নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমার গ্রাম( ছবির ব্লগ)

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৪


কিছুদিন আগে ঈদের ছুটি ও আমার গ্রাম পোষ্টে অনেকেই আমার গ্রামের ছবি দেখতে চেয়েছিলেন। এবার গ্রামে গিয়ে খুব একটা ছবি তোলা হয়নি তাই ৩ মাস আগে তোলা  পুরানো কিছু ছবি শেয়ার করলাম। গ্রামবাসীর ফসলের ক্ষেতে সেচের সুবিধার জন্য গ্রামের পাশদিয়ে ব্রাক্ষণডাঙ্গার খাল কাটা হয়, গ্রামের পূর্বপাশ দিয়ে বয়ে গেছে এই ছোট খাল। 
গ্রামের এই খালটি দেশি প্রজাতির মাছে পরিপূর্ণ। যেমন: পুঠি, টেংরা, কই,শোল,টাকিসহ নানা প্রজাতির দেশি মাছ পাওয়া যায়। সুযোগ পেলেই গ্রামের ছেলেরা দলবেঁধে নেমে পড়ে মাছ শিকারে। ছবিটি শুকনো মৌসুমে তোলা এখন খালটি পানিতে টইটুম্বুর।  গ্রামের অধিকাংশ বাড়ির আঙিনায় লাউয়ের মাচায় ঝুলে থাকে এমন সবুজ কচি লাউ। কচি লাউলের সাথে দেশি চিংড়ি মাছের চচ্চড়িকে অমৃত বললেও ভুল হবে না।  এটাই সেই নবগঙ্গা নদী, গ্রামবাসীকে নদী পার করে দিচ্ছেন আমাদের প্রিয় তপু'দা। এভাবেই যুগের যুগ তপু'দার পরিবার গ্রামবাসীকে খেয়া পারের দায়িত্ব পালন করে যাচ্ছেন। গ্রামের দিগন্তজোড়া ফসলের মাঠ, ধান পাট, সবজী সবই চাষ হয় এই মাঠে।
গ্রামের  কাচা রাস্তাগুলি এখন পাকা হয়েছে,তবে নসিমন করিমন নামক ভটভডির অত্যাচার বেড়ে গেছে। গ্রামে এখন পায়ে চালিত ভ্যানের জায়গা ইঞ্জিন চালিত ভ্যান,ও ইজিবাইক দখল করে নিয়েছে।  গ্রামের পথের পাশে এমন সুন্দর  পাতাবাহার গাছের দেখা পাওয়া যেগুলি শহরের অনেক বাসার বেলকনির সৌন্দর্য বৃদ্ধি করে তবে গ্রামের পথের পাশে পড়ে থাকে অনাদর অবহেলায়।

ছবিগুলো মোবাইল ফোনে তোলা। আশাকরি ছবিগুলো ভাল লাগবে।






মন্তব্য ৬৪ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫১

লায়নহার্ট বলেছেন: {গ্রামটি কোথায়?}

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৬

তারেক_মাহমুদ বলেছেন: নড়াইল জেলার লোহাগড়া থানায়,

ধন্যবাদ ভাই লায়নহার্ট।

২| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৪

স্রাঞ্জি সে বলেছেন: আহা! লাইন ধরে মাছ ধরা....... খুব মজার।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৮

তারেক_মাহমুদ বলেছেন: আসলেই লাইন ধরে মাছ ধরার দৃশ্যটি আমারো খুব ভাল লেগেছিল তাই ছবিটি দুইবার দিয়েছি।

অনেক ধন্যবাদ স্রাঞ্জি সে আপু।

৩| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৫৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোরম।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

তারেক_মাহমুদ বলেছেন: মোবাইল ক্যামেরায় তোলা ছবি ক্যামেরা ভাল হলে ছবিগুলো আরো ভাল হতে পারতো।

ধন্যবাদ রাজীব ভাই।

৪| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০১

বাকপ্রবাস বলেছেন: মনরোম দৃশ্য।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৯

তারেক_মাহমুদ বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই বাকপ্রবাস।

৫| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১০

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! মনোমুগ্ধকর।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২১

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় পদাতিক চৌধুরী ভাই

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

৬| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২০

আখেনাটেন বলেছেন: মাছ ধরার দৃশ্যটা তো জটিল। :D

গ্রামের সবুজের প্রশংসা না করে পারা যায় না।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

তারেক_মাহমুদ বলেছেন: এমন লাইন ধরে মাছ ধরার দৃশ্য সত্যি মনোরম,অনেক ধন্যবাদ ভাই আখেনাটেন।

৭| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৩

রাকু হাসান বলেছেন: মাছ ধরার ও পাতা বাহার খুব নজর কাড়ছে । তপুদা কে সাধুবাদ জানাই । মোবাইল দিয়ে তোলা ! যথেষ্ট সুন্দর তুলেছেন । ++

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৮

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় রাকু হাসান

তপুদাকে অবশ্যই এলাকার সবারই ধন্যবাদ জানানো উচিত। আপনার প্রশংসা পেয়ে ভাল লাগলো। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

৮| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৭

নীলপরি বলেছেন: দারুণ লাগলো ।++

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৮

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নীলপরি আপু।

৯| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

চাঁদগাজী বলেছেন:



বছর খানেক আগে, আপনার থানার কোন ১ গ্রামের অনেক বাচ্চার ছবি দিয়েছিল, যারা স্কুলে যায় না, নামটা ভুলে গেছি, এক সময় হিন্দু এলাকা ছিলো।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৬

তারেক_মাহমুদ বলেছেন: গ্রামের নাম বাড়িভাঙ্গা হতে পারে, এই গ্রামের এস এ টিভির সাংবাদিক সাত্তার ভাই এমন একটি রিপোর্ট করেছিলেন, উনি তার গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান। যে বাচ্চাদের ছবি দিয়েছিলেন তাদের সবাই স্কুলে যায়না সেটা সঠিক নয় । তবে আমাদের নড়াইল জেলার অনেক গ্রামই এখনো অনুন্নত, রাস্তাঘাট ব্রিজ অন্যান্য জেলার তুলনায় কম। এলাকাবাসী প্রতি ভোটে আ. লীগকে ভোট দেয় কিন্তু সরকার এই জেলার দিকে নজর দেয় না। তারা ধরেই নিয়েছে উন্নয়ন করলেও এরা ভোট দেবে না করলেও দেবে তাই এই এলাকার দিকে সরকার কোন নজর নেই।

১০| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৭

শাহিনুর ইসলাম শিহাব বলেছেন: একটা সময় আমিও এই ভাবে মাছ ধরেছি।

৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩১

তারেক_মাহমুদ বলেছেন: আমিও এভাবে দলবেঁধে মাছ ধরেছি। অনেক ধন্যবাদ শিহাব ভাই।

১১| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৭

শাহরিয়ার কবীর বলেছেন:

আপনার ছবি ব্লগ দেখে গ্রামের কথা মনে পড়ে গেল।

সুন্দর ছবি ব্লগ এবং সেই সাথে বর্ণনা
অনেক অনেক ভালো লাগা রইলো ভাই।

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় শাহরিয়ার কবির ভাই

আপনার মন্তব্যে মুগ্ধ হলাম, গ্রাম আমাদের শেকড় গ্রামের সাথে সবারই যোগাযোগ রাখা উচিত।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

১২| ৩০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৯

সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগলও, আমিও গ্রাম ভালবাসি, একদিন চলে যাব!

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

তারেক_মাহমুদ বলেছেন: শাহদাত ভাই

পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভ কামনা।

১৩| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশের সব গ্রামের ছবি প্রায়ই এক
মেঠো পথ, সবুজের সমারোহ, ফসলের ক্ষেত,
নদী, পাখি, মাছ ধরা, পৃথক করা যায়না

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

তারেক_মাহমুদ বলেছেন: হুম বাংলার গ্রামগুলো এমনই , অনেক ধন্যবাদ নুরু ভাই।

১৪| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৭

অব্যক্ত কাব্য বলেছেন: দারুন

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই অব্যক্ত কাব্য।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

বর্ণা বলেছেন: গ্রাম সত্যি অনেক ভাল লাগে।

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

তারেক_মাহমুদ বলেছেন: থ্যাংকু বর্ণা আপুমনি।

১৬| ৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছবিগুলো দেখে নিজের গ্রামের কথা মনে পড়ে গেল। অবশ্য আমার জন্ম শহরে। দাদার বাড়িকেই নিজের গ্রাম বলতে হয়...

৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: তালগাছ ভাই

গ্রামের ছবি সবাইকেই নস্টালজিক করে, আমাদের সন্তানদেরকে অবশ্যই গ্রামের পরিবেশের সাথে পরিচিত করা উচিত।

১৭| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০১

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল।

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০১

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় সুমন ভাই।

১৮| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৪৫

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর ছবি ব্লগ, তবে ছবির রেজ্যুলেশন আরো কমানো উচিৎ

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: সাদা মনের মানুষ কামাল ভাই

ছবি সম্পর্কে আমার জ্ঞান একেবারে ০, মোবাইলে ছবি তুলেছি এবং কোন প্রকার এডিট ছাড়াই মোবাইল থেকে সরাসরি পোষ্ট করেছি। ফটো এডিট করাটা এবার শিখতে হবে মনে হচ্ছে।

অনেক ধন্যবাদ ও শুভ কামনা।

১৯| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:০৩

শামচুল হক বলেছেন: গ্রামের ন্যাচারাল ছবি দেখতে খুবই ভালো লাগল। ধন্যবাদ আপনাকে।

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: শামচুল ভাই

আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগলো।

আপনাকেও ধন্যবাদ।

২০| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: দারুন পোস্ট।


চিংড়ি লাউ আমার পছন্দের খাবার...:)

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২

তারেক_মাহমুদ বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া/নিজাম ভাইয়ের প্রতিক্রিয়া

আপনার মন্তব্যে আনন্দিত।

পুনুশ্চঃ কচি আর চিংড়ি আমার খুব ফেবারিট আপনার ফেবারিট জেনে ভাল লাগলো।

২১| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ৯:৪৯

সনেট কবি বলেছেন: মনরোম দৃশ্য।

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় কবি।

২২| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৩

উম্মে সায়মা বলেছেন: প্রথম ছবিটা তো খুব মজার! আমার কখনো এমন ঘটা করে মাছ ধরতে দেখা হয়নি।
নৌকা দেখলেই আমার চড়তে মন চায় :)
ছবিব্লগে +++

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

তারেক_মাহমুদ বলেছেন: উম্মে সায়মা আপু

আমাদের গ্রামের খালের পানি যখন কমে আসে তখন গ্রামের ছেলেরা এভাবেই দলবেঁধে হাত দিয়ে মাছ ধরতে নেমে পড়ে। ছোট বেলায় আমিও এরকম হাতড়িয়ে মাছ ধরেছি। এক থেকে দেড় ঘন্টার মধ্যে সবাই হাড়ি ভর্তি মাছ নিয়ে বাড়ি ফিরে যায়।

অনেক ধন্যবাদ আপু।

২৩| ৩০ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৪৪

শিখা রহমান বলেছেন: তারেক খুব সুন্দর ছবিগুলো। অনেক অনেক বছর গ্রামে বেড়াতে যাওয়া হয় না। তোমার ছবি ব্লগ নস্টালজিক করে দিলো।

ভালো থেকো। শুভকামনা।

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: শিখা আপু

আমার ছবিগুলো আপনাকে নস্টালজিক করেছে জেনে ভাল লাগলো। সময় সুযোগ করে একবার গ্রামে বেড়িয়ে আসুন।

২৪| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ১:২৪

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হ্যা যথেষ্ট ভালো লাগলো ছবিগুলো, গ্রামের প্রাণবন্ত জীবন্ত রূপ ফোটে উঠেছে ছবিগুলোতে, মনোমুগ্ধকর আপনার গ্রাম।

মুগ্ধ হয়ে গেলাম ভাই

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

তারেক_মাহমুদ বলেছেন: নয়ন ভাই

সুন্দর মন্তব্যে অনেক ভাললাগা। ভাল থাকুন সবসময়।

২৫| ৩১ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:১৯

নীলসায়র বলেছেন: আমাদের গ্রামখানি ছবির মতন

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

তারেক_মাহমুদ বলেছেন: বাংলার গ্রামগুলো আসলেই ছবির মত সুন্দর। অনেক শুকরিয়া ।

২৬| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ছবি তো মাত্র দুটো, কিন্তু বর্ণনা পড়ে মনে হলো আরো ছবি ছিল। তপুদা, খেয়ানৌকা, ইত্যাদি।

মাছ মারার ছবিগুলো দেখে নস্টালজিক হয়ে গেলাম। মনে হলো আমিও ওখানে আছি। আমার কৈশোরকে খুঁজে পেলাম।

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২০

তারেক_মাহমুদ বলেছেন: সোনাবীজ ভাই

ছবি দুইটা নয়, আটটা ছবি। আপনার নেট কানেকশন দূর্বল মনে হচ্ছে।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৭| ৩১ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৯

নাবিলা নিতু বলেছেন: আমি কখনো গ্রামে থাকিনি তবে গ্রাম আমার খুব ভালো লাগে

৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:২৩

তারেক_মাহমুদ বলেছেন: নাবিলা নিতু আপু

বাংলার গ্রাম ছবির মতই সুন্দর, না থাকলেও বেড়াতে যেতেতো দোষ নেই।
অনেক ধন্যবাদ।

২৮| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৮

পুলক ঢালী বলেছেন: ইস্ কি সুন্দর ঝকঝকে ছবি কিভাবে এত বড় ছবি পোষ্ট করেন যদি বলতেন খুশী হতাম। সাদা ভাইয়ের পরামর্শটা বুঝিনি আমি রেজ্যুলেশন বাড়ালে এমবি বেড়ে যায়। গ্রামের সবুজ শ্যামল মনকারা ছবি সব সময়ই ভাল লাগে। ভাল থাকুন তারেকভাই।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৫

তারেক_মাহমুদ বলেছেন: সুপ্রিয় পুলক ঢালী ভাই
ছবিগুলো অপ্পো এ ৩৭ মোবাইল ফোনে তোলা এবং সরাসরি মোবাইল থেকে ব্লগে পোষ্ট করেছি তারপরই দেখছি ছবিগুলো এত বড় দেখাচ্ছে । সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২৯| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৪

হাসান জাকির ৭১৭১ বলেছেন: চমৎকার!
ভাল লাগল।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৬

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ হাসান জাকির ভাই ।

৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫

সপ্রসন্ন বলেছেন: মাছ ধরার এমন দৃশ্য এখন তেমন দেখা যায় না। মানুষ মনে হয় অলস (কিংবা আধুনিক) হয়েছে!
সুন্দর ছবি, প্রকৃত যে গ্রামবাংলা তার ছবি তুলে ধরেছেন!

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫০

তারেক_মাহমুদ বলেছেন: হুম এখন মানুষ অনেক ব্যস্ত এভাবে ঘটা করে মাছ ধরার সময় কোথায় । অনেক ধন্যবাদ সপ্রসন্ন ভাই ।

৩১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৫

নাইমুর রহমান পঝা বলেছেন: অত্যন্ত মনোরম।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২০

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ এবং সামু ব্লগে স্বাগতম নাইমুর রহমান ভাই।

৩২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: তারেক_মাহমুদ ,





ঝকঝকে সব ছবিতে নষ্টালজিক করে গেলেন । মাছধরা , সেচের খাল, ঝোলানো লাউ, সন্ধ্যার খেয়াপার ছবিগুলো অনবদ্য ।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২১

তারেক_মাহমুদ বলেছেন: আহমেদ জি এস ভাই

ছবিগুলো আপনাকে নস্টালজিক করেছে জেনে ভাল লাগলো। নিরন্তর শুভেচ্ছা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.