নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

পাঠ প্রতিক্রিয়াঃ কঙ্কাবতীর কথা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৩



বইয়ের নাম: কঙ্কাবতীর কথা
লেখকের নাম: শায়মা হক
প্রকাশনীর নাম : একরঙ্গা এক ঘুড়ি


ছেলেবেলায় সেবা প্রকাশনীর বইয়ের ভক্ত ছিলাম। কোন এক বইমেলায় এই প্রকাশনীর বিদেশী লেখকের দুটি বইয়ের অনুবাদ কিনেছিলাম যার একটি ছিল চার্লস ডিকেন্সকের লেখা "ডেভিড কপারফিল্ড" অন্যটি ছিল শার্ল্ট ব্রুনটির লেখা "জেন আয়ার"। এইদুটো বইয়ের মধ্যে বেশ সাদৃশ্য ছিল 'ডেভিড কপারফিল্ড' একটি এতিম ছেলের বৈরী পরিবেশে বড় হওয়ার গল্প, ডেভিডের বাবা মারা যাওয়ার পর তার মা একজন দুষ্টু লোককে বিয়ে করেন। সৎ বাবার কাছে অত্যাচারিত ডেভিডের স্থান হয় এতিমখানায় কিন্তু সেখানেও তার উপর নেমে আসে একই রকম নির্যাতন। জেন আয়ারের কাহিনীও প্রায় একই রকম এখানে ডেভিড ছেলে আর জেন মেয়ে পার্থক্য এতটুকুই। এই দুটো বইই আপনাকে কাদাবে। এই দুটি বইয়ের কাহিনীই লেখকদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি।

আমাদের শায়মা আপুর রচিত "কঙ্কাবতীর কথা" বইটি এইদুটো বইয়ের কাহিনীর সাথে সাদৃশ্য পাওয়া যায়। লেখিকা অত্যন্ত যত্নের সাথে প্রাঞ্জল ভাষায় মনের সব আবেগ ঢেলে গল্পের নায়িকার চরিত্রটি ফুটিয়ে তুলেছেন। এই গল্পের নায়িকার উপর শারিরিক নির্যাতনের চেয়ে মানসিক নির্যাতনই বেশি ছিল। নায়িকার অতি সুন্দরী মা তার বাবার প্রত্যাখানের যন্ত্রণা সইতে না পেরে নিজের মেয়েকে সারাজীবন অবহেলা করে গেছেন। মা কখনো এমন হয় নাকি? অনেক খারাপ বাবার গল্প শুনেছি কিন্তু 'মা' শব্দটি উচ্চারণ করলেই আমার চোখে পানি এসে যায় নিজের মায়ের কথা ভাবি,কি অপরিসীম ভালবাসায় মা বড় করেছেন আমাদের।

আশপাশের মানুষের শত অপমান আর মানসিক নির্যাতনের পরও ঝুমকি ফুফুর ভালবাসা যেন মরুভূমিতে দুফোটা জলের মতই পাঠকের মনে তৃপ্তি দেবে। দোলন এবং আরবাজ দুজনকেই আমার কাছে নায়িকার খাটি প্রেমিক মনে হয়েছে। বাকীটা বই পড়ে পাঠক জেনে নেবেন আশাকরি। এমনিতে বুক রিভিউ লেখার অভিজ্ঞতা আমার নেই, এর বেশি লিখলে আবার স্পয়লার হয়ে যাবে।

লেখক পরিচিতি থেকে জানা যায় আপু মনোবিজ্ঞানের ছাত্রী এবং একাধারে বাচ্চাদের স্কুলের শিক্ষক। বইটি পড়ে আমার মনে হয়েছে আপুর মনোবৈজ্ঞানিক জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটেছে বইটিতে।


আপুর নিজের আকা লালটুকটুকে প্রচ্ছদটি আমার কাছে খুববেশি আকর্ষনীয় মনে হয়নি। আমার মনে হয়েছে প্রফেশনাল প্রচ্ছদ শিল্পীকে দিয়ে করালে প্রচ্ছদটি আরো ভাল হতে পারতো।

পরিশেষে বলতে চাই আপুকে তেলমারার জন্য নয় বইটি আসলেই আমার ভাল লেগেছে, যারা বইটি এখনো পড়েননি আশাকরি বইটি কিনলে ঠকবেন না।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৭

নীল আকাশ বলেছেন: এই গল্পটা ব্লগে যখন থেকে প্রকাশিত হয়েছিল তখন থেকেই এটা আমার খুব প্রিয় একটা লেখা। আমার প্রিয় একটা গল্প নিয়ে পোস্ট দেবার জন্য আপনাকে ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: ব্লগে দুএক পর্ব আমিও পড়েছিলাম, তবে বইতে পুরোটা পড়ে আসলেই ভাল লাগলো, অনেক ধন্যবাদ নীল আকাশ ভাই।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫২

নীল আকাশ বলেছেন: শায়মা আপুর কথা মতো আমিই এইবার বইমেলায় প্রথম কপিটা কিনেছি। যেদিন যখন মেলায় গেছে তারপরই কিনে ফেলেছি। আমার খুব প্রিয় গল্প এটা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: হুম আমারো মনে হয় এটা সংগ্রহে রাখার মত একটা বই।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: চমৎকার রিভিউ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব ভাই।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১১

পদাতিক চৌধুরি বলেছেন: বইটি সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা নেই। তবে আপনার রিভিউটি পড়ে বেশ ভালো লাগলো ।

শুভসন্ধ্যা ও ভালোবাসা জানবেন।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় পদাতিক ভাইয়া, আপনি চাইলে এটা কঙ্কাবতী রাজকন্যা ব্লগ থেকে পড়ে নিতে পারেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৯

শায়মা বলেছেন: ভাইয়া প্রথমেই প্রিয়তে নিয়ে রাখলাম!

আমার বই সম্পর্কে প্রথমেই যা লিখেছো তা পড়ে চোখে জল এসে গেলো!

আমার আবার গল্প পড়ে, নাটক বা সিনেমা দেখেও কান্নাকাটির অভ্যাস আছে।

যাইহোক

অনেক অনেক ধন্যবাদ বইটা পড়ার জন্য আর রিভিউটা লেখার জন্য আর ভালো লেগেছে বলার জন্যও!:)

আর প্রচ্ছদটা আসলে নিজের আঁকা ছবি দেবো বলেই হুট করে আগের আঁকা ছবি থেকেই দিয়ে দেওয়া । প্রচ্ছদ চিন্তা করে আঁকা হয়নি .....

অনেক অনেক ভালোবাসা ভাইয়ামনি!!!!!!!

ফেব্রুয়ারী মাসে নানা রকম অনুষ্ঠান নিয়ে মহা ঝামেলায় আছি...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪২

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু, বইটির সাফল্য কামনা করছি।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

হাবিব বলেছেন: চমৎকার বলেছেন। খুব ভালো লাগলো রিভিউটি। ধন্যবাদ তারেক ভাই।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৩

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার, আপনার রিভিউগুলো সুন্দর হয়।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: সন্দর রিভিউ।

০১ লা মার্চ, ২০১৯ সকাল ৯:১৫

তারেক_মাহমুদ বলেছেন: আপনাকে ধন্যবাদ

৮| ০৯ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

শায়মা বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.