নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি লেখক নই, মাঝে মাঝে নিজের মনের ভাবনাগুলো লিখতে ভাল লাগে। যা মনে আসে তাই লিখি,নিজের ভাললাগার জন্য লিখি। বর্তমানের এই ভাবনাগুলোর সাথে ভবিষ্যতের আমাকে মেলানোর জন্যই এই টুকটাক লেখালেখি।

তারেক_মাহমুদ

পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত

তারেক_মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

এই রমজানে আমাদের চির পরিচিত মানুষগুলো কেমন আছে?

২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৪৩



বছর ঘুরে আবারও চলে এল সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আজ প্রথম রোজা। কনকনে শীতের দিনের রমজান মাস দেখেছি আবার তীব্র দাবদাহের কিংবা বর্ষনমুখর দিনের রমজানও আমরা দেখেছি। কিন্তু এমন রমজান মাস কি আমরা কখনো দেখেছি? যখন মসজিদ থেকে নামাজের জন্য আহবান করে বলা হচ্ছে "নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো" কিন্তু পরক্ষণেই মসজিদের মাইক থেকে বলে দেওয়া হচ্ছে ঘরে বসে তারাবি নামাজ আদায় করুন।

অন্যান্য বছরের মত মসজিদের সামনে টুপি, তসবি আতর,মেছাক বিক্রেতা আছে, আছে রাস্তায় পাশে সৌদি খেজুর বিক্রেতাও কিন্তু অনেক কিছুই নেই। মসজিদ আছে কিন্তু মসজিদের দুয়ার আমাদের জন্য বন্ধ, তাই মসজিদে মুসল্লি নেই। বাবা মাকে তারাবি নামাজ পড়ার কথা বলে বাসা থেকে বের হওয়া টুপিপরা কিশোরদের রাস্তায় ঘোরাঘুরি নেই। সেহেরি খেয়ে ঘুমানোর পর পুনরায় কাক ডাকা ভোরে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার তাড়া নেই,
তখন মনে হতো
-ইস আর একটু যদি ঘুমানো যেতো!!

সেই বাস কন্টাকটারেরাই বা কেমন আছে যারা জোরে জোরে চিৎকার করে যাত্রীদের ডাকতো মতিঝিল -- মতিঝিল ---
সেই চেকারটাইবা কেমন আছে? যাকে হেলপার ১০ টাকা দিয়ে অনায়াসেই ম্যানেজ করে ফেলতো। মাত্র ১০ টাকার বিনিময়ে ওয়েবিলে ৫০ জনের জায়গায় ৪০ জন লিখে সাইন করে দিতো।

কোথায় গেল সেই ট্রাফিক জ্যাম, আর সেই মাথা গরম ভদ্রলোকেরা বা কোথায়? গাড়িতে উঠলে ড্রাইভার হেল্পারের সাথে ঝগড়া না করলে যাদের পেটের ভাত হজম হতো না। গাড়ি একটু আস্তে চললেই এরা ড্রাইভারকে বলতো
- এই ব্যাটা তুই ড্রাইভার না হেল্পার? জীবনে গাড়ি চালিয়েছিস? এত যাত্রী কেন উঠালি?
এক কথায় দুই কথায় শুরু হতো ঝগড়া আরও কিছু যাত্রীর সমর্থন পেয়ে ভদ্রলোক দ্বিগুণ উৎসাহে ঝগড়া করতো
কেউ একজন বলতো
-এরা ভয়াবহ অপরাধ করছে,
আবার দুইএকজন এর সাথে রাজনীতির সম্পর্ক তৈরি করে ফেলতো
- রাজনীতিবিদরা কত অন্যায় করছে আর ওতো সামান্য কয়েকজন যাত্রী বেশি উঠিয়েছে।

তখন যাত্রীদের মধ্যেই দুটো গ্রুপ তৈরি হতো, একটা গ্রুপ ড্রাইভার হেল্পারকে সমর্থন করতো তবে ওটা দূর্বল গ্রুপ।
কেউ একজন বলতো
-আমরা রমজানের পবিত্রতা রক্ষা করি, ঝগড়া থেকে বিরত থাকি,
এই কথায় ঝগড়ার রেশ কিছুটা কমে আসতো।

সেই সচিত্র নামাজ শিক্ষা বিক্রেতাই বা কেমন আছেন? যিনি গাড়িতেই চিত্রের মাধ্যমে নামাজের নিয়ম কানুন বুঝিয়ে দিতেন, মাত্র ১০ টাকা দিয়ে একটা বই কিনলেই সব পাওয়া যেতো, নামাজের নিয়মকানুন, সেই সাথে সুরা, কেরাত,নামাজের নিয়ত আরও কত কি?

পর্দাঘেরা চায়ের দোকানের সেই দোকানীটাই বা কেমন আছেন? এবারতো আর কেউ সেই পর্দার ফাক গলিয়ে ভিতরে ঢুকে বলছে না
- দুটো পরোটা, একটা ডিম আর এককাপ লাল চা দিন।
তবে কেমন করে চলছে ওর সংসার?

কতদিন দেখা হয় না এসব পরিচিত মানুষদের সাথে। যানযটের শহর ঢাকা আজ স্থবির। চিরচেনা সেই ঢাকা প্রাণ ফিরে পাক আবারও । ফিরে আসুক রিকশার টুংটাং শব্দ কিংবা গাড়ির বিকট হর্ন। এই পবিত্র মাসে মহামারি করোনা থেকে মুক্তি পাক বিশ্ববাসী। কর্মচঞ্চল হয়ে উঠুক পৃথিবী।

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:৫৫

চাঁদগাজী বলেছেন:


সময় যাচ্ছে, জাতির অবস্হা কি ভালো দিকে যাচ্ছে, সংক্রমণ কি কমছে, না বাড়ছে? রোজার সময় কি কোরনাকে শিকল দিয়ে আটকাবে ফেরশতারা, নাকি করোনা তার তান্ডব চালাবে, ভাবনার বিষয়!

২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:০৮

তারেক_মাহমুদ বলেছেন: প্রতিদিনই করোনার সংক্রামক বাড়ছে, জানি না কি অপেক্ষা করছে আমাদের জন্য সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

২| ২৫ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৩১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাক।

২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০০

তারেক_মাহমুদ বলেছেন: সেটাই সবার প্রত্যাশা,নিরাপদে থাকুন, ❤

৩| ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:২৫

সোহানখুলনা বলেছেন: মহান সৃষ্টি কর্তার কাছে পানা চাওয়া ছাড়া আর কি আছে আমাদের ,

২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৪

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি, মানুষ আজ বড্ড অসহায়। ভাল থাকুন, শুভকামনা।

৪| ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৪

ঢাবিয়ান বলেছেন: মানুষ কোনদিন ভাবতেই পারেনি চিরচেনা শহড়ের এমন অচেনা রুপের দেখা পাবে।

২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০৫

তারেক_মাহমুদ বলেছেন: সত্যি ভাই, এমন দিন আমাদের কল্পনাতেও ছিল না, ভাল থাকুন, নিরাপদে থাকুন।

৫| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: তারেক ভাই আমি প্রচন্ড চিন্তায় আছি করোনা নিয়ে। মাঝে মাঝে মনে হয় দম বন্ধ করে মরে যাবো।

২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২২

তারেক_মাহমুদ বলেছেন: সবারই একই অবস্থা করোনা নিয়ে যেমন চিন্তায় আছি তেমনি চিন্তায় আছি করোনা পরবর্তী সময়ের কথা ভেবে, আল্লাহ সকলকে ভাল রাখুন।

৬| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:


রমজানে শয়তানকে বন্দী করেন আল্লাহ, উনি নিশ্চয় করোনাকে বন্দী করবেন

২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:২৩

তারেক_মাহমুদ বলেছেন: সেটা আল্লাহ ই ভাল জানেন।

৭| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

ব্লগার_প্রান্ত বলেছেন: আল্লাহ আমাদের সহায় হোক।
মানুষ অনেক মানবেতর জীবন যাপন করছে।

২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:১৮

তারেক_মাহমুদ বলেছেন: আমরা সবাই খুব খারাপ সময় পার করছি, তোমার পরিক্ষাওতো হচ্ছে না, আল্লাহ আমাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন।

৮| ২৬ শে এপ্রিল, ২০২০ ভোর ৪:৫৫

মা.হাসান বলেছেন: হয়তো পৃথিবী আবার স্বাভাবিক হবে। কিন্তু সে সময়ে আমি থাকবো কিনা সন্দেহ আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.