|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তারেক_মাহমুদ
তারেক_মাহমুদ
	পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
আজ সকাল থেকেই ভাবছিলাম সামুব্লগে পুরুষ দিবস নিয়ে অন্তত একটা পোষ্ট পাবো ।  কিন্তু দুঃখের বিষয় হল দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো তবুও একটাও পোষ্ট নেই পুরুষ দিবস নিয়ে তাই অনেকটা বাধ্য হয়েই নিজেই লিখতে বসে গেলাম। 
পুরুষ শব্দটি আজ নেগেটিভ শব্দে পরিণত হয়েছে। পুরুষ শব্দটি কেউ কেউ  অত্যাচারী ধর্ষক নারী নির্যাতনকারীর প্রতিশব্দ ভাবেন। দু'একজন কুলাঙ্গার এই শব্দটির মর্যাদাহানি করেছে তার জন্য পুরুষ সমাজ দায়ী নয়। ধর্ষক, নারী নির্যাতনকারীর সাথে পুরুষ শব্দটিকে গুলিয়ে ফেলা উচিত নয়। নারী দিবস নিয়ে বিশ্বে কতই না মাতামাতি, এতক্ষণে সামুতে পোষ্টের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতো কিন্তু পুরুষ দিবস নিয়ে সামুতেতো নেই ই ফেসবুকসহ কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন মাতামাতি নেই। 
একজন পুরুষ সংসারের জন্য কি  অমানুষিক পরিশ্রম করেন। একজন পুরুষ কখনো বাবা,কখনো ভাই, কখনো স্বামী,কখনো ছেলের ভুমিকায় থাকেন।একজন দায়িত্ববান পুরুষ সব ভুমিকায় নিজের সর্বোচ্চ শ্রম মেধা দিয়ে তার কর্তব্য যথাযথভাবে পালন করেন। পুরুষের ঘামে শ্রমে গড়ে উঠেছে এই আধুনিক সভ্যতা। একজন পুরুষ বটবৃক্ষের মত তার পরিবারকে আগলে রাখেন। নিজের শেষ রক্ত বিন্দুদিয়ে চেষ্টা করেন তার তার পরিবারকে ভাল রাখতে । নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিতে একবার ও চিন্তা করেন না। নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে যিনি কখনোই ভাবেন না। পরিবারের অন্যান্য সদস্যদের ভালথাকাই পুরুষের সুখ। 
পুরুষ তোমায় স্যালুট। 
বিঃদ্রঃ এই পোস্টের উদ্দেশ্য পৃথিবীর সব পুরুষকে শ্রদ্ধা জানানো, নারীর অবদান অস্বীকার করা নয়।
 ৩৩ টি
    	৩৩ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৮
১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৮
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ
২|  ১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৮
১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৮
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: দিবস পালন করে লাভ কি?
  ১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
তারেক_মাহমুদ বলেছেন: এইটা কি বললেন মামুন ভাই? যেকোনো দিবসে অতীতকে স্মরণ করা হয়, যেমন স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারি আবার নারী দিবস মা দিবসে পৃথিবীতে নারী কিংবা মায়ের ভুমিকা আমাদের জীবনে কতটুকু সেটা ভালভাবে বুঝতে পারি, আবার যেকোনো সচেতনতামুলক সেই জিনিষটি সম্পর্কে জানতে পারি। যেমন হাত ধোয়া দিবসে হাত ধোয়ার গুরুত্ব বুঝতে পারি। আশাকরি দিবসের উদ্দেশ্যগুলো বুঝতে পেরেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩|  ১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৬
জাতির বোঝা বলেছেন: 
আপনাকে শুভেচ্ছা।
  ১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৭
১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২৭
তারেক_মাহমুদ বলেছেন: আপনাকেও ভাই জাতির বোঝা ।
৪|  ১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫২
১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:৫২
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।
  ২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৪৮
২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ প্রিয় সনেট কবি।
৫|  ১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৭
১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:৪৭
তারেক ফাহিম বলেছেন: দায়িত্ববান পুরুষ।
ধন্যবাদ পোষ্টের জন্য।
  ২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫০
২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫০
তারেক_মাহমুদ বলেছেন: পোষ্টটি ব্লগের আপুদের কাছ থেকে আশা করেছিলাম, শেষ পর্যন্ত আমাকেই দিতে হল। মন্তব্যের জন্য ধন্যবাদ ফাহিম ভাই।
৬|  ১৯ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:১২
১৯ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:১২
হাবিব বলেছেন: সতত সত্য কথা............।
  ২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫০
২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫০
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার।
৭|  ১৯ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪০
১৯ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪০
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন। 
  ২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫১
২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫১
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
৮|  ১৯ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪২
১৯ শে নভেম্বর, ২০১৮  রাত ৮:৪২
ঋণাত্মক শূণ্য বলেছেন: পুরুষ তো ভাই মানুষ না (নিচের ছবি দেখুন); তাই পুরুষ নিয়া মাতামাতি হয় না।
  
 
কোন এক ব্যক্তি বলেছিলেন, পুরুষেরা মহিলাদের কাছে তাই চায়, যা তারা তাদের আন্ডারওয়্যারের কাছে চায়ঃ সামান্য সাপোর্ট আর নিজের মত জেগে ওঠার স্বাধীনতা!
  ২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৩
২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা বেশ মজা পেলাম। ধন্যবাদ ঋণাত্মক শূন্য ভাই।
৯|  ১৯ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৭
১৯ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৭
সুমন কর বলেছেন: শেষ লাইনগুলো সুন্দর।
  ২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৪
২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৪
তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ সুমন ভাই।
১০|  ২০ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:০১
২০ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:০১
আরোগ্য বলেছেন: আজ যদি নারী দিবস হত প্রথম পাতা পোস্টে ছেয়ে যেত।
  ২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৬
২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: ৪০-৫০টা পোষ্টতো আসতোই, সেমিনার হতো,টিভিতে টকশো হতো আরো কত কি!
১১|  ২০ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:০৪
২০ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:০৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
  ২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৬
২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই।
১২|  ২০ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:৪০
২০ শে নভেম্বর, ২০১৮  রাত ১২:৪০
ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ বাহ! সুন্দর!  
  ২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৭
২০ শে নভেম্বর, ২০১৮  সকাল ৭:৫৭
তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ফারিহা আপু।
১৩|  ২০ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১:১৭
২০ শে নভেম্বর, ২০১৮  দুপুর ১:১৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: গরুর গাড়ীর একটি চাকা ছোট হলে তা শুধু খুড়িয়ে খুড়িয়ে চলে এবং বেশি দূর এগিয়ে যেতে পারে না, কিন্তু দুটো চাকা যদি সমান হয় তবে গাড়িটি দ্রুতলয়ে চলতে পারে আর তা নির্দিষ্ট লক্ষ্যে পৌছতে পারে। নারী পুরুষ পরষ্পর মিলে মিশে কাজ করলে অবশ্যই উন্নয়নের চাকা শুধু এগিয়েই যাবে-- এখানে পিছে তাকানোর সুযোগ নেই---
আমি অনুরোধ করবো এই পোস্টটি একটু এডিট করে পুরুষ দিবস করার গুরুত্বটা একটু তুলে ধরার জন্য----তবে এখানে পুরুষকে খুবই উচ্চতর অথবা নারীকে খাট করে দেখার সুযোগ নেই -----
ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য
  ২১ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১১
২১ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১১
তারেক_মাহমুদ বলেছেন: বাহ সুন্দর মন্তব্য করেছেন লাইলা আপু ,পৃথিবীর শুরু থেকেই নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে পৃথিবী ,আসলেই এখানে কাউকেই ছোট বড় করে দেখার কিছু নেই ।মন্তব্যের জন্য ধন্যবাদ আপু ।
১৪|  ২০ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৩
২০ শে নভেম্বর, ২০১৮  রাত ১০:৩৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তারেক ভাই,
পুরুষশাসিত সমাজের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা 
  ২১ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
২১ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৪
তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ তাজুল ভাই ।
১৫|  ২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:২৯
২১ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৫:২৯
মনিরা সুলতানা বলেছেন: সবার জন্য শুভ কামনা 
  ২১ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৫
২১ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৭:১৫
তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে ধন্যবাদ আপি ।
১৬|  ২৩ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৮
২৩ শে নভেম্বর, ২০১৮  বিকাল ৪:৩৮
ব্লগার_সামুরা বলেছেন: 
নারীরা আরো চওড়া হলে। পুরুষ দিবসের গুরুত্ব আরো বেড়ে যাবে। 
এমন পোস্টের জন্য ধন্যবাদ।
  ২৫ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
২৫ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:২১
তারেক_মাহমুদ বলেছেন: হুম ভাল বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ
১৭|  ০৬ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৫৫
০৬ ই ডিসেম্বর, ২০১৮  সকাল ৮:৫৫
ডার্ক ম্যান বলেছেন: পুরুষ হিসেবে আপনার ঘরে আপনার অবস্থান
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
১৯ শে নভেম্বর, ২০১৮  সন্ধ্যা  ৬:১৫
আখ্যাত বলেছেন: সহমত