ক্ষতি কিছুটা হলেও পূরণ করা যায়।

০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:২০

তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অর্থনীতি বিদ ভাই ।

৭| ০৪ ঠা জুলাই, ২০১৮ দুপুর ১:২৪

আখেনাটেন বলেছেন: নানামূখী প্রতারণায় ছেঁয়ে গেছে সমাজ। এগুলো থেকে বের হওয়ার জন্য যে রাষ্ট্রীয় উদ্যোগ মানে আইনের শাসন দরকার সেটি না থাকাতে এই প্রতারকের দলের জন্য এ দেশ এখন স্বর্গ হয়ে গেছে।

প্রতারণা এখন গরীব-দুঃখি কিচ্ছু মানে না। সেদিন শুনলাম ভিক্ষুকদের থেকেও নাকি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ভাবা যায়। আবার শহরে প্রকৃত ভিক্ষুকের সংখ্যাও নাকি হাতে গোনা যায়। বাকি সব ভিক্ষুক এরা কারা...। অদ্ভুত এক পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে এ সমাজ।

০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

তারেক_মাহমুদ বলেছেন: মানুষ এখন আর মানুষ নেই, একজন পরিশ্রমী কসাইয়ের সাথেও প্রতারণা করতে এরা দ্বিধাবোধ করে না। অনেক ধন্যবাদ আখেনাটেন ভাই।

৮| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:১৬

টারজান০০০০৭ বলেছেন: বাঙালির এতো বুদ্ধি ! সব আকামে লাগাইতেছে ! X((

০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন টারজান ভাই, এই বুদ্ধিগুলো ভাল কাজে লাগালে সমাজের অনেক উপকার হতো।

৯| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: খুব দুঃখজনক ঘটনা। শহর আলীর জন্য প্রচন্ড মায়া লাগছে।
অন্ধ ভিক্ষুকের কাছ থেকে টাকা নিয়ে যায়।
রিকশাওয়ালার কাছ থেকে টাকা নিয়ে যায়।
দরিদ্র মানুষেরাই বেশি ক্ষতির স্বীকার হয়।

০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই রাজীব ভাই ঘটনাটি শুনে আমারো খুব মন খারাপ হয়েছে, ব্যাচারার প্রায় ২০হাজার টাকা প্রতারকরা হাতিয়ে নিলো। অনেক ধন্যবাদ রাজীব ভাই।

১০| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:১০

সিগন্যাস বলেছেন: আহা এই ধরনের ঘটনা শুনলে মন খারাপ হয়ে যায়।একজন সহজ সরল কসাইয়ের সাথে এইধরনের প্রতারণা?সমাজ কোথায় গিয়ে ঠেকেছে কল্পনা করা যায়না।পরে কোন ব্যবস্থা নেওয়া হয়েছিল তারেক ভাই?

০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: কি আর ব্যবস্থা নেবে? পুলিশের কাছে গেলে বিষয়টি আমলেই নেবে না। ধন্যবাদ সিগন্যাস ভাই।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:১৭

রাকু হাসান বলেছেন: মনটা খারাপ হয়ে গেল । মাংসগুলো তাহলে তৃতীয় পক্ষ হাতিয়ে নিল ? মানে প্রতারণা করলো !

০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০১

তারেক_মাহমুদ বলেছেন: হুম এমন প্রতারণা হতে পারে এটা ভাবা যায়, ধন্যবাদ রাকু হাসান ভাই।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

কাওসার চৌধুরী বলেছেন:


তারেক ভাই, ঘটনা কী সত্য? এমনটি হলে তা বেদনাদায়ক। একজন নীতিবান কসাইয়ের সাথে এমনটি করা ঠিক হয়নি।

০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: পুরোপুরি সত্যি ঘটনা, এমন দুঃখজনক ঘটনা আসলেই কাম্য নয়। অনেক ধন্যবাদ প্রিয় কাওসার ভাই।

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দেশে ভদ্রবেশী কু-মানুষের সংখ্যা বেড়ে গেছে।

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:২৫

তারেক_মাহমুদ বলেছেন: ভদ্রবেশী প্রতারকরা আসলেই ভয়াবহ। অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাই।

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৮:০২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অপরাধীরা বুঝে গিয়েছে বাংলাদেশের পুলিশকে ঘুষ দিলে কিছু হয় না। তাই দিন দিন এসব অভিনব প্রতারণা বেড়েই চলেছে...

০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: একদম ঠিক বলেছেন তালগাছ ভাই, পুলিশের ঘুষ খাওয়ার প্রবণতা অপরাধ প্রবণতা বাড়ার জন্য দায়ী। ধন্যবাদ প্রিয় ভাইয়া।

১৫| ০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৩

জোকস বলেছেন: এমন প্রতারণা করে সেই মাংস খেলে হজম হবে? আসলে ওরা মানুষ না X(
এদের হাত থেকে সতর্ক থাকতে হবে।




একটা জোকস শোনায়-
বল্টুর সুন্নতে খাৎনা করানো হবে।
কিন্তু বল্টু কিছুতেই রাজি হচ্ছে না, ভয় পাচ্ছে।
বল্টুর আম্মু তাকে বুঝিয়ে বলছে,
"বাবু তোমার নুনু থেকে সামনে সামান্য একটু মাংস কেটে ফেলা হবে।
এতে কোন ব্যাথাই লাগবে না।
আর তারপর চাচ্চু, খালামনি, দাদু, নানু সবাইকে দাওয়াত দিয়ে পোলাও-মাংস খাওয়ানো হবে।
অনেক মজা হবে, তাই না ?"

বল্টু: কিন্ত আম্মু, ওইটুকু মাংস এত গুলা মানুষ খাবে কীভাবে ?

০৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: খুব মজা পাইলাম জোকস ভাই ।অনেক ধন্যবাদ ।

১৬| ০৫ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: টাই পড়া প্রতারকদের থেকে সাবধান!
প্রতারণার রকম ফের দিন দিন বদলাচ্ছে। অত্যন্ত প্রখর তাদের এই মেধাটাকে যদি প্রতারকের দল একটু ভাল কাজে লাগাতো!

০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১১

তারেক_মাহমুদ বলেছেন: প্রথমেই দেরীতে প্রতিউওর করার জন্য দুঃখিত।

প্রতরকরা প্রতিদিনই নতুন নতুন কৌশল নিয়ে হাজির হচ্ছে এদের ব্যাপারে আমাদের সতর্ক হওয়া খুবই জরুরি। অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.