![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
কিছুদিন আগে মিরপুরের পূরবী সিনেমা হলের সামনে একজন অন্ধকে দেখলাম রাস্তা পার হওয়ার চেষ্টা করছেন ।খুবই ব্যস্ত রাস্তা, একজন অন্ধের পক্ষের এই রাস্তা পার হওয়া সম্ভব নয়। আমি ওনার হাত ধরে জিজ্ঞাসা করলাম কোথায় যাবেন চলেন আপনাকে পার করে দেই। উনি ইসলামী ব্যাংকের সামনে দিয়ে আসার কথা বললেন। পূরবী সিনেমা হলের ঠিক সামনেই ইসলামী ব্যাংক হসপিটাল আমি ভাবলাম উনি ইসলামী ব্যাংক হসপিটালের সামনে যেতে চাইছেন। আমি উনাকে হাত ধরে সেদিকে নিয়ে যেতে চাইলাম। উনি আমাকে বললেন এদিকে নয় ইসলামী ব্যাংক ওই দিকে। ইসলামী ব্যাংক হসপিটাল থেকে একটু সামনে ইসলামী ব্যাংকের একটি শাখা আছে, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও যা আমি কোনদিনই খেয়াল করিনি কিন্তু একজন অন্ধ ঠিকই জানে। অন্ধদের সৃষ্টিকর্তা চোখ না দিলেও বাড়তি শক্তি দিয়েছেন যেটা সেদিন বুঝতে পারলাম।
সৃষ্টিকর্তা আমাদের চোখ দিয়েছেন, আমরা খুবই ভাগ্যবান। পৃথিবীর কত রংরূপ প্রাণভরে দেখতে পাচ্ছি।অথচ অন্ধ লোকটির কথা ভাবুন ওর পুরো পৃথিবীটাই অন্ধকার। যারা জন্মান্ধ তাদের একটুও ধারণা নেই, লাল রঙ কেমন? নীল রঙ কেমন? সাদা রঙ কেমন? নিজেদের কল্পনা শক্তির দ্বারা এই রঙগুলো তারা তৈরি করে। আমাদেরকে চোখ বেধে যদি রাস্তায় ছেড়ে দেওয়া হয় আমরা কয় পা এগুতে পাববো?অথচ অন্ধরা দিব্যি একা একা পথ চলছে। ইদানীং ঢাকা সিটি কর্পোরেশন রাস্তার ফুটপাতের ঠিক মাঝখানের টাইলসগুলো একটু উঁচু করে দিয়েছে অন্ধদের চলাচলের সুবিধার জন্য। এটা প্রসংশনীয় উদ্যোগ ।
আমরা অন্যের সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে নিজে চেষ্টা করতে পারি সাফল্য লাভের জন্য। আর যদি তাতে ব্যর্থ হই তবুও দুঃখ পাওয়ার কিছু নেই,অন্তত এটা ভাবুন আমি ওই অন্ধ লোকটির তুলনায় বহুগুণ ভাল আছি।
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৩
তারেক_মাহমুদ বলেছেন: মানুষের চাওয়া পাওয়া থাকবে এটাই স্বাভাবিক ,তবে সুন্দর সুস্থভাবে বেচে থাকতে পারাটাও বিরাট সৌভাগ্যের ব্যাপার ।অনেক ধন্যবাদ সিগন্যাস ভাই ।
২| ১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! ভালো অভিজ্ঞতা। একটা মেসেজ আছে।
শুভকামনা প্রিয়তারেক ভাইকে।
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭
তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় পদাতিক ভাই ,
চোখ সৃষ্টিকর্তার একটা বড় নিয়ামত , আমরা সুন্দর ভাবে চলাফেরা করতে পারছি এটা অনেক বড় পাওয়া ।
৩| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: আমার দাদা অন্ধ হয়ে গিয়েছেন হঠাত করে।
জন্ম অন্ধের চেয়ে হুট করে অন্ধ হয়ে যাওয়া টা অনেক কষ্টের।
আপনি নিজের চোখে দেখা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৪
তারেক_মাহমুদ বলেছেন: এই সুন্দর পৃথিবীটাকে দেখতে না পারার চেয়ে কষ্টের আর কিছু নেই ,আপনার দাদার ঘটনাটা শুনে খারাপ লাগলো ।অনেক ধন্যবাদ রাজীব ভাই ।
৪| ১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর অভিজ্ঞতা বর্ণনায় ধন্যবাদ।
১০ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬
তারেক_মাহমুদ বলেছেন: মাইদুল ভাই ,আপনার নতুন লুক ভাল লাগছে ,সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
৫| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
ভুয়া মফিজ বলেছেন: সৃষ্টিকর্তার অনুগ্রহকে আমরা মুল্যায়ন করি কম। কোনকিছু না থাকলেই এর মর্ম বুঝা যায়।
''দাত থাকতে দাতের মর্যাদা দেওয়া হয় না'', এরকমের আরো বহু প্রবাদ আছে। তবে সেগুলো প্রবাদেই সীমাবদ্ধ, ব্যক্তিজীবনে এর প্রভাব সীমিত।
শেষের লাইন দু'টি খুবই গুরুত্বপূর্ন।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই ,আপনি ঠিকই বলেছেন আমরা দাত থাকতে দাতের মর্ম বুঝি না ।অনেক শুভেচ্ছা ।
৬| ১০ ই জুলাই, ২০১৮ রাত ৯:০০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আলহামদুলিল্লাহ। আমরা কত ভালো থাকার পরও শোকরানা আদায় করি না...
১১ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫০
তারেক_মাহমুদ বলেছেন: সৃষ্টি কর্তা আমাদের চোখ দিয়েছেন এজন্য আমাদের শুকরিয়া করা উচিত ।অনেক ধন্যবাদ তালগাছ ভাই ।
৭| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:২৩
জাহিদ অনিক বলেছেন:
হুম !! ঠিকই বলেছেন তারেক মাহমুদ ভাই ।
আমাদের যা আছে তাই নিয়েই কিছুটা ভালোবাসে বেঁচে থাকা যায়। অথচ আমাদের চাই চাই স্বভাব
১১ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৭
তারেক_মাহমুদ বলেছেন: চাওয়া দোষের কিছু নয়, প্রত্যাশা না থাকলে কিছুই পাওয়া যায় না, তবে মাঝেমাঝে নিচের দিকেও একটু তাকানো উচিত, আমরা সুস্থ আছি এটাও একটা বড় নিয়ামত।
৮| ১২ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:০২
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ঠিক বলেছেন ভাই৷ । আপনার ভাবনাগুলো ভালো লাগলো ।
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪২
তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই
৯| ১৩ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫১
রাকু হাসান বলেছেন: ঠিক অনেক অনেক ভাল আছি ,সুখে আছি .।শুকরিয়া করে শেষ করা যাবে না । +
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪
তারেক_মাহমুদ বলেছেন: সুন্দর সুস্থভাবে বেচে থাকাটাই অনেক বড় ব্যাপার। অনেক ধন্যবাদ রকু হাসান ভাই।
১০| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৬
মোঃ মাইদুল সরকার বলেছেন:
প্রসংশা পেতে কার না ভাল লাগে। ধন্যবাদ।
কেমন আছেন ভাই?
বেশি ব্যস্ত নাকি ? নতুন পোস্ট নেই?
১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫
তারেক_মাহমুদ বলেছেন: ইদানীং নতুন লেখা মাথায় আসছে না, তাই চুপ আছি। অনেক ধন্যবাদ মাইদুল ভাই।
১১| ১৬ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০২
সামু পাগলা০০৭ বলেছেন: অন্ধ লোকটির প্রতি আপনার আন্তরিকতা মুগ্ধ করল।
আর সত্যিই, আল্লাহ দয়ালু, কাউকে একদিকে না দিলে অন্যকয়েক দিকে এত বেশি তীক্ষ্ণ করে দেন যে মানুষটি স্পেশাল হয়ে যায়।
আমি আল্লাহর কাছে অনেককিছু নিয়েই কৃতজ্ঞতা প্রকাশ করি, সবচেয়ে বেশি কৃতজ্ঞতা থাকে দৃষ্টিশক্তির জন্যে। আমি ভাবতেও পারিনা আমার জীবনটা কত অপূর্ণ হতো, যদি সুন্দর পৃথিবীটা দুচোখ ভরে দেখতে না পারতাম।
মানুষজন কত ছোট ছোট বিষয়ে মন খারাপ করে! বার্থডে পার্টিতে প্রিয় বন্ধুর উপহারটি মনমতো হয়নি, পোষা কুকুরটি এক বেলা ঠিকমতো খেলোনা, কাজ করতে গিয়ে হাত একটু কেটে গেল। এমন হাজারো ছোট কারণ নিয়ে মন খারাপ করে কেউ কেউ, আর অনেকে বড় সব সংঘর্ষে হাসিমুখে জয়ী হয়!
আপনার পোস্টটির বক্তব্য অসাধারণ। পোস্টে লাইক।
শুভেচ্ছা।
২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১২
তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় সামু পাগলা০০৭ আপু
প্রথমেই দেরীতে প্রতি উওর করার জন্য দুঃখিত। কিছু ভাবনা মানুষকে অনেক হতাশা থেকে বাচায়। চোখ সৃষ্টিকর্তার অপূর্ব নিয়ামত, আপনি ঠিকই বলেছেন অনেক ছোট ছোট বিষয়ে আমরা কষ্ট পাই অথচ কিছু মানুষ চোখ ছাড়াও দুনিয়াতে দিব্যি চলাফেরা করে বেড়াচ্ছে, তাদের কথাও আমাদের ভাবা উচিত।
অনেক ধন্যবাদ ও শুভকামনা।
১২| ১৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:০১
খায়রুল আহসান বলেছেন: সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকাটা আল্লাহ রাব্বুল 'আ-লামীন এর সবচেয়ে বড় নেয়ামত। আমরা প্রায়ই এ কথাটা বিস্মৃত হয়ে থাকি এবং সুস্থ থাকার জন্য আল্লাহ'র শুকরিয়া আদায় করিনা।
সকল প্রতিবন্ধীর চেয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের অসুবিধা ও কষ্ট হয় সবচেয়ে বেশী। আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধীর প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ।
পোস্টে প্লাস রেখে গেলাম। + +
২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১৮
তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় খাইরুল আহসান স্যার। প্রথমেই দেরিতে প্রতি উওরের জন্য দু ঃখিত
আপনার বক্তব্যের সাথে সহমত, অনেক শুভকামনা, আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৩৩
সিগন্যাস বলেছেন: অমরত্ব না পাওয়া পর্যন্ত মানুষের চাওয়া পাওয়া শেষ হবে না