নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

ঈদের ছুটি ও আমার গ্রাম (১০০তম পোষ্ট)

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০২


ঈদ মানেই নাড়ির টানে গ্রামে ফিরে যাওয়া, সেটা যত কষ্টই হোক। কত ঝক্কিঝ্যমেলার পর অবশেষে ছায়াসুনিবিড় নিজ গ্রামে পৌছানো। যানজট আর ধুলাবালির শহরে হাপিয়ে ওঠা মানুষগুলো মাত্র কয়েকদিনের স্বস্তি আর প্রিয়জনের সানিধ্য পাওয়ার লোভে শত বাধা অতিক্রম করে নিজে গ্রামে ফেরে।

আমাদের গ্রামটা সত্যিকারের গ্রাম বলতে যা বোঝায় তার সব বৈশিষ্ট্যই আছে। আছে দিগন্তজোড়া ফসলের মাঠ,সবুজ বন বনানী, গাছে গাছে পাখিদের গান। গ্রামের প্রতিটির বাড়ির উঠানের পাশেই গাছে গাছে ঝুলে আছে আম, কাঠাল,নারকেল, জাম্বুরা,পেয়ারসহ কত্ত কত্ত ফল। যেগুলো খাওয়ার জন্য ফরমালিন নামক বিষের কথা একবারও ভাবতে হয় না। টিউবওয়েল চাপলে গপ গপ করে বেরিয়ে আসে বিশুদ্ধ পানি যা পান করা যায় নিশ্চিন্তে। পথের পাশে দুষ্টু কাঠবিড়ালীর নির্ভিক ছোটাছুটি,কিংবা বুনো কবুতর, শালিকের নিশ্চিন্ত মনে খাবার খোজা।এবারতো একটা কচ্ছপকে রাস্তাপার হতে দেখলাম। একটু ভাবুন আপনার চোখের সামনে দিয়ে একটা কচ্ছপ রাস্তা পার হয়ে যাচ্ছে এমন দৃশ্য কজনে দেখেছেন?

ঈদ মানেই ছোটবেলার সব বন্ধুদের একসাথে পাওয়া। এদের অনেকেই ঢাকায় থাকে কিন্তু যান্ত্রিক এই শহরে দেখা হওয়ার সুযোগ এবং সময় কোথায়? বছরে দুই ঈদই সবাইকে মিলিয়ে দেয়। কত্ত কত্ত গল্প, ছেলেবেলার স্মৃতিচারন ,বর্তমান সময়ের গল্প আরও কত কি!

গ্রামের পাশদিয়ে বয়ে গেছে স্রোতহীন শান্ত নদী নবগঙ্গা।নদী ভাঙন নেই, তাই নদীটি এলাকাবাসীর জন্য শুধুই আশির্বাদ। নদীতে এখনও ব্রীজ নেই, তাই ডিঙি নৌকাই এলাকাবাসীর নদী পারাপারের একমাত্র ভরসা। ছেলেবেলার সেই তপু'দাই এখনও খেয়াঘাটের মাঝি। বংশপরস্পায় তপুদারাই এই এলাকার মানুষকে নদী পার করে যাচ্ছেন।

গ্রামে ছোট্ট একটা বাজার। গ্রামবাসী নিজ আঙিনায় লাগানো গাছের কচি লাউ,নিজের পরম যত্নে পালিত লাল গরুটার টাটকা দুধ, কিংবা ধান পাট বিক্রি করার জন্য এই বাজারেই আসে। আবার সেই টাকা দিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে বাড়ি ফিরে যায়। বাজারের শান বাধানো বটতলা বসে চায়ের সাথে আড্ডা।

ঈদ মানেই বারবার ফিরে যাওয়া নাড়ির টানে নিজ গ্রামে একটু শান্তির আশায়।

বিঃদ্রঃ
গত আটমাসে সামুর ব্লগারা আমাকে আপন করে নিয়েছেন পরম ভালবাসায় এজন্য সকলের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। ইদানিং সামুতে সময় বেশি সময় দিতে পারছি না তাই সবার লেখা পড়া ও মন্তব্য করা হচ্ছে না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আশাকরি খুব তাড়াতাড়িই আবারও নিয়মিত হতে পারবো।

মন্তব্য ৫২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:০৯

বিজন রয় বলেছেন: ঢাকা ছেড়ে আমারো গ্রামে যেতে খুব ইচ্ছে করে।

আপনার লেখা দিয়ে সে সাধ পূরণ করলাম।

++++

নিয়মিত হন।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৭

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় বিজন দা। আমাদের সবারই মাঝে মাঝে গ্রাম থেকে ঘুরে আসা দরকার।

চেষ্টা করবো নিয়মিত হওয়ার।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩

বিজন রয় বলেছেন: ১০০তম পোস্টের অভিনন্দন!
শুভকামনা রইল।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ বিজন দা। আপনার জন্য শুভেচ্ছা রইলো।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৪

তারেক ফাহিম বলেছেন: এবার কোন ছবি পেলুমনা 8-|

গ্রামের ছব্গিুলো দেখতে কারনা ভালো লাগে।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: আপনার জন্য আমার গ্রামের একটি ছবি পোষ্ট করলাম। অনেক ধন্যবাদ তারেক ফাহিম ভাই।

৪| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯

ভুয়া মফিজ বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা!
গ্রামে থাকা আমারও খুব পছন্দ, যদিও সেভাবে গ্রামে থাকা হয়নি কখনও!

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০১

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ মফিজ ভাই।

গ্রামে না থাকলেও আমাদের মাঝে মাঝে বেড়াতে যাওয়া উচিত। মন্তব্যে অনেক ভাললাগা।

৫| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩০

পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন প্রিয় তারেকভাইকে, পোস্টে তিন অঙ্কের মাইল ফলকে পৌছানোর জন্য। আপনার গ্রমটি সত্যিই সুন্দর। পাশদিয়ে বয়ে যাওয়া নদী বা খাল হলে আমার দৃষ্টিতে গ্রামটি যেন পরিপূর্ণতা পায়।

শুভ কামনা প্রিয় তারেকভাইকে।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:০৯

তারেক_মাহমুদ বলেছেন: সুপ্রিয় পদাতিক ভাই
আপনাকে পেয়ে ভাল লাগলো। নদী খাল বিল বাজার এসবই গ্রামের সৌন্দর্য।

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও আপনার জন্য শুভ কামনা।

৬| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৭

স্রাঞ্জি সে বলেছেন: বিজন রয় বলেছেন: ঢাকা ছেড়ে আমারো গ্রামে যেতে খুব ইচ্ছে করে।
বিজন'দা আপনি শহরে শান্তিতে আছেন। শান্তিতে থাকেন। গ্রামে যেতে হবে না। B:-)


শততম পোস্টে অভিনন্দন।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭

তারেক_মাহমুদ বলেছেন: স্রাঞ্জি সে ভাই, ঢাকা ছেড়ে না গেলেও সবারই অন্তত বছরে একবার গ্রামে বেড়াতে যাওয়া উচিৎ। আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভাই নাকি আপু তাইতো জানিনা।

৭| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: শততম পোষ্টের জন্য অভিনন্দন !!!
অনেক অনেক শুভ কামনা :)

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৯

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় মনিরা আপু।

৮| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৪

জাহিদ অনিক বলেছেন:



রাস্তার উপর দিয়ে কচ্ছপ পার হয়ে যেতে আমি দেখি নাই--
সেঞ্চুরিয়ান পোষ্টের শুভেচ্ছা--

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৭

তারেক_মাহমুদ বলেছেন: কচ্ছপের রাস্তা পার হওয়ার দৃশ্য সচারচর চোখে পড়ে না তাই দেখাই স্বাভাবিক। অনেক ধন্যবাদ সুপ্রিয় জাহিদ অনিক ভাই।

৯| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৫

সুমন কর বলেছেন: শততম পোস্টের জন্য শুভেচ্ছা রইলো.....

আর আপনার ছুটি ও গ্রামের কথা পড়ে ভালো লাগল। +।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: সুমন ভাই আশাকরি ঈদ ভাল কাটলো। পাঠ লাইক ও সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

১০| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৭

এস. এ. সাগর বলেছেন: অভিনন্দন।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪১

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা সুপ্রিয় সাগর ভাই।

১১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৯

মিথী_মারজান বলেছেন: শততম পোস্টে অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া।
ছোটবেলা থেকেই আমার আফসোস, জীবনে কোনদিন ঈদ উপলক্ষে ভীড় ঠেলে গ্রামে গেলাম না জন্য। ভীড় ঠেলাঠেলি বড় কথা না, আসলে নাড়ীর টানে ঘরে ফেরার তাগাদাটাই আমাকে খুব টানে।
মফস্বল টাইপ গ্রাম আমার ভালো লাগেনা। কাঠবেড়ালী ছুটে বেড়ানো, কচ্ছপের নির্বিঘ্নে রাস্তা পারাপার এমন নির্মল গ্রামগুলোই আমার পছন্দ।

আপনার গ্রাম আর নবগঙ্গা নদীটির জন্য ভালোবাসা রইল আমার।

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

তারেক_মাহমুদ বলেছেন: সুপ্রিয় মিথি আপু
আপনার চমৎকার মন্তব্যে মুগ্ধ হলাম। আসলে গ্রাম হতে হবে সত্যিকারের গ্রাম। তবে গ্রামগুলোতে এখন উন্নয়নের ছোয়া লেগেছে কচ্ছপ কিংবা কাঠবিড়ালীর বসবাস করা সত্যি কষ্টকর হয়ে দাড়িয়েছে। আমাদের গ্রামও তার ব্যতিক্রম নয়, তবে লোকসংখ্যা কম হওয়ায় কারণে এখনো এরা টিকে আছে।

অনেক অনেক ধন্যবাদ আপু।

১২| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: এই শহর আমাদের সব রস নিগড়ে নিচ্ছে।
তাই সময় পেলেই আমাদের গ্রামে ফিরে যাওয়া উচিত।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

তারেক_মাহমুদ বলেছেন: একদম সঠিক বলেছেন প্রিয় রাজীব ভাই। নিরন্তর শুভেচ্ছা আপনার জন্য।

১৩| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: একেবারে সবলীল বর্ণনা, ইচ্ছে করছে তপুদার খেয়ায় চড়ে নবগঙ্গা পাড়ি দিতে। আর কয়েকটা ছবি দিলে পারতেন।

২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২০

তারেক_মাহমুদ বলেছেন: সাদা মনের মানুষ ভাই

আপনার মন্তব্যে অনেক মুগ্ধতা ছুয়ে গেল আমায়। হুম ছবি দিলে ভাল হতো, পরবর্তীতে অন্যকোন পোষ্টে অনেক অনেক ছবি দেবো।

আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা।

১৪| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের কোন এলাকায়?

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২২

তারেক_মাহমুদ বলেছেন: সুপ্রিয় চাঁদগাজী ভাই এটা নড়াইল জেলার একটি গ্রাম, যার নাম ব্রাক্ষণ ডাঙ্গা।

১৫| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:১১

দৃষ্টিসীমানা বলেছেন: পোষ্টে অনেক ভাল লাগা রইল ।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৩

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ দৃষ্টিসীমানা ভাই।

১৬| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

সনেট কবি বলেছেন: ১০০তম পোস্টের অভিনন্দন!

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৪

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ও শুভকামনা সুপ্রিয় সনেট কবি।

১৭| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৩৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সব বৈশিষ্ট্য ওয়ালা গ্রাম পাওয়া খুব কঠিন। যেমন - আমার নানা ও দাদার বাড়িতে নদী বা খাল পেরুতে হয় না। আর আধুনিকতার কারণে দুই গ্রামই এখন অনেকটা শহুরে...

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: আমাদের নড়াইল বাংলাদেশে সবচেয়ে অবহেলিত অঞ্চল তাই অন্য এলাকার তুলনায় উন্নয়ন অনেক কম হয়েছে তাই এখনো প্রকৃত গ্রাম খুজে পাওয়া যায় আমাদের এলাকায়। অনেক ধন্যবাদ তালগাছ ভাই।

১৮| ২৮ শে আগস্ট, ২০১৮ রাত ২:২০

উম্মে সায়মা বলেছেন: ওয়াও! ১০০তম পোস্টের জন্য অভিনন্দন তারেক ভাই।
আপনার আইডিয়াল গ্রামের বর্ণনা খুব ভালো লেগেছে :)
আমিও গ্রামে যেতে চাই :| কতদিন গ্রামে যাইনা!!

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৫

তারেক_মাহমুদ বলেছেন: আরে সায়মা আপু যে,

অনেক ধন্যবাদ আপু, দেশে আসলে অবশ্যই গ্রামে বেড়াতে যাবেন।

১৯| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:১৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গ্রামে ঈদের আনন্দই আলাদা।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা মাইদুল ভাই।

২০| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১

নতুন নকিব বলেছেন:



১০০ তম পেীঁছে যাক, ১০০০ কিংবা তারও পরের ঘরে!

শুভকামনা সুন্দর পোস্টে।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা নকিব ভাই।

২১| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৭

সামিয়া বলেছেন: অভিনন্দন

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সামিয়া আপু।

২২| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৬

তারেক ফাহিম বলেছেন: আপনার শততম পোষ্ট দেখে হিংষে হচ্ছে ;)
ও, হ্যাঁ, অভিনন্দন জানবেন শততম পোষ্টে।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

তারেক_মাহমুদ বলেছেন: ইদানীং বেশি অলস হয়ে গেছি নাহলে এটা ২০০ হতে পারতো। আপনিও সময় করে লিখুন।

২৩| ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: বোঝাই যাচ্ছে আপনাদের গ্রামখানি ছবির মতন।

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: ঠিকই বলেছেন সাধু ভাই। অনেক শুভ কামনা ও ভালবাসা নিবেন।

২৪| ২৮ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫২

আহমেদ জী এস বলেছেন: তারেক_মাহমুদ ,





আপনার তপু'দার মতোই আপনিও যেন আমাদের স্বপ্নের এক নদী পার করিয়ে আনলেন । সে নদীতে সাঁতার কাটতে কাটতে হৃদয়ের গহীন কোনে বেজে উঠলো কবিতার সেই সুর ----
তুমি যাবে ভাই ! যাবে মোর সাথে
আমাদের ছোট গাঁয়
গাছের ছায়ায় , লতায় পাতায়
উদাসী বনের বায় ..


শততম পোস্ট হাযারে গড়াক ..........

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪

তারেক_মাহমুদ বলেছেন: আহম্মেদ জি এস ভাইয়া

কিছু মানুষের মন্তব্য পেলে মনটা মুগ্ধতায় ভরে ওঠে আপনি তাদেরই একজন। আপনার মত গুনি মানুষের কাছ থেকে এমন সুন্দর মন্তব্য আমার জন্য পরম পাওয়া।

আপনার সুস্থ ও সুন্দর জীবন কামনা করি।

২৫| ২৮ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০২

কাওসার চৌধুরী বলেছেন:



তারেক ভাই, শততম পোস্টের জন্য শুভেচ্ছা ৷আশা করি ব্লগে আপনার হাজারতম পোস্ট পাব ৷ঈদের ছুটিতে গ্রামকে নিয়ে লেখাটা দারুন হয়েছে ৷

২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় কাওসার চৌধুরী ভাই

ব্লগে ইদানিং কম সময় দেওয়ার কারনে আপনার সাথে মিথস্ক্রিয়া অনেক কমে গেছে। কেমন আছেন? ঈদ কেমন কাটলো?

শুভ কামনা ও ভালবাসা।

২৬| ২৯ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৯

চাঙ্কু বলেছেন: শততম পোস্টের শুভেচ্ছা!
গ্রামে চলে যেতে মঞ্চায়!

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২

তারেক_মাহমুদ বলেছেন: মন যখন চায় তখন একবার ঘুরেই আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.