![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
শীতের আগমনী সকাল। গত কয়েকদিনের শেষ রাতের হালকা ঠান্ডা জানান দিচ্ছে শীত আসতে আর বেশি দেরি নেই।প্রকৃতি তার সব আয়োজন সম্পন্ন করে শীতকে স্বাগত জানানোর জন্য। কলাপাতার ফাক দিয়ে উঁকি দেওয়া সূর্যের স্নিগ্ধ কিরন,সবুজ ঘাসের উপর হীরক খন্ডের মত শিশিরকণা,ভোরের কুয়াশা, সবকিছুতেই যেন শীতকে স্বাগত জানানোর প্রস্তুতি।
এখন আর সেই খেজুরের রস নেই সাথে পিঠা পায়েস খাওয়ার ব্যাপারটাও হারাতে বসেছে,শীতের আনন্দটাই কেমন পানসে হয়ে গেছে।ছোটবেলায় হাড়কাপানো শীতের সকালে ঘুম থেকেই উঠেই ঢকঢক করে এক গ্লাস কাচা খেজুরের রস খেয়ে ঠকঠক করে কাপতে থাকার দিনগুলোকে বড্ড মিস করি। এখন আর কেউ শীতের সকালে আগুন জ্বালিয়ে তার চারপাশে বসে শীত নিবারনের চেষ্টা করে না। খেলার জায়গার অভাবে এখনকার বাচ্চারা শীতের রাতে আলো জ্বালিয়ে ব্যাডমিন্টন খেলার মজা থেকে বঞ্চিত। ফাস্টফুডের দৌরাত্ম্যে ভাপা পিঠা, রস চিতই,সেমাই পিঠা,কুলি পিঠা খাওয়ার প্রচলন একেবারেই নেই। শীতের সকালে খেজুর রসে ভেজানো চিতই পিঠা খাওয়ার প্রথা একেবারে বিলুপ্তির পথে। এখনকার বাচ্চারা আর পাটকাঠি দিয়ে নল বানিয়ে খেজুর রস চুরি করে খায় না।
তবুও শীত আসবে প্রকৃতি সেজে উঠবে বাহারি রঙিন ফুল আর শাকসবজিতে। ইতিমধ্যেই দোকানীরা শিম,মুলা,গাজর, ফুলকপি,বাধাকপি,পালং শাকের পসরা সাজিয়ে বিক্রি করে বসে গেছে। শিগ্রীই ঘন কুয়াশায় ঢাকা পড়বে মাঠঘাট পথ প্রান্তর।
শীতের ঐতিহ্যগুলো নষ্ট হয়ে গেলেও শীতের তীব্রতা কিন্তু কমে নি, এখনও উওরাঞ্চলের অনেক মানুষ শীতে কষ্ট পায়। আমাদের সবাইকে তাদের কথাটা মাথায় রাখতে হবে,পাশাপাশি উড়ে এসে জুড়ে বসা রোহিঙ্গাদের কথাটাও ভাবতে হবে। সবাইকে শীতের আগমনী শুভেচ্ছা।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৬
তারেক_মাহমুদ বলেছেন: শীতকাল আমার বেশ লাগে তবে ঠাণ্ডাজনিত অসুখগুলোকে খুবই ভয় পাই, অনেক ধন্যবাদ বিজন দা।
২| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪১
মোস্তফা সোহেল বলেছেন: আগেকার দিনের শীতকাল আর আমরা হয়তো ফিরে পাব না।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৯
তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল
আপনি ঠিকই বলেছেন সোহেল ভাই, শিতের আসল মজাটা এখন আর নেই। মন্তব্যের জন্য ধন্যবাদ ও শুভকামনা।
৩| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪২
টিয়া রহমান বলেছেন: শুভ সকাল।
শীতকালটা আসলে ভালোলাগারই জিনিস, আমার ও ভালো লাগে। ছবির জায়গা টা আমার পরিচিত মনে হচ্ছে, এটা কোন জায়গা বলবেন প্লিজ
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫
তারেক_মাহমুদ বলেছেন: শুভ সকাল টিয়া আপু
শীতকাল আসলে আমাদের অনেকেরই প্রিয় ঋতু। জায়গাটা কোথায় সেটা আমার জানা নেই গুগল মামার সহায়তায় ছবিটি পাওয়া। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
৪| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৯
সাগর শরীফ বলেছেন: শীতের সত্যিকারের আমেজ পেতে গ্রামেই যেতে হবে। শহরে বসে কি সেটা পাওয়া সম্ভব !
আর আমরা তো শীতের আমেজের চিন্তা করছি। কত মীতার্ত এবার চিন্তা করবে শীতটা যেন ভালভাবে এবং তাড়াতাড়ি কেটে যায়। কারণ সেটাও তাদের জন্য অভিশাপ হবে হয়ত। শীতের মজাটা নেওয়া তাদের হয় না।
সুন্দর লিখেছেন তারেক ভাই।
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০
তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ সাগর ভাই, আসলে ঢাকা শহরে মানুষের চাপে শীত ঢুকতেই পারে না, শীতের আমেজ পাওয়ার জন্য গ্রামেই যাওয়া উচিত। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: আগের দিনগুলো মনে পড়ে গেল।
ব্যাডমিন্টন, দাড়িয়াবান্দা, বলিভল আরও কত খেলা। হরেক রকম পিঠা।
+++++++++++++
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৫
তারেক_মাহমুদ বলেছেন: আসলেই আমাদের ছেলেবেলার শীতের দিনগুলো অনেক আনন্দময় ছিল। অনেক ধন্যবাদ মাইদুল ভাই।
৬| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০১
নজসু বলেছেন: এখন ফ্যান না দিলে গরম লাগে
আর ফ্যান দিলে ঠান্ডা লাগে।
শীতের আগমন
শুভেচ্ছা স্বাগতম।
শেষের দুটো লাইন বাদে,
পোষ্টের পুরোটাই শীতকালের মজা।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩০
তারেক_মাহমুদ বলেছেন: আপনি ঠিকই বলেছেন নজসু ভাই, পুরো পোষ্ট টি মজার করতে চেয়েছিলাম পরে ভাবলাম শিতার্ত মানুষের কথাও ভাবা উচিত।
৭| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৯
কথার ফুলঝুরি! বলেছেন: গ্রামেই হচ্ছে শীতের আসল মজা । শীতের পিঠা আর খেজুরের রস । আহারে কতদিন খাইনা প্রিয় খেজুরের রস
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩৩
তারেক_মাহমুদ বলেছেন: এখন ইটের ভাটার কারনে খেজুর গাছ বিলুপ্তির পথে তাই খেজুরের রস ও পাওয়া যায় না। অনেক ধন্যবাদ ফুলঝুরি আপু।
৮| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১
আরোগ্য বলেছেন: ঢাকাতে শীতের প্রভাব তেমনভাবে পরিলক্ষিত হয় না।
২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:১৪
তারেক_মাহমুদ বলেছেন: ঠিক বলেছেন একদিকে ঢাকায় গাছ নেই তার উপর অনেক বেশি মানুষ এ কারনেই শীত খুব বেশি পরিলক্ষিত হয় না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৩০
শাহরিয়ার কবীর বলেছেন:
ঢাকার শহরে তুষার পরা উচিৎ !!
সবচেয়ে গ্রমের শীতের সকাল বেশ উপভোগ্য !!!
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৮
তারেক_মাহমুদ বলেছেন: হা হা কেন ঢাকায় তুষার পড়া উচিত?
ঠিকই বলেছেন শহরের চেয়ে শীত উপলক্ষে গ্রামের মানুষের আয়োজন অনেক বেশি থাকে। অনেক শাহরিয়ার কবির ভাই।
১০| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪৯
পদাতিক চৌধুরি বলেছেন: শীতের আমাদের সঙ্গে চাই নলেন গুড়ের রসগোল্লা ।
শুভকামনা আপনাকে ।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২০
তারেক_মাহমুদ বলেছেন: আমাদের এখানে ভাপা পিঠা, রসের পিঠা,কুলি পিঠা ছাড়া শিতের মজা জমে না। অনেক ধন্যবাদ পদাতিক ভাই।
১১| ২২ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২০
পল্লব কুমার বলেছেন: মানুষ এগিয়ে চলে। থেমে থাকে না। ভাল খারাপ সব কিছু পিছনে রেখে সে চলে যায়।সামনে তাকিয়ে হাটতে গিয়ে পিছনের কথা মানুষের মনে থাকে না।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:২৩
তারেক_মাহমুদ বলেছেন: তাতো বটেই খারাপ কিছু পিছনে ফেলে আসাই ভাল, তবে আমাদের শীতের ঐতিহ্যগুলো ধরে রাখার চেষ্টা করা উচিত। অনেক ধন্যবাদ পল্লব ভাই।
১২| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১
রাজীব নুর বলেছেন: তারেক ভাই কেমন আছেন?
চাকরি কেমন চলছে?
শীতের শুভেচ্ছা।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি, আপনি কেমন আছেন? চাকুরী ভালই চলছে। আপনাকেও শীতের শুভেচ্ছা।
১৩| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪৮
শাহরিয়ার কবীর বলেছেন:
হা হা কেন ঢাকায় তুষার পড়া উচিত?
ঢাকার শীতের কোন মজা পাই না, একারনে তুষারপাত হওয়ার কথা বলেছি।
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১
তারেক_মাহমুদ বলেছেন: গতবার যে শীত পড়েছিল তাতে এবার আপনার তুষার দেখার স্বপ্ন সফল হয়ে যেতেও পারে।
১৪| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১২
ব্লগার_প্রান্ত বলেছেন: তারেক ভাই, তুষার পড়লে অনেক মানুষ মারা যাবেন!
২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৮
তারেক_মাহমুদ বলেছেন: বাংলাদেশে তুষার পড়ার সম্ভাবনা নেই তবে গতবার যে শীত পড়েছিল এবার ওই শীত পড়লে বা বেশি পড়লে অনেক মানুষ মারা যাবে।
১৫| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩
স্রাঞ্জি সে বলেছেন:
তারেক ভাই আজকেই আলমারি থেকে চাদর বের করলাম।
______
শীতের সেই আগেরকার মত আমেজ না থাকলেও। কিন্তু শাকসবজির ঠিকে আছে। যদিও এটাও বিলুপ্তির পথ ধরত। তাহলে আমাদের সোনার দেশটা কোথায় গিয়ে দাঁড়াত, খোদাই মালুম।
আর হ্যাঁ। আমি মনে করি রোহিঙ্গারা ভালই কাটে শীতে গত শীতে আমি দুদিন ছিলাম রোহিঙাদের ক্যাম্পে। ঐখানে মানুষের ঠাসাঠাসিতে একটা গরমভাব চলে আসে।
এটা আমার দুদিনের অভিজ্ঞতা। কিংবা তারা হয়ত আসলেই কষ্টেই আছে।
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: হুম আস্তে আস্তে শীতের কাপড় বের করতে হবে
শীতের সবজী থাকতেই হবে নাহলে আমরা খাবো কি?
অনেক মানুষ একসাথে থাকলে শীত কম লাগে এটা ঠিক, তবে তারা যে কষ্টে আছে সেটা বোঝার জন্য রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার প্রয়োজন নেই।
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই স্রাঞ্জি সে।
১৬| ২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
সৈকত জোহা বলেছেন: শীতকাল কারো জন্য ফ্যাশনের আবার কারো জন্য বেঁচে থাকার অনবদ্য লড়াই
২৩ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৯
তারেক_মাহমুদ বলেছেন: হুম গত কয়েক বছর শীতের তীব্যতা অনেক বেশি, এ কারনেই গরিবের জন্য শীতকাল মোটেই বিলাসিতার নয়।
১৭| ২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০১
সুমন কর বলেছেন: আহা !! কতো দিন খেজুরের রস খাই না..............!!
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১
তারেক_মাহমুদ বলেছেন: আসলেই তাই, এখনতো নীপা ভাইরাসের ভয়ে কেউ কাচা খেজুররস খায় না।মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৮| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪
ফারিহা হোসেন প্রভা বলেছেন: শীতকাল আমার খুব পছন্দের।
২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৩
তারেক_মাহমুদ বলেছেন: আমারো তবে সর্দী কাশি বড্ড কষ্ট দেয়, পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ফারিহা আপু।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২২
বিজন রয় বলেছেন: শুভসকাল।
আপনি কি শীত আগেই আনতে চান?
আমার কিন্তু শীতকাল খুব ভাল লাগে।