নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

আমার কেন কবিতা পায় না

১১ ই মার্চ, ২০১৯ সকাল ১১:৩০

শুনি অনেকেই কবিতায় পায়
তবে আমার কেন কবিতা পায় না?
ছেলেবেলায়
পাড়ার এক কিশোরীর ডাগরডোগর চোখের প্রেমে পড়েছিলাম
তখন কবিতা পেয়েছিল অনেক।
তখন কবিতায় আকাশ বাতাস মেঘ পাখি কতকিছুরই না তুলনা ছিল সেই ডাগরডাগর চোখ।
তার মিষ্টি হাসিতে হৃদয়ে বাজতো পিয়ানোর সুর।
তার দোলানো বেনিতে বুকে উঠতো ঝড়।
এরপর ওই পাড়া ছেড়ে এসেছি
কম করে হলেও বিশ বছর হবে।
সেই কিশোরী হয়তো এতদিনে তিন চার বাচ্চার মা।
এরপর থেকে আর কবিতা পায়নি কোনদিন।



এটাকে কবিতা ভাববেন না, এটাকে একটা পরমাণু গল্প ভাবুন।

মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২০

নীল আকাশ বলেছেন: আমি যেন কোকিলের মতো এক ছন্নছাড়া পাখি
যার নিজের কোন বাসা নেই,
আমি যেন রাতের নিকষ কালো আকাশ
যেখানে পূর্ণিমার চাঁদ নেই,
আমি যেন অপূর্ণ মানুষের বিমূর্ত প্রতিক
যেখানে ভালোবাসার কোন জোয়ার নেই।
কবিতাঃ সখী, ভালোবাসা কারে কয়?

১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: আসলে লিখতে মন চায় প্রতিদিন কিন্তু কি লিখবো ভেবে পাইনা তাই এইসব আবোল তাবোল। অনেক ধন্যবাদ নীল আকাশ ভাই।

২| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৫

আকতার আর হোসাইন বলেছেন: হাহা...

পরমাণু গল্পই ধরে নিলুম তবে।।।

১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ আকতার ভাই। অনেক শুভকামনা ।

৩| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৯

নীল আকাশ বলেছেন: লেখক বলেছেন: আসলে লিখতে মন চায় প্রতিদিন কিন্তু কি লিখবো ভেবে পাইনা তাই এইসব আবোল তাবোল। অনেক ধন্যবাদ নীল আকাশ ভাই।
সুকুমার রায়ের আবোল তাবোল কিন্তু একসময় ব্যাপক হিট হয়েছিল। বরং এখনও বাচ্চাদের দেখানো হয় রাইমস হিসাবে। লিখতে শুরু করুন। আস্তে আস্তেই হাত খুলে যাবে বেশ..............

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৯

তারেক_মাহমুদ বলেছেন: মন্তব্যে অনেক অনেক ভাললাগা, পুনরায় আসার জন্য ধন্যবা।

৪| ১১ ই মার্চ, ২০১৯ দুপুর ১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এতো মহাকাব্যরে ভাই পরমাণূ গল্প হতে যাবে কেনো?

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০১

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা সুজন ভাই হাসাইলেন। পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ।

৫| ১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২৮

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা ।
ঠিক আছে।

তবে লেখাটা ভালো লাগলো খুব।

১১ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:০৪

তারেক_মাহমুদ বলেছেন: মাহমুদুর রহমান ভাই, পড়েছেন সেজন্য ধন্যবাদ । মন্তব্যে অনেক অনেক ভাললাগা।

৬| ১১ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: আমার কিন্তু বেশ ভাল লেগেছে। ভালো প্রচেষ্টা লিখতে থাকুন ।

শুভকামনা প্রিয় তারেক ভাইকে।

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫২

তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ ভায়া, শুভেচ্ছা ও ভালবাসা রইলো।

৭| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:০৯

হাবিব বলেছেন: পরমানুর শক্তি উপলব্ধি করেই হয়তো এমন আয়োজন!

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৮:২৩

রাজীব নুর বলেছেন: ভাই জান আসসালামু আলাইকুম।

চমৎকার কবিতা লিখেছেন।

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫৪

তারেক_মাহমুদ বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

৯| ১১ ই মার্চ, ২০১৯ রাত ৯:০০

মুক্তা নীল বলেছেন:
তারেক ভাই, কি যে আবেগময় করে লেখাটা লিখেছেন।
অনেক ভালো লেগেছে আপনার কবিতা। প্রথম যে কবিতা লেখে, আর যার জন্য লিখা সেই ফিলিংস কিন্তু.....
শুভ কামনা রইলো।

১২ ই মার্চ, ২০১৯ সকাল ৭:৫৮

তারেক_মাহমুদ বলেছেন: মুক্তা নীল আপু
আপনার মন্তব্যে অনেক ভাললাগা, আসলে দুষ্টুমি করে লিখেছিলাম শেয়ার করার সময়ও ভয়ে ভয়ে ছিলাম । অনেক ভাল থাকুন।

১০| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ৯:২২

ব্লগার_প্রান্ত বলেছেন: মানবতার স্বার্থে আপনাকে কবিতা লিখতে হবে তারেক ভাই!
ভালো হয়েছে :D

১৯ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৫৩

তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা না কবিতা আমাকে দিয়ে হবে না, তারচেয়ে গল্প লেখার চেষ্টা করাই ভাল। অনেক ভাল থেকো প্রান্ত।

১১| ১৮ ই মার্চ, ২০১৯ রাত ১০:২২

শায়মা বলেছেন: কবিতারা তার সাথে হারিয়ে গেছে.....

১৯ শে মার্চ, ২০১৯ সকাল ৮:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: হুম কিশোর বয়সে সব ছেলেরাই মনে হয় দু চারটা প্রেমের কবিতা লেখে,অনেকে ছ্যাকা খেয়ে বিরাট কবি হয়ে যায়, আবার অনেকেই কবিতা হারিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.