নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

হোম কোয়ারেনন্টাইন ডাইরি পর্ব-৪

২৭ শে মার্চ, ২০২০ দুপুর ১:১২



২৭.০৩.২০২০

গোটা পৃথিবী আজ ঘরে বন্দী, পৃথিবীর মানুষ আজ মুক্তবাতাসে প্রাণভরে শ্বাস নিতে পারছে না। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। এ কোন পৃথিবীতে আমরা বাস করছি? প্রকৃতি কি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে গোটা মানুষকে ঘরে বন্দী করে? কেমন হবে করোনা পরবর্তী পৃথিবী? এ অবস্থা মাসের পর মাস চলতে থাকলে তার পরিণতি কি হবে ভাবতেই গা শিউরে উঠছে। মালিকরা কতদিন শ্রমিকদের বসিয়ে বসিয়ে বেতন দেবেন? সর্বোচ্চ ১/২ মাস, তারপরই শুরু হবে ছাটাই। যে কোন দূর্যোগে পৃথিবীর একদেশ অন্য দেশের সহায়তায় এগিয়ে আসে কিন্তু গোটা পৃথিবীই যখন সংকটাপন্ন তখন কে কাকে সাহায্য করবে?

গতকাল জরুরি ঔষধ কেনার জন্য বাইরে গিয়েছিলাম। একটা বাইকে দুইজন পুলিশ বসা পিছনের জনের হাতে লম্বা একটা লাঠি কোন বাচ বিচার ছাড়াই মানুষকে পেটানো হচ্ছে। এটা মোটেই ঠিক হচ্ছে না, জরুরি প্রয়োজনে মানুষতো ঘরের বাইরে বের হবেই তাই বলে এভাবে পেটানো কতটা যুক্তিসংগত? অথচ এখনো শত শত মানুষ একসাথে মসজিদে নামাজ পড়ছে। মসজিদে কি সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব? আমরা ভবিষ্যতে সবাই একসাথে করোনামুক্ত পরিবেশে নামাজ আদায় করতে চাই সেই লক্ষ্যে কিছুদিনের জন্য কি আমরা মসজিদে যাওয়া বন্ধ করতে পারি না?

দেশে মশার প্রকোপ ভয়াবহ হারে বেড়েছে কোথায় আমাদের দুই নবনির্বাচিত মেয়র মহাদয়? করোনার চেয়ে আমাদের জন্য ডেঙ্গু ভয়ংকর, দয়াকরে মশা মারার ব্যাবস্থা করুন।সবাই করোনা নিয়ে এত বেশি চিন্তিত যে ডেঙ্গুর কথা বেমালুম ভুলে বসে আছেন কিন্তু মেয়র মহোদয় ডেঙ্গুতে মানুষ মরলে তার দায়িত্ব কিন্তু আপনাদের উপরই বর্তাবে। তাই আপনারা অন্তত ঘরে বসে থাকবেন না মশা মারার ব্যবস্থা করুন।

ছবিগুলো দেখুন বাসার ব্যালকনি থেকে ছবিগুলো তুললাম। নাই কাজতো খই ভাজ।

১.শীত শেষ আপাতত আমাদের গাছগুলোতে কোন ফুল নেই, তবে এই লাল রংয়ের নয়নতারা ফুলগাছটা তার সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে।




২. গত কয়েকদিন ধরেই দেখছি সামনের কাঠাল গাছটিতে একটি কাক তার বাসায় নিশ্চিন্ত মনে বসে আছে, সম্ভবত ডিমে তা দিচ্ছে।



৩. দুজন মহিলা পাশের ছাদে কাথা সেলাই করছেন, অবসর সময়ে আমাদের মা খালাদের দেখতাম এভাবে কাথা সেলাই করতে।



৪. একজন আলু পিয়াজ বিক্রেতা ঢুকে পড়েছিল আমাদের পাড়ায়, সিকিউরিটি গার্ডের তাড়া খেয়ে দ্রুত পালাচ্ছেন।



৬.আইইডিসিআর এর ব্রিফিং চলছে,আজও ৪ জন আক্রান্ত, জানিনা কবে মুক্তি মিলবে

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০২০ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: ভাই আমার সমস্যা হলো আমার সিগারেট শেষ।

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:১০

তারেক_মাহমুদ বলেছেন: আহা বেচারা, ভাল থাকুন, সাবধানে থাকুন।

২| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি কি ঢাকায়? মানুষজন কি রকম বের হচ্ছে?

২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৩

তারেক_মাহমুদ বলেছেন: জি আমি ঢাকায়, রাস্তায় খুবই কম লোকজন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছে না।

৩| ২৭ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২১

নেওয়াজ আলি বলেছেন: আছেন। সাবধান থাকবেন। ভালোবাসা রহিল আপনার প্রতি এবং আপনার পরিবারের প্রতি। আল্লাহর পর রাষ্টই আমাদের অভিভাবক । ভয় পাবেন না।

২৭ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

তারেক_মাহমুদ বলেছেন: ভয় পাইনা এখনতো বাসা থেকেই বের হচ্ছি না। ভাল থাকুন শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.